নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল নীল স্বপ্ন দেখে ভেঁজা জ্যোৎস্নায় চন্দ্রিমা চোখ

আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল

নীলাঞ্জনানীলা

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো..

নীলাঞ্জনানীলা › বিস্তারিত পোস্টঃ

শূণ্য শূণ্য বিতৃষ্ণা...নীলাঞ্জনা নীলা

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২২

কিছু থাকুক আর নাই থাকুক

আজকাল আমার আর কথা থাকেনা ।

কেবল ক্ষোভ আর ক্রোধ থাকে

ঠিক যেমন কিছুতেই মরেনা

সংক্রামক ভাইরাস ।



চুলায় আগুণ জ্বলুক আর নাই জ্বলুক

ভেতরে একশটা চুল্লী দাউ দাউ করে জ্বলতে থাকে ।

আর হা করে গিলে চলে যতোটা ভালোত্ত্ব ছিলো

এতো ক্ষুধার্ত হতে পারে আমার নিষ্ঠুরতা

কি করে , কে জানে !



দুই যুগ আগের "আমি"টাকে বিদ্রূপ করে ভ্যাংচি কাটে

আজকাল আমার আমাকে মোটেও

ভালো লাগে না

আর নিজেকে যখন অসহ্য লাগে

তখন বড়ো ভয়ঙ্কর হয়ে যায় ,

পরিচিত এই একান্ত মুখশ্রীও ।



আজকাল আর কিছুই নেই ,

সেই পাগলামী ,

বাঁধ ভাঙ্গা চঞ্চলতা ,

উপচে পড়া সহজ-সরলতা...

তাই নিজেকে স্বান্তনা দেই ,

আর বলি ;

আজকাল কিছু থাকুক আর নাই থাকুক

এ জীবন আমাকে একলা রাখেনি ,

এখনও ভরপুর শূণ্যতা রেখেছে

নিঃশ্বাসের সিন্দুকে...



হ্যামিল্টন , কানাডা

১৮ জুলাই , ২০১৩ ইং ।

মন্তব্য ১৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: আজকাল কিছু থাকুক আর নাই থাকুক
এ জীবন আমাকে একলা রাখেনি ,
এখনও ভরপুর শূণ্যতা রেখেছে
নিঃশ্বাসের সিন্দুকে...
++++++

অনেক সুন্দর :)

২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩১

নীলাঞ্জনানীলা বলেছেন: শূণ্যতা কেটে পূর্ণতা পা্ক---অপূর্ন পূর্ণ হো্ক--- :)

নিরন্তর শুভকামনা

২| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৯

ময়নামতি বলেছেন: আজকাল আর কিছুই নেই ,
সেই পাগলামী ,
বাঁধ ভাঙ্গা চঞ্চলতা ,
উপচে পড়া সহজ-সরলতা...

ভাল লাগল কবিতাটা। ++++

৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪১

নীলাঞ্জনানীলা বলেছেন: আসলেই এমন সময় যাচ্ছে সবার জীবনের মধ্য দিয়ে---সেই সহজ-সারল্য মন খুঁজে পাওয়া দুষ্কর---ধন্যবাদ ময়নামতি

অনন্তকাল ভালো থাকুন :)

৩| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৩

শায়মা বলেছেন: হতাশা ভুলে জীবনের জয়গান গাও আপুনি।:)

৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৫৫

নীলাঞ্জনানীলা বলেছেন: আপুমনি রে হতাশা নেই আমার---তবে চরম রাগি মানুষ আমি---কেউ বোঝেনা---বুঝেছো ?

ভালো থেকে ভালো রেখো :)

৪| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬

সায়েম মুন বলেছেন: আজকাল কিছু থাকুক আর নাই থাকুক
এ জীবন আমাকে একলা রাখেনি ,
এখনও ভরপুর শূণ্যতা রেখেছে
নিঃশ্বাসের সিন্দুকে...
------এটা বোধয় সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। সুন্দর প্রকাশ দেখে ভাল লাগলো।

৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৬

নীলাঞ্জনানীলা বলেছেন: আপনার নিকের ছবিটা বড়ো বিষণ্ণ---লেখার সাথে একেবারে মিলে গেছে----
ভালো থাকা অনন্তকে ছুঁয়ে থাকুক--- :)

৫| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: চুলায় আগুণ জ্বলুক আর নাই জ্বলুক
ভেতরে একশটা চুল্লী দাউ দাউ করে জ্বলতে থাকে ।

৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০৬

নীলাঞ্জনানীলা বলেছেন: এই আগুণ না জ্বললে কি অবস্থা হতে পারে , বলুন তো ?

স্বপ্ন দেখুন আরোও বেশী করে স্বপ্নবাজ অভি :)

৬| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

চুলায় আগুণ জ্বলুক আর নাই জ্বলুক
ভেতরে একশটা চুল্লী দাউ দাউ করে জ্বলতে থাকে ।
আর হা করে গিলে চলে যতোটা ভালোত্ত্ব ছিলো
এতো ক্ষুধার্ত হতে পারে আমার নিষ্ঠুরতা
কি করে , কে জানে !

+++++++ রইল।

৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৩

নীলাঞ্জনানীলা বলেছেন: এত্তো পেলাস !!! মন থেকে নিষ্ঠুরতা তো মরেই গেলো---

ভালো থাকা কামনা করি কান্ডারী অথর্ব :)

৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৩

নীলাঞ্জনানীলা বলেছেন: এত্তো পেলাস !!! মন থেকে নিষ্ঠুরতা তো মরেই গেলো---

ভালো থাকা কামনা করি কান্ডারী অথর্ব :)

৭| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

আহমেদ জী এস বলেছেন: নীলাঞ্জনানীলা,

নিজের ব্যবচ্ছেদ করেছেন ।

সুন্দর........
যেন নিজেকেই নিজে চিনিনে আর ।


"এখনও ভরপুর শূণ্যতা ....... ..."
হুমমমমম.... শূণ্যতাও ভরপুর হয় যদি তেমন হাতে পড়ে । নইলে শূণ্যতা বড় হাহাকারময় ।

শুভেচ্ছান্তে ।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৭:০৭

নীলাঞ্জনানীলা বলেছেন: আমরা তো সবচেয়ে নিজেকে চিনতেই ভুল করি । আসলে ভুলও না , এড়ানো---

তাই চেষ্টা করলাম নিজের খারাপগুলো নিজের চোখের সামনে নিয়ে আসার---

ধন্যবাদ আপনাকে আহমেদ জী এস নিরন্তর প্রেরণা দিয়ে যাবার জন্যে---

৮| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

বোকামন বলেছেন:
হয়তো আজকাল আর কিছুই নেই
কিন্তু কবিতায়
মূল্যবান সহজ-সরলতা রয়েছে ......।

খুব ভালো লাগা রইলো।।
ভালো থাকুন লেখক, শুভকামনা।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৭:৩৫

নীলাঞ্জনানীলা বলেছেন: মনটা জুড়িয়ে গেলো এমন সুন্দর একটি মন্তব্যে পেয়ে---

ভালো থাকুন আপনিও বোকামন---সকল সময়---সকল প্রহর---

:)

৯| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৭:৪০

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: কি এতো হতাশা কি এতো বেদনা কেন এতো দীর্ঘশ্বাস?

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৫

নীলাঞ্জনানীলা বলেছেন: সবথেকে কষ্ট আমার এটাই তো নেই---হতাশা-বেদনা---যা আছে মারাত্মক রাগ---লেখার ধারায় অনেক কিছু উঠে এসেছে---

ভালো থাকুন সৈয়দ মোজাদ্দাদ আল হাসনাত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.