নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য !!

অনেক কিছুতেই নাক গলাই যাহা না গলালেও পারি !!

নীলাবতীর নীল মেঘ

মুক্ত মনের মানুষ হতে চাই !!!

নীলাবতীর নীল মেঘ › বিস্তারিত পোস্টঃ

জীবনের ক্ষনীক মুহুর্ত এর অভিজ্ঞতা - এবং ফ্রি উপদেশ --

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৩



আমার পড়ানো জীবন হয়তো বেশি দিন দীর্ঘ নয় - এবং খুব একটা ভালো পড়াই তাও বলতে চাই না - কখনো - এমনো হয়েছে নিজে বাসায় অংক ইংরেজি করে গিয়ে তারপর স্টুডেন্টদের পড়িয়েছি এবং হয়তো এখনো পড়াচ্ছি !!



আমার পড়াতে খুব একটা যে ভালো লাগে তা না - তবে স্টুডেন্ট লাইফে নিজের ইনকাম বলতে আমাদের মতো দেশে এর থেকে সম্মান জনক উপায় হয়তো খুব একটা নেই - তবুও যে খুব সম্মান তাও নয় - তবে খুব ভালো লাগে যখন আপ্রিশিয়েশন পাই - ! আমার স্টুডেন্টের পরিবার খুশি হয় তার ছেলে/মেয়ে একটু ভালো করায় ! এটাই হয়তো আত্নতৃপ্তি একজন টিচার এর কাছে ( টিচারনী অথবা শিক্ষিকা শব্দটায় খুতখুত রয়েছে - তাই ইহা পরিত্যাজ্য ) -



কোচিং সেন্টার খুব জনপ্রিয় আমাদের দেশে - স্কুল কলেজ এর অব্যবস্থাপনায় ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠা কোচিং সেন্টারই হয়তো শিক্ষার একটা মান দিতে পারছে অথবা না - তবুও চেষ্টা করে যাচ্ছে - আমি মোটেই কোচিং পক্ষে নই - কিন্তু ইহা ছাড়া উপায় নাই - যত দিন না পর্যন্ত স্কুল/কলেজ গুলো মেইন ফ্রেমে আসে -





মূল ব্যাপারে আসি - অনেক দিন পড় আজ লিখতে বসা একটাই কারণ - আমি আমার পড়ানো জীবনে যত ছাত্রী আছে বা ছিলো তাদের প্রত্যেকে শুধু একটাই কথা বলি - তোমারা হয়তো রঙ্গিন পৃথিবী দেখছো এখন কিন্তু রঙ্গিন চশমা ধুসর হতে সময় নিবে না - জীবন কোন সিনেমার মতো নয় অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলো - (ইহা বলার কারণ ছোট ছোট মেয়ে/ছেলে গুলো প্রেম গদ গদ দেখে ) ভালো করে পড়াশুনা করো জীবনে খুব প্রয়োজনীয় হবে - আর আত্ননির্ভরশীল হও - কারো উপর নির্ভরশীলতার যুগ এই বিশ শতকে নয় -



আমি জানি এই দর্শন হয়তো বেশির ভাগই উপেক্ষা করবে - তবুও কিছু সংখ্যক যদি ইন্সপারেশন পায় - আমাদের মতো মধ্যবিত্ত ও নিম্মমধ্যবিত্তদের জন্য বেশি মেসেজ থাকে - আমি জানি কি কঠর যুদ্ধ করে নিজেকে দাড় করাতে হয় নিম্ম্যমধ্যবিত্ত পরিবার থেকে - ! এখানে ছেলে মেয়ে পার্থক্য করতে আমি নারাজ - তবুও ছেলেদের প্রাধান্য থাকে সত্যি - আর থাকবেই বা না কেন আমি নিজেই স্বীকার করি একজন মেয়ে তার পরিবারের বটগাছ হতে পারে ইহা সমাজে খুব নজির নাই - একে বারে নাই তা না তাবে তাহা এতোই নগন্য যে সমাজ তাহা গন্য করে না - তাই এতো বৈষম্য -



লেখার ছন্দ রাখতে পারছি না - আসলে ইন্টারে পর সম বয়সী কত বন্ধুর বিয়ে এর পর বাচ্চা কাচ্ছা পারিবারিক সমস্যা - কত কি ( অনেকেই হয়তো ভালো আছে কিন্তু সবার কপাল তো আর ভালো থাকে না তাই বিষ পান করার আগে বিষ ধারণ করার শক্তি সঞ্চয় করেই বিষ গ্রহণ করাই বাঞ্চনিয় নয় ) - আবার উৎসাহিত করা পড়াশুনা করতে - ক্লান্ত হয়েছি কিন্তু কখনো পিছ পা হই নাই উৎসাহিত দিতে -



আসলে হয়তো লিখার কারণ বিয়ের বয়স শুনলাম কমাচ্ছে ? আমার যুক্তিতে বিশ - বাইশ করা উচিত একটা মেয়ের জন্য যাতে অন্তত ইন্টার পাশ করতে পারে -



যদিও আমি আরো বেশি হলে খুশি - আমার খুশিতে কার কি যায় - আইবুড়ো ট্যাগ দিতে যে অশিক্ষিত নয় শিক্ষিত মানুষ কুন্ঠাবোধ করে না - তাহা ভালো করেই জানি তাই ফ্রি উপদেশ দিয়ে বেড়াই --

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: আরও কমিয়ে কতো করছে !!!! B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.