| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলাঞ্জনানীলা
সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো..
আমাকে শুধুই একটি শরীর ভেবোনা ।
কামের লালসা মেটাতে আমাকে ভোগের বস্তু করোনা
ছুঁতে আসার আগে তোমাদের উত্থিত লিঙ্গকে একটু দমিয়ে আমার চোখের দিকে তাকাও ;
বুকের দিকে নয় মনের দিকে দেখো তো চেয়ে , স্নেহের স্পর্শ পাও কিনা ?
মায়ের মমতা কিংবা একই জঠরে বেড়ে ওঠা বোনের আদর-ভালোবাসা
ওসব কি একটিবারও দেখেছো কখনো ?
নিজের ঘরের বাইরে কোনো নারী কিংবা কন্যাশিশুকে নিষ্পাপ দৃষ্টির আলোয় রাঙ্গিয়েছো কি কখনো ?
শারীরিক জোর লাগিয়ে তোমার পশুত্ত্বকে জাগ্রত করে আমার শরীরকে রক্তাক্ত করবে
এরপর জীবন্মৃত নয়তো নিঃশ্বাস কেড়ে নেবে...
তোমরা যতোবার আমাকে ধর্ষণ করবে ,
ততোবারই তোমাদের মায়ের জঠর কলুষিত ।
বস্ত্রহীন শরীরটাকে ঢেকে দেবার জন্যে
আদালতের মামলায় আমি নারী বারবার ধর্ষিত হই উকিলের জেরায় আর নিজস্ব জবানবন্দীতে ।
আহ ! এ কেমন ধারা !
হায় নারী ! হায় জন্মভূমি !! হায় জননী !!!
আদুরে কন্যা , স্নেহের বোন , প্রিয়তমা স্ত্রী তোমার পরিচয় তুমি কি জানো ?
রিরংসা মেটানোর একটি নাম তুমি নারী ,
যৌণক্ষুধা নিবৃত্ত করার একটি খাদ্য তুমি ,
লালসার আধার তুমি ।
তবে যতোই আমাকে খাবলে-খুবলে রক্তাক্ত করোনা কেন ,
এই রক্তের আগুণেই পুড়বে তুমি ।
ধর্ষক বলছি তোমায় :
আমার নীরবতা, কান্না কিংবা চিৎকারকে আমার দূর্বলতা ভেবোনা
যখন আমি প্রতিবাদী বোমা হয়ে ফাঁটবো ,
তখন তোমরা কোথাও আশ্রয় পাবেনা ।
হ্যামিল্টন , কানাডা
১৪ জানুয়ারী , ২০১২ ইং ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
নীলাঞ্জনানীলা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে সাইফুল টিটু----ভালো থাকুন ![]()
২|
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
শাহিন বলেছেন: খুবই সুন্দর হয়েছে । ধর্ষনের কথা শুনলেই আমার দুই বছরের মেয়ের কথা মনে পড়ে । ওর ভবিষ্যৎ ভেবে শংকিত হই । একটি হৃদয়স্পর্শী ও বাস্তবধর্মী লেখা উপহার দেয়ার জন্য অভিনন্দন ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
নীলাঞ্জনানীলা বলেছেন: আমার একটা ছেলে---ওর সাথে অনেক গল্প করি , শেখানোর চেষ্টা করি যেনো কখনো কোনো মেয়েকে অসম্মান না করে---আমাদের সমাজে কখনো ছেলেকে শেখানো হয়না বাইরে গিয়ে কি করা উচিত না---মেয়েকেই বলি সন্ধ্যের আগেই ফিরে আসতে , শালীন জামা-কাপড় পড়তে , কোনোদিকে না চাইতে ইত্যাদি ইত্যাদি---যেদিন প্রতিটি ঘরে ছেলেকে শেখানো হবে সেদিন ধর্ষণ এই শব্দটাই থাকবে না---
মেয়ের জন্যে অনেক অনেক ভালোবাসা---বড়ো হোক---মানুষ হোক--- ![]()
৩|
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১
লাবনী আক্তার বলেছেন: ভালো বলছেন।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
নীলাঞ্জনানীলা বলেছেন: লাবনী নামটা অনেক মিষ্টি---ভালো থাকুন লাবনী ![]()
৪|
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: ++
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
নীলাঞ্জনানীলা বলেছেন: প্লাসের যোগ্য হয়েছে তাহলে ? অসংখ্য ধন্যবাদ মাহ্মুদুল হাসান (সুমন) ![]()
৫|
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০
কাজের কথা বলেছেন: আমি বেশ কয়েক মাস আমার স্ত্রী কে পটাচ্ছি আর একটি সন্তান নেওয়ার জন্য। কিন্তু সে বার বারই একই শর্ত দিচ্ছে " আমাকে লিখিত দাও যে তোমার মেয়ে হবে না"
উল্লেখ্য আমারদের বংশে মেয়ের সংখ্যা খুবই কম, আমােদর সবারই শুধু ছেলে হয়। তবু সে রিস্ক নিবে না। যদি তার মেয়ে হয়, তবে সেই মেয়েকেও এই রকম একটা অসহ্য জীবন যাপন করতে হবে। মা হয়ে এটা সে মেনে নিবে না।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
নীলাঞ্জনানীলা বলেছেন: আপনার স্ত্রীর মনোভাব পাল্টানোর দায়িত্ত্ব আপনার---একটা মেয়েই জানে মেয়েদের জীবনটা কি---আমরা ছেলেকে শিক্ষা দেই ভবিষ্যতে যেনো সংসার চালাতে পারে---আর মেয়েটাকে কি করে পার করা যায় , সেটা নিয়ে জন্ম নেবার পর থেকেই ভাবতে থাকি---
কিন্তু আমরা দু'বোন---আমাদের বাবা-মা কখনোই ভাবনায় রাখেনি যে করেই হোক তাড়াতাড়ি বিয়ে দিতে হবে---বরং মানুষ হবার পথে সঙ্গ দিয়েছে---একটা কঠিন সত্যি ভাই নেই বলে আমি আফসোস করিনা---বরং আফসোস করি আরেকটা বোন যদি থাকতো---আমার একটাই ছেলে , মা হয়ে বলি ও যদি আমার মেয়ে হতো---মেয়ে বাবা-মা সে জন্মদাতা-দাত্রী কিংবা শ্বশুর-শাশুড়ি এদের মধ্যে সেতু হিসেবে থাকে---হুম কিছু মেয়ে যদিও তা নয়, তবে একটা কথা আছে না ? আমরা খারাপের জন্যে উদাহরণটা নেই , ভালোর জন্যে উদাহরণ লাগে না---কারণ সেসব অলক্ষ্যেই থাকে---
কাজের কথা স্ত্রীকে বলুন মেয়ে মানে মায়ের আয়না আর বাবার কঠিন-শীতল আবেগ উষ্ণতা পাওয়া---একটি মেয়ের স্বচ্ছতা ১০ টি ছেলেও এনে দিতে পারেনা---ভালো থাকুন ![]()
৬|
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
১১স্টার বলেছেন: পরপর ৫ জন রেপিস্টকে প্রকাশ্যে ফাঁসি দিলে ১ বছর সবাই ঠান্ডা থাকবে পরবর্তী বছর আর ৫ জনকে দিলেই শিক্ষা হয়ে যাবে।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
নীলাঞ্জনানীলা বলেছেন: একেবারে আমার মনের কথা---তবে শুধুই ফাঁসি নয় , এদেরকে ততোটাই কষ্ট দিয়ে ফাঁসী দিতে হবে , যেমন মেয়েরা পায়---
অসংখ্য ধন্যবাদ ১১স্টার--- ![]()
৭|
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
সিডির দোকান বলেছেন: আপু তোমার কথা শুনে নিজেই লজ্জা পেয়ে যাচ্ছি।
পোস্টে ভাল লাগা।
ভাল থাকুন।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
নীলাঞ্জনানীলা বলেছেন: মানুষ বলেই তো লজ্জ্বা পাই আমরা---কিন্তু যারা এমন জঘণ্য কাজ করে তাদেরকে আমরাই ঘরে লুকিয়ে রাখি---দোষ দেই মেয়েদের--কেন সেই মেয়ে এতো রাতে গেলো ? কেন মেয়েটি দিনের বেলায় লাফাতে লাফাতে খেলতে গেলো ? পশুদের ছেড়ে রাখবে আর মানুষকে বন্দী করবে চিড়িয়াখানায়---একেকটি মেয়ে তো চিড়িয়ারে ভাই---
সিডির দোকান (?) ভালো থেকো তুমিও---![]()
৮|
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
আহমেদ জী এস বলেছেন:
নীলাঞ্জনানীলা,
লিখেছেন ---আমার নীরবতা, কান্না কিংবা চিৎকারকে আমার দূর্বলতা ভেবোনা
যখন আমি প্রতিবাদী বোমা হয়ে ফাঁটবো ,
তখন তোমরা কোথাও আশ্রয় পাবেনা ।
কিন্তু কবে ? কবে হবে সেই নারী ? কোথায় পাবো তারে ?
প্রসঙ্গত ভারতীয় একটি সিনেমার কথা বলি । ছবির নামটি মনে নেই । তবে বক্তব্যটুকু মনে দাগ কেটে আছে । ঘটনাটি এরকম ...পোড় খা্ওয়া নায়িকা আর তার বান্ধবীরা মিলে ধর্ষকদের পুরুষাঙ্গ কেটে দিচ্ছে এক এক করে। পুলিশ পড়েছে মহা ফ্যাসাদে । এরকম সিরিয়াল অপরাধ ( পুলিশি অভিধান মোতাবেক)তারা দেখেনি বাপের জন্মেও । কোর্ট পয্যন্ত ব্যাপারটি গড়ালে সমস্ত জনগন অভিযুক্ত নায়িকা আর তার বান্ধবীদের পক্ষে দাঁড়িয়ে যায় ।
এরকমটা কি ঘটবে কখন্ও ? ঘটলেও আমরা পুরুষেরা কি নির্যাতিত নারীদের পাশে দাঁড়ানোর মানসিকতা পোষন করবো ?
প্রশ্নটি সবাইকে....
লেখাটির জন্যে ধন্যবাদ ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
নীলাঞ্জনানীলা বলেছেন: সিনেমা তো জীবন থেকেই নেয়া ! তাই না ? সেই নারীকে পেতে হলে তেমন সমাজ তৈরী করুন---ঘরের ছেলেকে ছোট থেকেই শিক্ষা দেয় কয়টি পরিবার ?
সিনেমা তো ৩-৪ ঘন্টার---জীবনটা তো তা নয়---সিনেমায় সীমারেখা থাকে সময়ের , এর মধ্যেই শেষ করতে হবে---এতোকিছুর প্রয়োজনই পড়তো না , যদি ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও তেমন করে পরিবার থেকে সমান সুযোগ-সুবিধা দিয়ে বড়ো করে তোলা হতো---ছেলের সামনে বাবা মারছে , বকছে তার মাকে---বোনকে বিভিন্নভাবে হেয় করছে পরিবার--আর অশিক্ষিত সমাজে হচ্ছে শিক্ষার অভাবে , কিন্তু অনেক বেশী হচ্ছে শিক্ষিত সমাজেই---সেটা কেউ দেখিনা আমরা---
ভালো থাকুন---অসংখ্য ধন্যবাদ আপনাকেও আহমেদ জী এস ![]()
৯|
১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
লেখোয়াড় বলেছেন:
ভাল লিখেছেন,
ধন্যবাদ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
নীলাঞ্জনানীলা বলেছেন: ধন্যবাদ আপনাকেও সময় করে পড়ার জন্যে লেখোয়াড় ![]()
১০|
১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০
েমাঃ মাহফুজূল হক বলেছেন: পশু কখনো মানুষ হতে পারে না, মানুষ হতে হলে মনুষ্যবোদ থাকতে হবে। আর এটা সম্ভব সুশিক্ষা অর্থাৎ যেমন কারখানা তেমন পণ্য, ভাল পন্য হতে হলে ভাল মানের মেশিন, কাচামাল ও ভাল পরিবেশ প্রয়োজন, সেই কারনে আমাদের মানুষ গড়ার কারিগর বিদ্যাপীঠ গুলোকে একটু সভ্য হতে হবে আর এটা সম্ভব ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামুলক করা তা না করে সুন্দর সুন্দর লেখা, বক্তিতা, স্লোগান দিয়ে এই সমস্যার সমাধান হবে না।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭
নীলাঞ্জনানীলা বলেছেন: খুব সুন্দরই বলে যাচ্ছিলেন---কিন্তু এই কথাটায় আমার আপত্তি না জানিয়ে পারলাম না---"সেই কারনে আমাদের মানুষ গড়ার কারিগর বিদ্যাপীঠ গুলোকে একটু সভ্য হতে হবে আর এটা সম্ভব ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামুলক করা"---
ধর্ম মানে কি ? সে প্রশ্ন জানার ইচ্ছে নেই---শুধু জানি ছয়টি রিপু আছে , তা যদি এড়িয়ে চলি তাহলেই আমরা সত্যিকারের মানুষ ।
১) কাম
২)ক্রোধ
৩)লোভ
৪)মোহ
৫)মদ
৬)মাৎসর্য
কিন্তু আমরা প্রথমেই কামের অধীন হই---এরপর তো আর বলারই প্রয়োজন নেই---আমাদের প্রাথমিক শিক্ষা ঘর-পরিবার---বলতে পারেন কয়টা ছেলেকে তার বাবা-মা ঘর থেকে বের হবার সময় বলেছে , "দেখিস কাউকে অসম্মান করিসনা, মেয়েদের দিকে খারাপ চোখে তাকাসনা"---বরং একটা মেয়ে পাশের বাসায় গেলেই বলা হয় "দেখিস সন্ধ্যার সময় ফিরে আসিস---কোনো ছেলে কিছু বললে তাকাস না---" আমার কাজিন ভাই আছে , ছোট বোনের বর আছে (আরোও আরোও পরিচিত আছে আমার অনেক বন্ধুরা) ওরা আজ অব্দি তথাকথিত ধর্ম পালন করেনি , তবে হ্যা কিভাবে সম্মান করতে হয় , একজন মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় , ওরা জানে---
পরিবার আমাদের কাদা-মাটি শরীরটাকে দেখে , তার কাঠামো তৈরী করে তাদের নিজেদের হাতে---এরপর যখন তৈরী হয় তাতে যে রূপটা প্রকাশ পায় , তার ভিত্তিভূমি মা এবং বাবা---বিদ্যাপীঠ তো চাকরীর জন্যে সনদপত্র তৈরীতে সহায়তা করে আর পরিবার সামগ্রিক জীবনের সনদপত্র তৈরীতে---ঘর ঠিক সব ঠিক---
ধন্যবাদ আপনাকে মোঃ মাহফুজুল হক---শুধু যুক্তির খাতিরে যুক্তি তৈরী না করে ভেবে দেখবেন কথাগুলো---
ভালো থাকুন ![]()
১১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
রবি কিরণ বলেছেন: সুন্দর লিখেছেন।আপনাকে অনেক ধন্যবাদ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯
নীলাঞ্জনানীলা বলেছেন: লেখাটা যদি সকল মানুষের মনকে একটু হলেও নাড়া দেয় এবং কাজে তারা নারীকে সম্মান করা শেখে তাহলেই আমি খুশী---
ধন্যবাদ আপনাকে রবি কিরণ ![]()
১২|
১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
মর্গের লাশ বলেছেন: চমৎকার হয়েছে। ১ পিলাস।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১
নীলাঞ্জনানীলা বলেছেন: এমন নিক কেন বাপু ! ভয় পাচ্ছি---
তবে পিলাস পেয়ে ভয় একটু কাটলো কি ? মিথ্যে উত্তর দিলে বলবো হ্যা
১৩|
১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
Ðârķŋễšs বলেছেন: +++
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২
নীলাঞ্জনানীলা বলেছেন: এতো অন্ধকার ! কিন্তু ওই যে একটু আলো , সেটাই অনেক---প্লাস পেয়ে আনন্দিত---
ধন্যবাদ আপনাকে অন্ধকার
১৪|
১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: ছুঁতে আসার আগে তোমাদের উত্থিত লিঙ্গকে একটু দমিয়ে আমার চোখের দিকে তাকাও। সুন্দর বাক্য। অতি সুন্দর। তবে প্রশ্ন হলো ধর্ষকরা যদি চোখের দিকে তাকায় তাহলে তো পশুরা ধর্ষন করতে পারবেনা। সেই জন্য ওরা চোখের দিকে তাকাবে না।
ধর্ষকরা কখনো মানুষ না কারণ মানুষ হতে হলে প্রথমে তার পশুত্বকে দমন করতে হবে। পশুরা যেমন বিপরীত লিঙ্গ দেখলে উত্থিত লিঙ্গ নিয়ে লাফিয়ে পড়ে বীর্য নির্গত করার জন্য ধর্ষকরাও তেমনি তাই এরা মানুষ না।
এদের এক মাত্র ওধুষ হলো "উত্থিত লিঙ্গটিকে চিরতরে নামিয়ে দেয়া অর্থাৎ নপুংশক করে দেয়া যাতে আর কোন দিন কোন নারীর উপর বীর্য নির্গত করার জন্য লাফিয়ে না উঠে।
আপনাকে ধন্যবাদ। লেখাতে + দিলাম। ভাল থকবেন।
সে যাই হোক ধর্ষ
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
নীলাঞ্জনানীলা বলেছেন: খুব সুন্দর বলেছেন---তা বলে কি হাল ছেড়ে দিলে চলবে ? এরা মানুষ না , কিন্তু মানুষেরই মতো দেখতে---আমাদের পরের যে প্রজন্ম তৈরী হচ্ছে , তারা তো এখনও কাদা-মাটি , চেষ্টা করিনা এদের দিয়ে---আমরা তো পারি---তাই না ?
অসংখ্য ধন্যবাদ আপনাকে অবাধ্য ভ্রূকুঞ্চন---ভালো থাকুন আপনিও ![]()
১৫|
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
ফারজানা শিরিন বলেছেন: হায় নারী ! হায় জন্মভূমি !! হায় জননী !!!
আদুরে কন্যা , স্নেহের বোন , প্রিয়তমা স্ত্রী তোমার পরিচয় তুমি কি জানো ?
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
নীলাঞ্জনানীলা বলেছেন: হুম জানি আমি এবং আপনিও----কখনো চোখ দিয়ে , কখনো বাক্যবাণে আর কখনো শরীর দিয়ে প্রতি মূহুর্তে নারীদেরকে গিলে খাওয়া হয়---
একবার তখন আমি একাদশ শ্রেণীতে পড়ি---রোজ কিছু ছেলে রাস্তায় দাঁড়িয়ে স্কুল-কলেজে যাওয়া মেয়েদেরকে উত্যক্ত করতো---আমিও সেই মেয়েদের মধ্যে ছিলাম---একদিন সহ্যসীমার বাইরে চলে গেলো---আর পারলাম না---গেলাম এবং হুমকি দিলাম---অনেকেই ভাবতে পারে সেই ছেলের কোনো শক্তিই মানে জোর ছিলো না---বেশ ছিলো---সে অনেক কুখ্যাত কাজ করেছে---এরপর থেকে সে আর কোনোদিন উত্যক্ত করেনি----আমার বন্ধু-বান্ধবীরা সবাই খুব ভয়ে ছিলো আমাকে নিয়ে---কলেজ থেকে বাসায় পৌঁছে দিতো , একদিন বলে ফেললাম এভাবে পৌঁছে দিলে আর আমি যাবোনা কলেজে---তবে আমার বাপিকে বলেছিলাম সেই ঘটনাটা বাসায় ফিরে এসে---বাপি বলেছিলো "বেশ করেছিস । অন্যায়ের বিরুদ্ধে পিছ পা হতে নেই ।" ওটাই আমার জীবনের সাহস এবং এখনও সেটা থেকে সরে আসিনি----
ভালো থাকুন ফারজানা শিরিন ![]()
১৬|
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
আবু মান্নাফ খান বলেছেন: আবেগ তাদের নেই থাকলে এসব করতে পারত না। আপনার কথা শুনে তারা হয়ত পশুর মতও দাত কেলিয়ে হাসছে।
শেষ টা তাদের জন্য। বোমা হয়ে ওঠা।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
নীলাঞ্জনানীলা বলেছেন: ঠিক আবেগ তাদের নেই---আমাদের তো আছে ! আমরা চেষ্টা করিনা আমাদের আবেগ দিয়ে নারীদেরকে মানুষ হিসেবে দেখার ? কি পারিনা ?
ভালো থাকুন আবু মান্নাফ খান ![]()
১৭|
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধর্ষক বলছি তোমায় :
আমার নীরবতা, কান্না কিংবা চিৎকারকে আমার দূর্বলতা ভেবোনা
যখন আমি প্রতিবাদী বোমা হয়ে ফাঁটবো ,
তখন তোমরা কোথাও আশ্রয় পাবেনা ।
চমৎকার।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
নীলাঞ্জনানীলা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে আলাউদ্দিন আহমেদ সরকার---
ভালো থাকুন নিত্যদিন-নিত্যকাল ![]()
১৮|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২
ভিটামিন এ বলেছেন: 
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১
নীলাঞ্জনানীলা বলেছেন: লেখক বলেছেন: বাহ ! দারুণ !
"ফুঁটিতে চাহে , ফোঁটেনা মরে লাজে , মরে ত্রাসে"
গোলাপের জন্যে ধন্যবাদ আপনাকে ভিটামিন এ , তবে আমার প্রিয় বেলী![]()
১৯|
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫
আমিনুর রহমান বলেছেন: ধর্ষক বলছি তোমায় :
আমার নীরবতা, কান্না কিংবা চিৎকারকে আমার দূর্বলতা ভেবোনা
যখন আমি প্রতিবাদী বোমা হয়ে ফাঁটবো ,
তখন তোমরা কোথাও আশ্রয় পাবেনা ।
অসাধারন।
১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪১
নীলাঞ্জনানীলা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে আমিনুর রহমান---ভালো থাকুন নিরন্তর
২০|
০১ লা মে, ২০১৩ রাত ২:৪৮
সাজিদ এহসান বলেছেন: যেদিন প্রতিটি ঘরে ছেলেকে শেখানো হবে সেদিন ধর্ষণ এই শব্দটাই থাকবে না---
অসংখ্য ধন্যবাদ আপনাকে
০৯ ই মে, ২০১৩ ভোর ৫:৫৯
নীলাঞ্জনানীলা বলেছেন: আমরা আমাদের ঘরকে যদি আবর্জনা মুক্ত রাখি , তাহলে আসলেই এই শব্দটার মরণ হতো । ধন্যবাদ আপনাকে সাজিদ এহসান । ভালো থাকুন ।
২১|
০৯ ই মে, ২০১৩ ভোর ৬:০৩
একজন আরমান বলেছেন:
দুর্দান্ত !
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:১১
নীলাঞ্জনানীলা বলেছেন: ভালো থাকুন নিরন্তর । অসংখ্য ধন্যবাদ আপনাকে আরমান ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬
সাইফুল টিটু বলেছেন: অসাধারণ হয়েছে লেখাটা.........।