| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলাঞ্জনানীলা
সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো..
কিছু থাকুক আর নাই থাকুক
আজকাল আমার আর কথা থাকেনা ।
কেবল ক্ষোভ আর ক্রোধ থাকে
ঠিক যেমন কিছুতেই মরেনা
সংক্রামক ভাইরাস ।
চুলায় আগুণ জ্বলুক আর নাই জ্বলুক
ভেতরে একশটা চুল্লী দাউ দাউ করে জ্বলতে থাকে ।
আর হা করে গিলে চলে যতোটা ভালোত্ত্ব ছিলো
এতো ক্ষুধার্ত হতে পারে আমার নিষ্ঠুরতা
কি করে , কে জানে !
দুই যুগ আগের "আমি"টাকে বিদ্রূপ করে ভ্যাংচি কাটে
আজকাল আমার আমাকে মোটেও
ভালো লাগে না
আর নিজেকে যখন অসহ্য লাগে
তখন বড়ো ভয়ঙ্কর হয়ে যায় ,
পরিচিত এই একান্ত মুখশ্রীও ।
আজকাল আর কিছুই নেই ,
সেই পাগলামী ,
বাঁধ ভাঙ্গা চঞ্চলতা ,
উপচে পড়া সহজ-সরলতা...
তাই নিজেকে স্বান্তনা দেই ,
আর বলি ;
আজকাল কিছু থাকুক আর নাই থাকুক
এ জীবন আমাকে একলা রাখেনি ,
এখনও ভরপুর শূণ্যতা রেখেছে
নিঃশ্বাসের সিন্দুকে...
হ্যামিল্টন , কানাডা
১৮ জুলাই , ২০১৩ ইং ।
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩১
নীলাঞ্জনানীলা বলেছেন: শূণ্যতা কেটে পূর্ণতা পা্ক---অপূর্ন পূর্ণ হো্ক--- ![]()
নিরন্তর শুভকামনা
২|
১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৯
ময়নামতি বলেছেন: আজকাল আর কিছুই নেই ,
সেই পাগলামী ,
বাঁধ ভাঙ্গা চঞ্চলতা ,
উপচে পড়া সহজ-সরলতা...
ভাল লাগল কবিতাটা। ++++
৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪১
নীলাঞ্জনানীলা বলেছেন: আসলেই এমন সময় যাচ্ছে সবার জীবনের মধ্য দিয়ে---সেই সহজ-সারল্য মন খুঁজে পাওয়া দুষ্কর---ধন্যবাদ ময়নামতি
অনন্তকাল ভালো থাকুন ![]()
৩|
১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৩
শায়মা বলেছেন: হতাশা ভুলে জীবনের জয়গান গাও আপুনি।![]()
৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৫৫
নীলাঞ্জনানীলা বলেছেন: আপুমনি রে হতাশা নেই আমার---তবে চরম রাগি মানুষ আমি---কেউ বোঝেনা---বুঝেছো ?
ভালো থেকে ভালো রেখো ![]()
৪|
১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬
সায়েম মুন বলেছেন: আজকাল কিছু থাকুক আর নাই থাকুক
এ জীবন আমাকে একলা রাখেনি ,
এখনও ভরপুর শূণ্যতা রেখেছে
নিঃশ্বাসের সিন্দুকে...
------এটা বোধয় সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। সুন্দর প্রকাশ দেখে ভাল লাগলো।
৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৬
নীলাঞ্জনানীলা বলেছেন: আপনার নিকের ছবিটা বড়ো বিষণ্ণ---লেখার সাথে একেবারে মিলে গেছে----
ভালো থাকা অনন্তকে ছুঁয়ে থাকুক--- ![]()
৫|
১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: চুলায় আগুণ জ্বলুক আর নাই জ্বলুক
ভেতরে একশটা চুল্লী দাউ দাউ করে জ্বলতে থাকে ।
৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০৬
নীলাঞ্জনানীলা বলেছেন: এই আগুণ না জ্বললে কি অবস্থা হতে পারে , বলুন তো ?
স্বপ্ন দেখুন আরোও বেশী করে স্বপ্নবাজ অভি ![]()
৬|
১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
চুলায় আগুণ জ্বলুক আর নাই জ্বলুক
ভেতরে একশটা চুল্লী দাউ দাউ করে জ্বলতে থাকে ।
আর হা করে গিলে চলে যতোটা ভালোত্ত্ব ছিলো
এতো ক্ষুধার্ত হতে পারে আমার নিষ্ঠুরতা
কি করে , কে জানে !
+++++++ রইল।
৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৩
নীলাঞ্জনানীলা বলেছেন: এত্তো পেলাস !!! মন থেকে নিষ্ঠুরতা তো মরেই গেলো---
ভালো থাকা কামনা করি কান্ডারী অথর্ব ![]()
৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৩
নীলাঞ্জনানীলা বলেছেন: এত্তো পেলাস !!! মন থেকে নিষ্ঠুরতা তো মরেই গেলো---
ভালো থাকা কামনা করি কান্ডারী অথর্ব ![]()
৭|
২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
আহমেদ জী এস বলেছেন: নীলাঞ্জনানীলা,
নিজের ব্যবচ্ছেদ করেছেন ।
সুন্দর........
যেন নিজেকেই নিজে চিনিনে আর ।
"এখনও ভরপুর শূণ্যতা ....... ..."
হুমমমমম.... শূণ্যতাও ভরপুর হয় যদি তেমন হাতে পড়ে । নইলে শূণ্যতা বড় হাহাকারময় ।
শুভেচ্ছান্তে ।
০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৭:০৭
নীলাঞ্জনানীলা বলেছেন: আমরা তো সবচেয়ে নিজেকে চিনতেই ভুল করি । আসলে ভুলও না , এড়ানো---
তাই চেষ্টা করলাম নিজের খারাপগুলো নিজের চোখের সামনে নিয়ে আসার---
ধন্যবাদ আপনাকে আহমেদ জী এস নিরন্তর প্রেরণা দিয়ে যাবার জন্যে---
৮|
২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
বোকামন বলেছেন:
হয়তো আজকাল আর কিছুই নেই
কিন্তু কবিতায়
মূল্যবান সহজ-সরলতা রয়েছে ......।
খুব ভালো লাগা রইলো।।
ভালো থাকুন লেখক, শুভকামনা।
০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৭:৩৫
নীলাঞ্জনানীলা বলেছেন: মনটা জুড়িয়ে গেলো এমন সুন্দর একটি মন্তব্যে পেয়ে---
ভালো থাকুন আপনিও বোকামন---সকল সময়---সকল প্রহর--- ![]()
৯|
০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৭:৪০
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: কি এতো হতাশা কি এতো বেদনা কেন এতো দীর্ঘশ্বাস?
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৫
নীলাঞ্জনানীলা বলেছেন: সবথেকে কষ্ট আমার এটাই তো নেই---হতাশা-বেদনা---যা আছে মারাত্মক রাগ---লেখার ধারায় অনেক কিছু উঠে এসেছে---
ভালো থাকুন সৈয়দ মোজাদ্দাদ আল হাসনাত ![]()
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৯
অপূর্ণ রায়হান বলেছেন: আজকাল কিছু থাকুক আর নাই থাকুক
এ জীবন আমাকে একলা রাখেনি ,
এখনও ভরপুর শূণ্যতা রেখেছে
নিঃশ্বাসের সিন্দুকে... ++++++
অনেক সুন্দর