| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলাঞ্জনানীলা
সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো..
ছোট্ট একটি টাইয়ের নট এখনও বাঁধতে শেখোনি
অথচ কি অনায়াসে গভীর বন্ধন খুলে ফেলতে শিখেছো
আমি দেখি আর ভাবি
কতোটা অতলে তলিয়ে গেলে আর ভেসে ওঠা যায়না ?
আর কতোটুকু বিলিয়ে দিলে নিজেকে ,
নিজের থাকে না কিছুই
শুনেছি অগভীর সম্পর্কের কোনো নাটাই থাকেনা
কিন্তু এ চোখের দিঘীতে তুমি ছাড়া
কোনো পানকৌড়িও কখনো সাঁতার কাটেনি
তবু জেনে গেছি তুমি ভাঙ্গতে পারো
ছিঁড়তে পারো
শুধু জড়িয়ে থাকাই শিখতে পারোনি
যে সামান্য টাইয়ের নট বাঁধতে শেখেনি ,
তার কাছে কি করে আশা করা যায় গভীর সম্পর্কের বন্ধন ?
এন্টিগোনিশ , কানাডা
৩ মে , ২০১২ ইং ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৬
নীলাঞ্জনানীলা বলেছেন: এভাবে ভালো লাগা রেখে গেলে না লিখে কি পারা যায় ? হুম লিখবো---ভালো থাকুন বিক্ষুব্ধ এই সময়ে জয়ী হোক বাঙ্গালীয়ানা---
বাতায়ন এ আমরা কজন ![]()
২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
মুনসী১৬১২ বলেছেন: চমৎকার
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৯
নীলাঞ্জনানীলা বলেছেন: বেঁচে থাকা এই জীবনে এমন দিনই তো চাওয়া ছিলো যে দেখে যাবো নতূনের জয়----এতো ভালো লাগছে যে দূর প্রবাসে বসেও সেই ভালো লাগাকে শীতের চাদরের মতো জড়িয়ে নিয়েছি----জয়ী হোক মানবতা---ভালো থাকুন মুনসী ১৬১২ ![]()
৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
ফেরা বলেছেন: khub valo laglo.....
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০
নীলাঞ্জনানীলা বলেছেন: ফেরা কি ফিরেছে ? ভালো লাগাটুকু যত্ন করে রেখে দিলাম----ভালো থাকুন ফেরা ![]()
৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
সায়েম মুন বলেছেন: আপনার এই কবিতাটা আগে কোথাও পড়েছি মনে হয়। সুন্দর একটা কবিতা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৭
নীলাঞ্জনানীলা বলেছেন: হুম পড়ে থাকতে পারেন----অল্প কথায় দিয়েছিলাম-----ভালো থাকুন সায়েম----এভাবে পড়ছেন বলেই তো এখনও লিখতে পারি-----
৫|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪
নীলাঞ্জনানীলা বলেছেন: বলেছেন: চোখে ধাঁধা লেগে গেলো তো ! নিজেও জানেন না কতোগুলো প্লাস দিয়ে অলঙ্কৃত করেছেন লেখাটিকে----আমি গুণেছি মোট ১৬ টা অপূর্ন
![]()
৬|
১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩
অদ্ভুত_আমি বলেছেন: ”আর কতোটুকু বিলিয়ে দিলে নিজেকে ,
নিজের থাকে না কিছুই”
অসাধারণ !
১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৯
নীলাঞ্জনানীলা বলেছেন: অদ্ভূত_আমি যে থাকার সে দিলেও থাকে , না দিলেও---যে থাকার নয় সে কিছুতেই থাকেনা----
ভালো থেকো---
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩
বাতায়ন এ আমরা কজন বলেছেন: সত্যিই বর্তমান সময়ের মানুষেরা আমরা খুব সহজেই ছিড়তে শিখেছি বন্ধনের শিকল, সম্পর্ক সে যেন কাচের চেয়েও ঠুনকো।
ভালো লাগা রেখে গেলাম.........
এভাবেই লিখতে থাকুন সবসময়।
ভালো থাকবেন।