![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত মনের মানুষ হতে চাই !!!
1)
আমার জমে উঠা দীর্ঘ দীর্ঘ দীর্ঘশ্বাস
এক নিমিষেই দমে যাবে তোমার একটু আশ্বাসে !
2) তোমার একটা মাত্র শব্দেই অথবা উত্তরে
আমার হাজারো প্রশ্ন থেমে গেলো !
3) না শব্দটা ঘুড়ে ফিড়ে আমার দরজায় এসে দাঁড়ায় !
৪) আগে জানলে তোমাকে কিছু শব্দ ধার দিতাম
তোমার যে এতো শব্দের অপ্রতুলতা - জানতুম না
অথচ দেখ প্রতিনিয়ত শব্দ জমতে জমতে ভাগারে পরিনত হচ্ছে
পচচ্ছে , আবার জম্মাচ্ছে - কি অদ্ভুত তাই না ~ !
৫) আচ্ছা দিবা স্বপ্ন কি কখন বাস্তব হয় নাকি কাল্পনিই থাকে !?
এতো এতো প্রশ্ন ফেরি করে বেড়াচ্ছি - কেন কিসের জন্য কে জানে !
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫২
নীলাবতীর নীল মেঘ বলেছেন:
২| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫২
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।
ভালো থাকবেন
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫২
নীলাবতীর নীল মেঘ বলেছেন:
৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৫
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । পড়ে ভাল লাগলো ।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১১
এহসান সাবির বলেছেন: কিসের জন্য কে জানে.......