| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলাঞ্জনানীলা
সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো..
যেন নদী
বাঁধ না মানা
জোয়ারে ভাসাই
পংক্তিমালা ---
আপন পৃথিবী ।
কন্ঠ নিঃসৃত সুরে ,
দু'কূল প্লাবি ,
উচ্ছ্বলতা বারংবার
অথচ কখনো বুঝিনা
ভালোবাসার দারুণ খরায়
হৃদয়ের মূল্য একটু বেশী ।
শমশেরনগর চা' বাগান , মৌলভীবাজার ।
আগষ্ট মাস , ১৯৯১ ইং ।
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৪
নীলাঞ্জনানীলা বলেছেন: সেই দিনগুলো যে সুন্দর ছিলো পরিবেশ বন্ধু----ধন্যবাদ আপনাকে
২|
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৫
নীলাঞ্জনানীলা বলেছেন: সবুজ রঙ এর মতো আপনার মন্তব্যর জন্যে অসংখ্য ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন---
৩|
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৮
নীলাঞ্জনানীলা বলেছেন: নিরন্তর প্রেরণা তাইতো চলছে এখনও এলোমেলো লেখালেখি কান্ডারী অথর্ব---
ভালো থাকুন
৪|
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭
রোহান খান বলেছেন: ১৯৯১....মাই গড।
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১০
নীলাঞ্জনানীলা বলেছেন: হ্যা মেঘে মেঘে বেলা কম হয়নি----তখন কলেজে প্রথম বর্ষের ছাত্রী---বুঝেছেন রোহান খান ? ![]()
৫|
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৮
রোহান খান বলেছেন: আপু, এরকম আবেগ গুলোকে অনেক ভাললাগে...আপনার কথাগুলো পড়ে আমার নিজের কলেজ লাইফের কথা মনে পরে গেল..।প্রায়ু ৮-৯ বছর হল বাংলাদেশ থেকে অনেক দুরে। অনেক মিস করি সেই সময়ের বন্ধুদের তবে ফেসবুকের & স্কাইপের কল্যানে তাদের অনেকে সাথে যোগাযোগ রক্ষাকরা সম্ভব হয়েছে..। আপনি মনে হয় এখোনো মিস করেন সেইসব দিনগুলো। অনেক ভাল লাগা রইলো আপনার জন্য।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫১
নীলাঞ্জনানীলা বলেছেন: ভাই কোথায় থাকো তুমি ?
তবু তো তুমি পারছো তোমার বন্ধুদের সাথে যোগাযোগ করতে---আমার কিছু বন্ধুর ঠিকানা যা আছে , সেসবে আর ওরা থাকেনা । আমাদের সময়ে তো এসব মোবাইল-নেট সহজলভ্য ছিলো না । এ যুগে হারিয়েও পাওয়া যায়---আমরা আর পাবোনা । আমার নাহার-নাসিমা আমরা তিন "ন" আর কখনো এক হবো কিনা জানিনা----
ভালো থেকো ভাই----ভালোবাসা রইলো---
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সুন্দর