নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল নীল স্বপ্ন দেখে ভেঁজা জ্যোৎস্নায় চন্দ্রিমা চোখ

আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল

নীলাঞ্জনানীলা

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো..

নীলাঞ্জনানীলা › বিস্তারিত পোস্টঃ

আমার সোনার বাংলা (প্রারম্ভিক)......নীলাঞ্জনা নীলা

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৬

লেখার ধাঁচ গড়ে ওঠে ভাবনার উপর নির্ভর করে । আমার ভাবনার ভিত্তি শুধুমাত্র ভালোবাসা । তাইতো এতো প্রেমের কথা লিখি , কল্পিত চরিত্রগুলোকে কখনো নিজের উপরেই দাঁড় করাই । অকপটে তাই স্বীকার করতে পারি ভালোবাসা মানেই আমার নিজস্বতার জমিন । আমার শক্তি । তাইতো প্রাণ খুলে হেসে উঠতে পারি । তবে ভালোবাসা কি শুধুই মানব-মানবীকে ঘিরেই ? নাকি সৌরজগতের এই নীলগ্রহটা যার বুকে আমাদের বসবাস ? একমাত্র এই গ্রহেই প্রাণের স্পন্দন আছে , আলোর ঝলকে প্রজাপতি তার রঙিন পাখনা মেলে , নীল আকাশের বুকে সাদা-কালো-ধূসর মেঘের ওড়াওড়ি , দিন-রাতের কি চমৎকার বৈচিত্র্য , সমুদ্রের জলে নীল রঙ খেলা করে , গহীন অরণ্যের মাঝে সবুজ মেতে ওঠে । এতো সুন্দর চিত্র কি মহাশূণ্যের কোথাও দেখা যায় ? আমাদের এই পৃথিবীর এক অসাধারণ চিত্রকরের নাম প্রকৃতি । এমনকি ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর কীট-পতঙ্গ পর্যন্ত এই মাটির বুকে স্থান পেয়েছে । প্রকৃতির এমন রঙের জন্যেই তো আমাদের এই মনটা এতো সুন্দর ! এতো কোমল-মায়াময় ! কি বিশাল হৃদয় এই পৃথিবীর ! এমন ভালোবাসা আমরা মানুষ হয়েও কি দিতে পেরেছি আমাদেরই মানব জাতিকে ?





এই বিশ্বে বিশ্বায়নের ফলে বদলে যাচ্ছে অনেক কিছুই । একদিকে যেমন সমাজ-সংস্কার-সভ্যতা-সংস্কৃতির পরিবর্তন , অন্যদিকে ৬,৩৭১ কিলোমিটার ব্যাসার্ধ আর ৫,৯৭২E২৪ কিলোগ্রাম ভরের পৃথিবী Greenhouse effect-এর ফলে বিভিন্ন সমস্যায় জর্জরিত । যেমন আবহাওয়ার বিশাল পরিবর্তন । কতো সহ্য করবে পৃথিবী ? বিভিন্ন দূর্যোগের ফলে (সুনামী , ভূমিকম্প , বন্যা , জলোচ্ছ্বাস , অগ্ন্যূৎপাত ইত্যাদি) এই গ্রহটির করুণ অবস্থা । যেখানে বরফে ঢেকে যেতো , সেখানে এখন বরফের আকাল । আর যেখানে শীতকাল মানেই আনন্দ , পিঠে-পায়েসের উৎসব আয়োজন , সেখানে এখন মানুষ মরছে শীতে । এছাড়া আছে ভয়ঙ্কর দূর্যোগ , মানুষের মিথ্যে রাজনীতি । এসব রাজনীতি শুধু মুখেই দেশের কথা বলে , মানুষের কাছে এসে সহজ-সারল্যের সুযোগ নেয় । প্রকৃ্তি্র ডামাডোল নয় সবসময় থামানো যায়না , কিন্তু মানুষের দ্বারা তৈরী এসব জঘণ্য বিপর্যয় কি করে রোধ করা যায় ? নিজের ঘরে যদি নিজেই আমরা চুরী করি , তাহলে কে পাহারা দেবে ?



তাও আমাদের মধ্যেই যে মানবতা আছে , সেসবই তো টিকিয়ে রাখছে ঈশ্বরের সেরা জীবের অস্তিত্ত্বকে । তবুও কেন এসব লিখছি ? কারণ আমাদের মানবতাকে বিলুপ্ত করতে উঠে-পড়ে লেগেছে কুরূচি সম্পন্ন কিছু মানুষ । যাদের কাছে বিপন্ন আমাদের ছোট্ট দেশটির অসহায় মানুষ । ধর্মের নামে রক্তাক্ত করছে মনুষ্যত্ব । অথচ এই দেশটির নাম নিতে গেলেই মাতৃ্ত্বের মায়াময় স্পর্শ পেয়ে যাই এতো এতো মাইল দূরে থেকেও । সবুজ অরণ্যে ভরা আর নদীমাতৃক এই দেশটির পরিচয় বাংলাদেশ...আমার এবং আমাদের সকলের সোনার বাংলা । কিন্তু ছোট্ট একটা প্রশ্ন জাগে আদৌ কি এই আদুরে-আহ্লাদী দেশটি আমার ?



**চলবে-------

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
পোস্টে ভালোলাগা।

ঈশ্বর ব্যাবহার না করে স্রষ্টা ব্যাবহার করলে বোধয় ভালো হতো।



সবুজ অরণ্যে ভরা নদীমাতৃক এই দেশটির পরিচয় বাংলাদেশ
আমাদের সকলের প্রিয় সোনার বাংলা।

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৭

নীলাঞ্জনানীলা বলেছেন: স্নিগ্ধ শোভন ধন্যবাদ আপনাকে ।

ঈশ্বর আর স্রষ্টার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেলাম না আমি ।
তবে দেশটি আমাদের হলেও পরিচয় একটাই সংখ্যালঘু ।

ভালো থাকুন ।

২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২

আহমেদ জী এস বলেছেন: নীলাঞ্জনানীলা,
ভালো লাগলো আপনার অনুভূতিটুকু । হায়.. ঈশ্বর সবাই যদি আপনার মতো ভাবতে পারতো !
দেশকে ভালোবেশে লিখেছেন নিজের মনের কথাগুলো । আমি একটু অন্যরকম করে ভালোবাসার কথাই বলেছি এখানে -

Click This Link

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৮

নীলাঞ্জনানীলা বলেছেন: আমাকে সাম্প্রদায়িক তৈরী করে দিচ্ছে আজকের এই সময় । ভাবতে বাধ্য করছে অনেক কিছু , যা আমার জন্যে নয় । নিজের কাছেই নিজের মাথা হেঁট হয়ে যাচ্ছে । কতো বাজে কথা পড়তে হচ্ছে ব্লগে-ফেসবুকে । কেউ বলছে মালাউন , কেউ সংখ্যালঘু । হিন্দুদেরকে ভারতের দালাল বলে । কিন্তু আসলেই কি তাই ? ভুল । যদি বাংলাদেশের হিন্দুরা ভারতের দালাল হতো আজ একজন হিন্দুও মার খেতো না , অপমানিত হতোনা । এই কথাটা কি কারুর মাথায় আছে ? আমার বাবা-মা সুযোগ পেয়েও ভারত যায়নি , এই দেশটা নাকি আমাদের দেশ । এখনও দেশ ছেড়ে ওরা আসতেই চায়না । সংখ্যালঘু পরিচয়টা শরীরের সাথে চামড়া হয়ে গেঁথে গেছে , তাও বাংলাদেশ ছাড়বে না ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আহমেদ জী এস । সবসময় আমার লেখায় মন্তব্য করেন , আমায় দিয়ে যা হয়ইনা । অসম্ভব ব্যস্ততা দেশের বাইরে । তবে পড়ি আমি , শুধু মন্তব্য করা হয়ে ওঠেনা । আপনার লেখা বেশ লাগে ।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

শুকনোপাতা০০৭ বলেছেন: অসাধারণ লিখেছেন...ভালো লাগল খুব :)

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২০

নীলাঞ্জনানীলা বলেছেন: শুকনো পাতা ০০৭ অনেক অনেক ভালো থাকুন । অসংখ্য ধন্যবাদ :)

ওহ আরেকটি কথা এখন গ্রীষ্ম , শুকনো পাতার দিন তো চলে গেছে ।

৪| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৯

সেলিম আনোয়ার বলেছেন: দেশাত্ববোধক আবেদন ময়ী পোস্ট। ভাল লাগলো ।

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২২

নীলাঞ্জনানীলা বলেছেন: মনের অনেক যন্ত্রণা থেকে একেকটি শব্দের জন্ম । আমার দেশটা কবে অসাম্প্রদায়িক মনোভাবের আদর পাবে ?

ধন্যবাদ সেলিম আনোয়ার ।

৫| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৫

সেলিম আনোয়ার বলেছেন: হবে হবে হবে
একদিন হবে
কবে সেটা জানি না
তবে বললাম হবে।

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৭

নীলাঞ্জনানীলা বলেছেন: কি জানি ! তবে এ নিয়ে সন্দিহান আছি ।
তবুও আশা দেবার জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাকে সেলিম আনোয়ার। :)

৬| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৭

মাক্স বলেছেন: চলুক...

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৮

নীলাঞ্জনানীলা বলেছেন: আজই দিচ্ছি পরবর্তী পর্ব । ধন্যবাদ ম্যাক্স :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.