নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারণ একজন মানুষ! ভাল চিন্তা করি আর কিছু লিখার চেষ্টা করি। আমি সাধারণ পরিবার থেকে বেড়ে উঠেছি। তাই ছোট খাটো স্বপ্ন দেখে আগামীর পথচলায় এগিয়ে যাচ্ছি। আমার ফেসবুক ঠিকানা// ইচ্ছে হলে এড দিতে পারেন। https://web.facebook.com/nikhilbs.24

নিখিল বৈদ্য সুবর্ণ

ঘুমহীন শেষ রাতের গল্পে আমি ও আমার মূহুর্তগুলি!

নিখিল বৈদ্য সুবর্ণ › বিস্তারিত পোস্টঃ

_____________কথা অমৃত____________

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৬

০১) তুমি যাকে ভালবাস,তার অতীত জানার চেষ্টা করনা! হয়তোবা তার অতীত খুঁজলে এমন কিছু বেড়িয়ে আসতে পারে,যা তুমি সহ্য করতে পারবেনা!!

০২) কোন ব্যাক্তিকে তার দুর্বল জায়গায় আঘাত করা কোন মহাপুরুষের কার্য নয়! কেননা, প্রত্যেক মানুষেরী একটি করে দুর্বল জায়গা থাকে !! হতে পারে তোমার নিজের এমন একটি দুর্বল জায়গা আছে যেটা তোমার মৃত্যুর কারন হয়ে দাঁড়াতে পারে।

০৩) কোন রাষ্ট্র কখনও রাষ্ট্রের মানুষকে সভ্যতা শিখাতে পারেনা",কিন্তু রাষ্ট্রের সমাজ ব্যবস্থা-ই পারে রাষ্ট্রের মানুষকে সভ্যতা শিখাতে!!

০৪) প্রেম করা এক প্রকার পুতুল খেলা" মাটি দিয়ে তৈরি করে আবার ভেঙ্গে ফেলা !! কেননা, প্রেম করে একটি সম্পর্ক স্থাপন করা যায়!!কিন্তু ভাল বন্ধু হিসেবে নয় ।। কারন :- আজ যেখানে প্রেম যৌনতার চাদরে ডাকা, সেখানে প্রকৃত প্রেমের বিজ ভোনা খুব-ই কষ্ট সাধ্য।

০৫) আমি বিলাসীতার চাদরে মোড়ানো নয়",কর্মের পিছনে ছুটে ও কর্তব্য-কে ভুলিনি। কেননা, অর্থের পিছনে তারাই ছুটে যাদের অর্থ আছে,আর যার অর্থ নেই সে ছুটে কর্মের পিছনে!!

০৬) যে ব্যাক্তি তার নিজের ধর্মের সংস্কৃতিকে, ভুলে অন্য সংস্কৃতিকে পালন করিবে সে আরও অন্ধকারে নিশ্চই প্রবেশ করিবে।

০৭) কেউ যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দাও,দেখবে সে অবশ্যই একদিন ফিরে আসবে, তবে এমন কাউকে চলে যাওয়ার কথা বলনা যে,চলে গেলে আর কোনদিনও ফিরে আসেনা।

০৮) কারো মন কোন প্রকার সুখে আনন্দ পায়না! যদি না অর্থ তার সঙ্গ দেয়।

০৯) কোন মন্দিরে পঞ্চাশ টাকার ফুল কিনে পুজা দেওয়ার চেয়ে,সেই মন্দিরের সামনে থাকা ভিক্ষুকদের কিছু খাদ্য কিনে দাও, দেখবে সাথে সাথে সে বলে উঠবে ঈশ্বর তর মঙ্গল করুক।

১০) সেই প্রকৃত মানুষ যার অন্যের দেওয়া আঘাতের পর এতটুকু গৃনার সৃষ্টি হয়না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.