নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল নীল স্বপ্ন দেখে ভেঁজা জ্যোৎস্নায় চন্দ্রিমা চোখ

আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল

নীলাঞ্জনানীলা

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো..

নীলাঞ্জনানীলা › বিস্তারিত পোস্টঃ

সৌন্দর্য নিরন্তরাল

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০২

উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে একেকটি সম্পর্ক
রক্ত এবং আত্মিক দ্বন্দ্বে নি:শ্বাস নিরাপত্তা খোঁজে আজন্মকাল
অবিচ্ছেদ্য জীবনের কেন্দ্রবিন্দু কি আদৌ আছে কোথাও!
তবুও বাঁচার জন্যেই মৃত্যুকে ফেরাই,
আবার মৃত্যুও কামনা করি।
দোটানা জীবন দু:খ-বিলাস, সুখ-বিলাস নিয়ে মত্ত থাকে।
ইতিহাস বদলে হাইহিল আর কাঁধে ঝোলানো ব্যাগ উঠে আসে।
যেমন, পলেস্তারা উঠে যাওয়া পুরোনো জমিদারবাড়ীর বাঈজীমহলের গল্প জানে সবাই
অন্দরমহলের রানীর দীর্ঘনিঃশ্বাস অলঙ্কারের ঝঙ্কারে মিইয়ে যায়।
অপসৃয়মান আলোয় নারী সত্তার চিরন্তন রূপ আমারই আদলে গড়া
পৃথিবীর অতৃপ্তবোধের সৌন্দর্য এই আমি ক্ষুধিত পাষাণ।

হ্যামিল্টন, কানাডা
৪ মে, ২০১৬ ইং।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১৫

অরুনি মায়া অনু বলেছেন: বাঁচার জন্যই আমরা মৃত্যুকে ফেরাই, বারবার ফিরিয়ে দেই | তবুও কি পারি মৃত্যুকে ঠেকিয়ে রাখতে? এই এক জীবনেইতো কতবার মৃত্যুর মুখোমুখি হতে হয় | ভাল লিখেছেন আপু |

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৩

নীলাঞ্জনানীলা বলেছেন: ধন্যবাদ আপনাকে অরুনি মায়া অনু। বহুদিন পর ব্লগে এসে প্রথম আপনার মন্তব্য।
আবারও ধন্যবাদ।

২| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৯

ক্লে ডল বলেছেন: মুখের হাসির ঢেউএ হৃদয়ের কত যে কষ্ট পাথর ভেসে যায় কেউ টের পায় না!!

অন্দরমহলের রানীর দীর্ঘনিঃশ্বাস অলঙ্কারের ঝঙ্কারে মিইয়ে যায়।
খুব ভাল লেগেছে লাইনটা। :)

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫২

নীলাঞ্জনানীলা বলেছেন: আপনার মন্তব্যে প্রাণ আছে।
ধন্যবাদ।

৩| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০৩

শরীফ বিন ঈসমাইল বলেছেন: বাঁচার জন্যেই মৃত্যুকে ফেরাই,
আবার মৃত্যুও কামনা করি।

একদম ঠিক :(

১৮ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৪৭

নীলাঞ্জনানীলা বলেছেন: দোটানা জীবনে নিঃশ্বাস নেই আমরা সবাই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)

৪| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৫

সিগনেচার নসিব বলেছেন: ইতিহাস বদলে হাইহিল আর কাঁধে ঝোলানো ব্যাগ উঠে আসে।
যেমন, পলেস্তারা উঠে যাওয়া পুরোনো জমিদারবাড়ীর বাঈজীমহলের গল্প জানে সবাই

চমৎকার লাগল
দারুণ লিখেছেন আপুনি +++

১৮ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৫৩

নীলাঞ্জনানীলা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)

৫| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৮

ইমরান আল হাদী বলেছেন: "পৃথিবীর অতৃপ্তবোধের সৌন্দর্য এই আমি ক্ষুধিত পাষাণ "
ভাল লাগলো, দারুন সুন্দর কবিতা।

১৮ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৫৫

নীলাঞ্জনানীলা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৬| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৯

ইমরান আল হাদী বলেছেন: "পৃথিবীর অতৃপ্তবোধের সৌন্দর্য এই আমি ক্ষুধিত পাষাণ "
ভাল লাগলো, দারুন সুন্দর কবিতা।

২০ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৫২

নীলাঞ্জনানীলা বলেছেন: :)

৭| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৩

অদৃশ্য বলেছেন:



বাহ্‌... চমৎকার লিখেনতো আপনি...

শুভকামনা...

১৮ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৫৮

নীলাঞ্জনানীলা বলেছেন: তাই বুঝি?
অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)

৮| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৫

সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা।
অনেক দিন পর এখানে আসলেন। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

১৮ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৫৯

নীলাঞ্জনানীলা বলেছেন: কেমন আছেন আপনি? হুম অনেকদিন পর এলাম।

ভালো থাকুন। ধন্যবাদ আপনাকে।

৯| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১:০৯

তানজির খান বলেছেন: বাহ বেশ লিখেছ আপি

১৮ ই জুলাই, ২০১৬ ভোর ৫:০২

নীলাঞ্জনানীলা বলেছেন: ভাইয়া লিখেই ফেললাম। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.