নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল নীল স্বপ্ন দেখে ভেঁজা জ্যোৎস্নায় চন্দ্রিমা চোখ

আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল

নীলাঞ্জনানীলা

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো..

নীলাঞ্জনানীলা › বিস্তারিত পোস্টঃ

মূল্য...............নীলাঞ্জনা নীলা

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪১

যেন নদী

বাঁধ না মানা

জোয়ারে ভাসাই

পংক্তিমালা ---

আপন পৃথিবী ।



কন্ঠ নিঃসৃত সুরে ,

দু'কূল প্লাবি ,

উচ্ছ্বলতা বারংবার

অথচ কখনো বুঝিনা

ভালোবাসার দারুণ খরায়

হৃদয়ের মূল্য একটু বেশী ।



শমশেরনগর চা' বাগান , মৌলভীবাজার ।

আগষ্ট মাস , ১৯৯১ ইং ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সুন্দর

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৪

নীলাঞ্জনানীলা বলেছেন: সেই দিনগুলো যে সুন্দর ছিলো পরিবেশ বন্ধু----ধন্যবাদ আপনাকে

২| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৫

নীলাঞ্জনানীলা বলেছেন: সবুজ রঙ এর মতো আপনার মন্তব্যর জন্যে অসংখ্য ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন---

৩| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৮

নীলাঞ্জনানীলা বলেছেন: নিরন্তর প্রেরণা তাইতো চলছে এখনও এলোমেলো লেখালেখি কান্ডারী অথর্ব---

ভালো থাকুন

৪| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭

রোহান খান বলেছেন: ১৯৯১....মাই গড।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১০

নীলাঞ্জনানীলা বলেছেন: হ্যা মেঘে মেঘে বেলা কম হয়নি----তখন কলেজে প্রথম বর্ষের ছাত্রী---বুঝেছেন রোহান খান ?

:)

৫| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৮

রোহান খান বলেছেন: আপু, এরকম আবেগ গুলোকে অনেক ভাললাগে...আপনার কথাগুলো পড়ে আমার নিজের কলেজ লাইফের কথা মনে পরে গেল..।প্রায়ু ৮-৯ বছর হল বাংলাদেশ থেকে অনেক দুরে। অনেক মিস করি সেই সময়ের বন্ধুদের তবে ফেসবুকের & স্কাইপের কল্যানে তাদের অনেকে সাথে যোগাযোগ রক্ষাকরা সম্ভব হয়েছে..। আপনি মনে হয় এখোনো মিস করেন সেইসব দিনগুলো। অনেক ভাল লাগা রইলো আপনার জন্য।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫১

নীলাঞ্জনানীলা বলেছেন: ভাই কোথায় থাকো তুমি ?

তবু তো তুমি পারছো তোমার বন্ধুদের সাথে যোগাযোগ করতে---আমার কিছু বন্ধুর ঠিকানা যা আছে , সেসবে আর ওরা থাকেনা । আমাদের সময়ে তো এসব মোবাইল-নেট সহজলভ্য ছিলো না । এ যুগে হারিয়েও পাওয়া যায়---আমরা আর পাবোনা । আমার নাহার-নাসিমা আমরা তিন "ন" আর কখনো এক হবো কিনা জানিনা----

ভালো থেকো ভাই----ভালোবাসা রইলো---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.