নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথাই মানুষের প্রাণ। যতদিন মানুষ হৃদয় উজাড় করে কথা বলতে পারবে ততদিন মানুষ বেঁচে থাকবে।

দূর দ্বীপবাসী

আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।

দূর দ্বীপবাসী › বিস্তারিত পোস্টঃ

ধর্ম

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

ধর্ম মানেনা পাপিষ্ঠরা,
তারাই আবার ধর্মের রঙিন মুখোশ পরে,
ধার্মিকের উপর খড়গ চালায়,
মানবতাকে হাসায় কাঁদায়।
ধর্মহীন হলেও ঠাঁই নেই এ পৃথিবীতে,
ধার্মিক হলেও ঠাঁই নেই,
ধর্ম ব্যবসায়ী হলে বিশাল কদর।
কেউ কেউ আবার সাজে নিরপেক্ষ,
লুটে পুটে খায় সব স্বার্থ,
সাইনবোর্ডটা ব্যাপক বড়,
টাইটেল জুড়ে মানবতাবাদীর বিশাল তকমা,
বিপ্লব বিপ্লব বলে সাম্রাজ্যবাদী সেজে,
চেটেপুটে খায় সব লোকমা।
ধর্ম নাকি মধ্যযুগীয় ব্যাপার,
ধর্মের কারণে নাকি সব রসাতলে গেলো,
ঐ তো সেদিন বৈজ্ঞানিকসাফ,
মাজারের সিন্নি, বলির পাঠা, বুদ্ধের প্রসাদ সব
ভাগিয়ে নিলো।
ধার্মিকরা নাকি পিশাচ হয়,
মানে না বিবর্তনবাদ,
বিবর্তনবাদী বিজ্ঞানী মানে না ধর্ম ঠিক,
পেট ভরে খায় ধর্মের প্রসাদ।
নারী অধিকার ধর্মে মিলবেনা,
এসো আমাদের কাছে,
এনিয়ে বিনিয়ে কাছে নিয়ে,
জামা খোলায় ঝোপের পাশে।
হঠাৎ বিপ্লবী মানবতাবাদীর ক্রন্দনরোল,
মুখেতে বিজ্ঞান ভুলে,
রসময় গুপ্তের খিস্তির বোল,
পাঠ্যপুস্তকে কেন এত ধর্ম ধর্ম খেলা,
এতো জঘন্য রকম বিজ্ঞানের প্রতি বিশাল অবহেলা,
এসব যদি চলতে থাকে,
কি করে খাবো লাল শরাব,
কি করে হবে প্রগতিকামী কামুক নারীর জামা খোলা।
বিপ্লব হবে ধর্মহীনতার,
ভোজন হবে ঠিকই ধর্মের প্রসাদের।
উৎসবে বিশ্বাসী ভোজন রসিক,
সে আবার কেমন ধর্মহীন,
সে আবার কেমন বৈজ্ঞানিক?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.