| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলাঞ্জনানীলা
সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো..
আমি জানি আমার জন্যে কেউ আবেগ নিয়ে অপেক্ষায় থাকে না
তাই কোনো তাড়াও থাকেনা ঘরে ফেরার
একটা দায়িত্ত্বভরা কলস আছে ,
ওটার ভেতর জল রাখি---
আর একটা মাঝারী আকারের গাছ আছে
সেই গাছে জল দেই রোজ ।
দিতে হয় ।
কারণ ওই গাছটাকে আমি-ই তো নিয়ে এসেছি ।
ভুলে গেছি আমার চাওয়া-পাওয়া ,
শুধু দেখি একটুকরো আকাশ
জানালার ফাঁক থেকে...
এই জানালাটাও আমার নয় ।
যে কোনোদিন , যে কোনো সময় এই জানালায় আর কারো পর্দা ঝুলবে ।
আমাকে বারবার উপড়ে ফেলা হয় ,
এখান থেকে সেখানে ।
কেউ বলেনা থাকুক না ও ওর শেকড়টা নিয়ে !
অযাচিতভাবে প্রতিদিন-প্রতিক্ষণ অপেক্ষা করি ,
কেউ একজন আসবে মশাল নিয়ে হাতে---
চারিদিকের অন্যায়-দূর্নীতি সবকিছুকে এক নিমিষে লন্ডভন্ড করে দেবে ।
স্বপ্ন দেখি আমার তপোবন আমাকে একটা শেকড় দিয়েছে
বড্ড এলোমেলো একটা জীবন ।
আনন্দ করতে গেলে কারণ দর্শাতে হয়
মাথার ওপর অভিভাবক নামের পদমর্যাদার কাছে
ভালোবাসতে গেলে ভাবতে হয় ,
স্বপ্ন দেখতে গেলে হিসেব দিতে হয় ,
হাসি দিতে গেলে কারণ খুঁজতে হয় ।
তবুও বলি ভালো আছি ,
ভালো রাখি যে কোনো মূল্যে ।
সমাজ দেখেনা মানুষের আবেগ
স্বজন যাদের ভাবি , তারা অনুভব করেনা আমাকে ।
তারপরেও ছুটে চলি , চলছি , চলবো ।
হ্যামিল্টন , কানাডা
৩০ সেপ্টেম্বর , ২০১৩ ইং ।
১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৭
নীলাঞ্জনানীলা বলেছেন: ![]()
২|
০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর । খুব ভালো লাগল ।
আপা, কেমন আছো ? আমি তোমার রাজী । ভালো থাকো ।
১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৭
নীলাঞ্জনানীলা বলেছেন: ভালো আছি।
৩|
১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: স্বজন যাদের ভাবি , তারা অনুভব করেনা আমাকে ।
তারপরেও ছুটে চলি , চলছি , চলবো ।
সুন্দর ।
১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৮
নীলাঞ্জনানীলা বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি।
৪|
১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫০
মায়াবী ছায়া বলেছেন: অনেক সুন্দর ।
'''কেউ একজন আসবে মশাল নিয়ে হাতে---
চারিদিকের অন্যায়-দূর্নীতি সবকিছুকে এক নিমিষে লন্ডভন্ড করে দেবে'''
..........মনের কথাটা বলেছেন আপু ।সত্যি এমন এক জনের অপেক্ষায় আমাদের চলে যায় যুগ যুগ......তবুও অপেক্ষা.........
ভাল থাকুন ।।
১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৯
নীলাঞ্জনানীলা বলেছেন: আপনিও ভালো থাকুন।
ধন্যবাদ এমন সুন্দর মন্তব্যের জন্য।
৫|
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর ও বিনম্র ।মনের তুলিতে আকাঁ ছবি যেন দৃশ্যপতে একেছেন। ভাল লাগা রইল।
১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৯
নীলাঞ্জনানীলা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১০
মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ হয়েছে আপা
++++++