![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হিমুর মত উদ্ভট টাইপের কেউ।আমার ভালোলাগে ভাবতে,হাঁটতে,কথা বলতে,নীরবে অপলক চেয়ে দেখতে। আমি আমার মত করে গড়ে উঠা এক আদম। নিরিবিলি প্রশান্ত মন নিয়ে প্রগাঢ় চিন্তায় ডুবে থাকতে ভালোবাসি। আমার পথ আমি বেঁচে নিয়ে,যে পথে হেঁটে চলবো অনন্ত সময়।
পৃথিবীতে এতো এতো সমস্যা যে চোখের পলক ফেলার আগেই নতুন নতুন সমস্যার উদ্ভব হয়। সমস্যার বেড়াজালে আবদ্ধ প্রতিটি মুহূর্ত। ভোর বেলা পাখির ডাকে ঘুম ভাঙা থেকে পরদিন ঠিক ঘুম ভাঙা পর্যন্ত সমস্যা লেগেই আছে। আমার বোধহয় পৃথিবীতে মানুষ যদি গড় আয়ু পর্যন্ত বাঁচতে পারে সে বোধহয় তার মাথার চুলের সংখ্যা সমান সমস্যার মুখোমুখি হয়। সমস্যার আবার অনেক রকম রূপ, সমস্যা,সহজ সমস্যা, কঠিন সমস্যা, জটিল সমস্যা। বিশেষজ্ঞরা ধারনা করতেছে , মানুষ যতটা আধুনিক সভ্য প্রযুক্তি নির্ভর ও জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হচ্ছে দিনকে দিন মানুষের ততই সমস্যা বেড়েই চলেছে। আর এর কারণে হতাশা ও ক্রোধ কিংবা হিংসার পরিধিটা বেড়ে যাচ্ছে।এর দরুন বাড়ছে আত্মহত্যা,মারামারি,রক্তারক্তি,খুন খারাবি,নির্যাতন,মানবাধিকার লঙ্ঘনসহ অকল্পনীয় অপরাধ।ইদানিংকালে মানুষের সহনশীলতা ও সমাধানের পথ খুঁজে নেওয়াটা দুর্বোধ্য হয়ে উঠছে,মানুষ অল্পতেই হাঁপিয়ে যাচ্ছে।পৃথিবী যতদিন টিকবে প্রতিটি মানুষের প্রতিটি মুহৃর্তেই সমস্যার সৃষ্টি হবে।যদি আমরা এটাকে স্বাভাবিক বিষয় হিসেবে ধরে সমস্যাটাকে জন্ম নিতে না দেই কিংবা আবির্ভূত সমস্যাকে ঔদার্য বিচক্ষণতা চিন্তা চেতনার মাধ্যমে সমাধান করি তবেই সেটা হবে মঙ্গলজনক।
২| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: সমস্যা থেকে পরিত্রান আমরা এত সহজেই হয়তো পাবনা।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৭ রাত ৩:৩০
সচেতনহ্যাপী বলেছেন: ঠিক।। ভেবে দেখেন, আমাদের চাহিদা সেই ছোটবেলায়, কতটুকুতে সীমাবদ্ধ ছিল!! আর আজ!! সমস্যাও এমনি।।