নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য !!

অনেক কিছুতেই নাক গলাই যাহা না গলালেও পারি !!

নীলাবতীর নীল মেঘ

মুক্ত মনের মানুষ হতে চাই !!!

নীলাবতীর নীল মেঘ › বিস্তারিত পোস্টঃ

ভাবছি খুব মন খারাপ করবো !

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬





ভাবছি কিছুটা অভিমানী হবো -

আত্নভিমানে নিজেই পুড়বো

ভাবছি কিছুটা মোমের মতো নরম হবো

একটু তাপেই গলে যাবো ।



ভাবছি কিছুটা মেঘ হবো

আয় বৃষ্টি ঝেপে

ধান দিবো মেপে

বললেই ঝম ঝম করে তোমার টিনের ছাদে ঝরে পড়বো ।



ভবছি একটা খাচা কিনবো

দুই পোষা পাখি পালবো

পোষ মানানো পাখি ভালো

খাচাঁ ছাড়া উড়াল দিবে - অবুঝ বলে সান্তনা দিবো ।



ভাবছি কিছু গ্লিসারিং কিনবো

অতঃপর অভিনয় শিখবো

কাদঁতে কাদঁতে চোখ ফুলাবো

কেউ বললে বলবো অভিনয় শিখছি

সামনে লাক্স চ্যানেল আই'য়ে নাম দিবো !!



ভাবছি কান্না গুলো জমিয়ে রাখবো বর্ষা-কালের জন্য

বৃষ্টি ধারায় কেউ খেয়াল করবে না বৃষ্টি না চোখের পানি !!



তোমার সমুদ্র এতো প্রিয় - আমার চোখের নোনা জলেই আমাকে স্নান করাছো - আগে জানলে সমুদ্রে যেতাম -





30 মিনিট বসে থেকে কি লিখলাম জানি না - :( :( :( :( :( :(

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

গজ-কচ্ছপ বলেছেন: টিনের ছাদে ঝড়ে পরা মানে কি টিনের ছাদে মিসড কল দেয়া? :P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

নীলাবতীর নীল মেঘ বলেছেন:

জ্বিভ কাইটা দিমু -- জ্বিব ভিতরে ডুকাও X( X( X(

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

মাসুমা সুলতানা (ঝর্না) বলেছেন: বুজতেছি না। X(( X(( X((
আপনি মেয়ে হলে ফেবু আইডি টা দেন B-) B-) B-) B-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

নীলাবতীর নীল মেঘ বলেছেন:
somewhereinblog এ রখম রুল তো দেখি নি

নাকি আপনার পড়তে ব্যাক্তিসত্ত্বা যেনে পড়তে হবে - ?


তাহলে আসতে পারেন, ধরে নেন আমি ফেইক

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

Crazy তৌফিক বলেছেন: বলার ভাষা পাইলামনা! অনেক সুন্দর অনেক সুন্দর......

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

নীলাবতীর নীল মেঘ বলেছেন:
ধন্যবাদ !




দেশে কবি ও কাকের সংখ্যা বলে কবিতালীয় ভাবে বেরেই চলেছে :D সত্যি দেখি তাই :P

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

লুছিফার বলেছেন: লুল :P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

নীলাবতীর নীল মেঘ বলেছেন:

আপনার মাকে বলুন মুখ মুছিয়ে দিতে --এতো বড় হয়েও লুল ফালানো ভালো না --

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

আশিক মাসুম বলেছেন: তোমার সমুদ্র এতো প্রিয় - আমার চোখের নোনা জলেই আমাকে স্নান করাছো - আগে জানলে সমুদ্রে যেতাম -



ভাল লাগলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

নীলাবতীর নীল মেঘ বলেছেন:

হুম এই লাইন গুলোই ভালো লেগেছো আমারওওওও

ধন্যবাদ পড়ার জন্য!

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

গজ-কচ্ছপ বলেছেন: :P :-P :P পার্লে কাটেন দেখি। B-))

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৭

নীলাবতীর নীল মেঘ বলেছেন:
X(( X( X(( X(

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০

মনিরা সুলতানা বলেছেন: ভাবছি কিছুটা অভিমানী হবো -
আত্নভিমানে নিজেই পুড়বো




আত্মভিমানি হতে এ হবে দেখছি :)

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৬

নীলাবতীর নীল মেঘ বলেছেন: :D :) :D

৮| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৪

শাহরিয়ার নীল বলেছেন: পরবো জোসনা হয়ে গলে
তুমি সেই জোসনা পোহালে !!

০১ লা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৫

নীলাবতীর নীল মেঘ বলেছেন: :)

৯| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৫

শাহরিয়ার নীল বলেছেন: :-B

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

নীলাবতীর নীল মেঘ বলেছেন: 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.