![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানের যান্ত্রিকতার যুগে আমাদের থামার কোন সুযোগ নেই। আমরা দিনদিন ব্যস্ত থেকে ব্যস্ততর হচ্ছি। আর এই ব্যস্ততার দরুন বাড়ছে আমাদের জীবনের ঝুঁকি। প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা আর সাথে আছে নানান রোগ বালাই। আর এভাবেই আমাদের প্রতিদিনই কারো না কারো প্রয়োজন হচ্ছে রক্তের। আমি আপনাদের জানাব ফেসবুকের অন্যতম সুবিধার কথা, যা ব্যবহার করে আপনি ফেসবুক থাকেই খুজে পেতে পারেন রক্তদাতা।
আমরা অবশ্য কিছুদিন আগে এই বিষয়ের একটি ভিডিও তৈরি করি এবং Youtube আপলোড দেই। ভিডিওটি দেখলে হয়তো আরও ভাল ভাবে বুঝবেন কিভাবে পোস্টটি করলে রক্তদাতা খুজে পেতে পারেন খুব শীঘ্র।
নিচে আমি বিস্তারিত তুলে ধরছি
১) আপনাকে ইংরেজিতে একটি স্টাটাস আপডেট করতে হবে। তাতে নিম্ন বর্নিত তথ্য থাকতে হবে।
> কোন গ্রুপের রক্ত লাগবে?
> কোন হাসপাতাল/ ব্লাড ব্যাংক / লোকেশনে লাগবে?
> তারিখ এবং সময়
> যোগাযোগের জন্য একটি নম্বর
> রোগির সমস্যা
যেমন ধরুন:
Urgent O+ Blood needed
Location: BIRDEM, Shahabagh
Date & Time: 23/7/2018
Number: 01344567890
Problem: Operation
এই ভাবে তথ্য গুলো দিয়ে আপনার স্টাটাসটি "Publicly" published করুন।
অবশ্যই মনে রাখবেন, এই পোস্টটি করার সময় আপনার "News Feed" নিরাপত্তা অবশ্যই "Public" হতে হবে। যদি অন্যকোন option যেমন Friends/ Friends except...../ any custom তবে ফেসবুকের রক্তদাতাদের কাছে আপনার অনুরোধটি পৈছাবে না।
২) রক্তের জন্য অনুরোধের পোস্টটি যখনই "Publicly" published হবে তখন পোস্টের উপরে নীল রঙের একটি বক্স আসবে তাতে লেখা থাকবে "Share with Nearby blood donors"।
যদি এই নীল রঙের বক্সটি না আসে তবে,
> Browsers: Internet Explorer, Google Chrome, Safari (recommended) আপনি ছাড়া অন্যকোন ব্রাউজার ব্যবহার করছেন।
> হয়ত আপনার রক্তের গ্রুপ সম্পর্কিত তথ্য ফেসবুকে আপডেট করেন নি।
> ফেসবুকের নিজস্ব সমস্যা।
৩) "Share with Nearby blood donors" নীল রঙের বক্সটি আসলে দুটো Option দেখবেন। "Next" এবং "No Thanks"
আপনি Next এ click করুন।
৪) Click করার সাথে সাথে আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে। সেখানে আপনার কাছে কিছু তথ্য জানতে চাওয়া হবে।
> Blood Bank or Hospital ( Add location)
যদি Blood Bank or Hospital এর নাম না খুজে পান তবে কোন শহরে লাগবে সেই তথ্য দিন। যেমন- Dhaka, Gazpur,
Chittagong etc.
> Blood Group
> Contact Number এই option এ click করলে ২টা তথ্য চাইবে- Name and Number
সকল তথ্য ঠিক ভাবে দেয়া পর Post এ Click করুন।
৫) দেখবেন Post টি Share হয়ে গেছে।
এভাবে শেয়ার দিলে কি কি সুবিধা পাবেন?
এভাবে শেয়ার করলে আপনার পোস্টটি তৎক্ষণাত ২ শ্রেণির লোকের কাছে পৌছে যাবে।
> আপনার ফেসবুকের ক্লজ বন্ধুবান্ধব, পরিবারের সদস্য
> আপনি যে রক্তের গ্রুপের জন্য Post দিলেন তা Facebook Blood bank এর ডোনারদের কাছে আপনার অনুরোধটি পৌছে যাবে। ডোনাররা আপনার সাথে যোগাযোগ করবে আপনারই প্রদত্ত নম্বরে কল করে। আপনি সরাসরি ডোনারের সাথে কথা বলতে পারবেন।
কিছু সাবধানতা!!
যেহেতু আপনি Facebook publicly post দিচ্ছেন তাই কিছু ধান্দাবাজ লোক হয়ত কল করে আপনাকের বলতে পারে তার কাছে হসপিতালে পৌছানোর মত টাকা নাই। আপনি বিকাশ করলে তবেই উনি আসবেন। এমন প্রস্তাবে কখনই রাজি হবেন না। এই ধরনের লোক গুলো টাকা হাতে পাওয়ার পর মোবাইল বন্ধ করে রাখে।
লেখার কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে উপরের ভিডিওটি দেখুন। সব বিস্তারিত ভাবে দেয়া হয়েছো।
©somewhere in net ltd.