নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল নীল স্বপ্ন দেখে ভেঁজা জ্যোৎস্নায় চন্দ্রিমা চোখ

আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল

নীলাঞ্জনানীলা

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো..

নীলাঞ্জনানীলা › বিস্তারিত পোস্টঃ

গহীনের নিঃশ্বাসে......নীলাঞ্জনা নীলা

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৫

এখনও সেই তুমি

একই কষ্ট-যন্ত্রণা

তবুও এখনও তুমি আমার সেই একই...

যা কিছু করি , কি জানি কি ?

কি যে লিখি

কি বলি ,

মাথা-মুন্ডু ছাই কিচ্ছু বুঝিনা...

তবুও একই তুমি বড্ড জ্বালাও

যা কিছুই করি ভালো কিংবা চরম মন্দ

দায়-দায়িত্ত্ব সব তোমার কাছেই

তোমাকেই...

বলতে পারো লুকিয়ে রাখি কিংবা পালিয়ে থাকি

আমার ভালোত্ত্বগুলোকে আটকে রেখে

পশুত্ত্বের সবটুকু উগড়ে দেই খারাপ থেকে চরম খারাপ দেখাতে

শুধু একটা জায়গাতেই পবিত্র শিশুর মতো ,

তোমাকে ভালোবাসি এখনও...



হ্যামিল্টন , কানাডা

৩০ জুন , ২০১৩ ইং ।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৭

শুকনোপাতা০০৭ বলেছেন: সুন্দর কাব্য :)

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২২

নীলাঞ্জনানীলা বলেছেন: প্রেরণা যোগায় এমন নিরন্তর মন্তব্যে---- শুকনোপাতা০০৭ ধন্যবাদ :)

২| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :)

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৩

নীলাঞ্জনানীলা বলেছেন: :D ইরফান আহমেদ বর্ষণ

৩| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর কবিতা

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৬

নীলাঞ্জনানীলা বলেছেন: কান্ডারী অথর্ব খুশি হলাম :)

৪| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬

সায়েম মুন বলেছেন: বেশ :)

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৮

নীলাঞ্জনানীলা বলেছেন: মনে থাকবে তো রেশ ? নিরন্তর প্রেরণা পেয়েই যাচ্ছি---কৃতজ্ঞতা সায়েম মুন :)

৫| ০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৮

আরজু পনি বলেছেন:

ভালো লাগা রইল কবিতায়।।

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩২

নীলাঞ্জনানীলা বলেছেন: সযত্নে রেখে দিলাম ভালো লাগাটুকু----ভালো থাকা ঘিরে থাকুক আরজুপনি :)

৬| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪১

রাতুল_শাহ বলেছেন: :)

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৪

নীলাঞ্জনানীলা বলেছেন: :) রাতুল_শাহ

৭| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৬

আহমেদ জী এস বলেছেন: নীলাঞ্জনানীলা,

শুধু ভালোবাসার জায়গাটুকু ছাড়া আর সবখানেই রয়েছে "দ্বিধা" ।
যেমন - যা কিছু করি , কি জানি কি ?
কি যে লিখি
কি বলি ,
মাথা-মুন্ডু ছাই কিচ্ছু বুঝিনা...


মোটাদাগে এটা আপনার (সকলেরই) "অহং" বা 'ইগো" । মানুষ, অন্য মানুষকে যতোটা না ভালোবাসে বা তার সাথে ভালোবাসার অভিনয় করে তারো চেয়ে ঢের ঢের বেশী ভালোবাসে নিজেকে আর নিজের সাথে তো অভিনয়ের প্রশ্ন অবান্তর ।

কবিতায় এটাই হয়তো ফুঁটিয়ে তুলতে চেয়েছেন ।
তাই লিখেছেন -

শুধু একটা জায়গাতেই পবিত্র শিশুর মতো ,
তোমাকে ভালোবাসি এখনও...


শুভরাত্রি ।

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯

নীলাঞ্জনানীলা বলেছেন: ভালোবাসা আছে বলেই তো আমরা এখনও ভালো থাকি---প্রতিনিয়ত আপনার অসাধারণ মন্তব্য লেখাকে আরোও সামনে এগিয়ে নেয়

কৃতজ্ঞতা আহমেদ জী এস :)

৮| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৮

অদ্ভুত_আমি বলেছেন: ”এখনও সেই তুমি
একই কষ্ট-যন্ত্রণা”


অপূর্ব কাব্য !

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪১

নীলাঞ্জনানীলা বলেছেন: ভালোবাসা মানে নীল---ভালোবাসা না পাওয়ার রঙও নীল---কি অদ্ভূত বসবাস পাওয়া আর না-পাওয়া---

অসংখ্য ধন্যবাদ অদ্ভূত_আমি :)

৯| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতার সুন্দর সমাপ্তি।ভালবাসায় শেষ। ভাল লাগলো ।

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩

নীলাঞ্জনানীলা বলেছেন: ভালোবাসায় শেষ হওয়া অনেক কঠিন---আবার ভালোবাসায় শ্বাস নেয়াও কঠিন---কারণ ভালোবাসা পাবার চেয়ে ধরে রাখাটা যে সহজ নয়---

ধন্যবাদ নিরন্তর সেলিম আনোয়ার :)

১০| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬

অদ্ভুত_আমি বলেছেন: ভালোবাসা মানে নীল---ভালোবাসা না পাওয়ার রঙও নীল---কি অদ্ভূত বসবাস পাওয়া আর না-পাওয়া---

আসলেই অদ্ভুত :-< :-< :-<

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫১

নীলাঞ্জনানীলা বলেছেন: হাহাহাহাহা হুম আমাদের মনও একটা অদ্ভূতেরও অদ্ভূত যে----

বুঝেছো ? ভালো থেকো :)

১১| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে ||

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৮

নীলাঞ্জনানীলা বলেছেন: ইমরাজ কবির মুন আপনার মনখানাও সুন্দর যে--- :)

১২| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৪

অদ্ভুত_আমি বলেছেন: আপু, আপনার কমেন্ট গুলি নিয়ে তো আরও একটা অসাধারণ কবিতা হয় :)
ছোট বেলায় পাঠ্যবইয়ের কবিতা-ছড়া এগুলি ভালো লাগত, কিন্তু আধুনিক কবিতা গুলি কেন জানি বুঝতাম না । তাই কবিতার পোস্ট সাধারণত এড়িয়েই যেতাম। কিন্তু আপনার কবিতা গুলি পড়ে পুনরায় কবিতার ভক্ত হয়ে গেলাম আপু । আপনাকে ধন্যবাদ ।

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১১

নীলাঞ্জনানীলা বলেছেন: এই তো লজ্জ্বা পেয়ে যাচ্ছি---কি করি কি করি !!!

চোখই বন্ধ করে রাখি B-)

ভালো থেকো অদ্ভূত_আমি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.