![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত মনের মানুষ হতে চাই !!!
ভাবতেই পারো ক্লান্ত কোন দুপুরে
ধুলো মেখে মেখে বেজে উঠা নুপুরে
সুর মেলে ডানা আকাশের ও উপরে
যাও যদি সুদূর পানে চেনা কোন অন্যখানে
ভালোবাসার মেঘে ঘেরা আসবে যে আমার মনে
"আজ তোমার মেঘে মেঘে রঙধনু,
আজ তোমার মেঘে মেঘে রঙ।
আজ তোমার মেঘে মেঘে রঙধনু,
আজ তোমার মেঘে মেঘে রঙ।
আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন
ভালোবাসা নিয়ে আসি আজ আমি মেঘে মেঘে সারাক্ষণ ...
ভাবতেই পারো আলো শেষে সন্ধ্যা কেন মুচকি হেসে
সুদূরে যায় নিয়ে চলে তোমার কথা আমায় বলে
ভাবতেই পারো আমরা দূরে যেমন আছি বহু কাল ধরে
তবুও আজ মেঘের দেশে শুধুই আমায় মনে পরে ...
"আজ তোমার মেঘে মেঘে রঙধনু,
আজ তোমার মেঘে মেঘে রঙ।
আজ তোমার মেঘে মেঘে রঙধনু,
আজ তোমার মেঘে মেঘে রঙ।
একটু বসিয়া থাকোওওও -- তুমি আমার পাশে বন্ধু হে একটু বসিয়া থাকো
আমি মেঘের দলে আছি - আমি ঘাসের দলে আছি
আমি মেঘের দলে আছি - আমি ঘাসের দলে আছি
তুমিও থাকো বন্ধু হে বসিয়া থাকো -- একটু বসিয়া থাকোওওও
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৩
নীলাবতীর নীল মেঘ বলেছেন:
শুভ রাত্রি মেঘ
মেঘের রঙ কি ?
২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৫
সায়েদা সোহেলী বলেছেন: আমি মেঘের দলে আছি
আমি ঘাসের দলে আছি ,
মন ভালো নেই , বন্ধু আজ আমি ভালো নেই
বুকের মদ্ধে হলুদ একটা দীর্ঘশ্বাস
ুতুমি আমার পাশে বন্ধু একটু বসিয়া থাক
শুভকামনা মেঘ
৩| ১১ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১২
অস্হির বলেছেন:
মেঘের রঙ ধূসর।
ভালো থাকুন।
৪| ১১ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪১
কস্কি বলেছেন: হাফ পেন চুরি করা পোস্ট.!!
"
৫| ১১ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৮
শিপন মোল্লা বলেছেন: আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন
ভালোবাসা নিয়ে আসি আজ আমি মেঘে মেঘে সারাক্ষণ ...
৬| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৩
মিলন হোসেন১৫৮ বলেছেন: download link dan
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৫
ইমরাজ কবির মুন বলেছেন:
২টা গানই পছন্দের
শুভ রাত্রি মেঘ ||