| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলাঞ্জনানীলা
সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো..
চন্দ্রমল্লিকা রাত্রি জানলায় এসে দাঁড়িয়ে থাকে
অথচ নক্ষত্রের আসার কথা ছিলো।
বাতাসে বেলী ফুলের মৌতাত ছড়িয়ে
চুপটি করে আকাশ এই অন্ধকারকে বুকের ভাঁজে নিয়ে লেপ্টে রাখে
কোন পাবার আশায়, কে জানে!
পিঙ্গল রোদের আকাঙ্ক্ষায় জেগে থাকা চোখ স্বপ্নহীনতায় ভোগে।
অনেককাল পর কখনো যদি একই সীমারেখায় আমি থাকি
আর,
আকাশ-নক্ষত্র-চন্দ্রমল্লিকা রাত্রি এক কাতারে এসে দাঁড়ায়,
ভেবে রেখেছি সেদিন একটি কবিতা লিখবো।
অ-জনপ্রিয়তার ব্যাগে ঝুলবে চঞ্চল শব্দেরা;
আমি হাঁটবো আর ফেরি করবো
“কবিতা নেবেন কবিতা?”
ঝোলার ভেতর থেকে তখন নিশ্চিত খিকখিক করে হেসে উঠবে স্বপ্নেরা,
আক্ষরিক বুননের কাছে দু:খ-যন্ত্রণা মৃত নক্ষত্রের মতোই মুখ থুবড়ে পড়ে কিনা!
হ্যামিল্টন, কানাডা
৮ ফেব্রুয়ারি, ২০১৬ ইং।
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪০
নীলাঞ্জনানীলা বলেছেন: আপনাদের ভালো লাগাই আমার প্রেরণা।
ধন্যবাদ।
২|
২০ শে জুলাই, ২০১৬ সকাল ৮:০৭
জুন বলেছেন: মৃত নক্ষত্রের মত মুখ থুবড়ে পড়বে কি না জানি না নীলাঞ্জনা নীলা, তবে এই কবিতায় আকাশ নক্ষত্র আর গন্ধহীন চন্দ্রমল্লিকা বেলী ফুলের সুবাস ছড়িয়ে দিয়েছে ঠিকই।
অনেক ভালোলাগা রইলো।
+
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪১
নীলাঞ্জনানীলা বলেছেন: সেই ঘ্রাণ পেয়েছেন তাহলে?
তবে তো লেখা স্বার্থক হলো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
৩|
২০ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: সাকালে এমন একটা মিষ্টি কবিতা পড়ে অনেক ভাল লাগল। ভাল থাকবেন কবি
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৩
নীলাঞ্জনানীলা বলেছেন: আমি তো কবি নই। এতো বড়ো উপাধি পাবার যোগ্যতা অর্জন আদৌ করতে পারবো কিনা, কে জানে!
লেখাটি ভালো লেগেছে আপনার, কৃতজ্ঞতা।
৪|
২০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫২
একান্ত আমি (আর জে) বলেছেন: আমি হাঁটবো আর ফেরি করবো
“কবিতা নেবেন কবিতা?”
আবেগটা মন ছুয়েদিলো। কিন্তু কবিতা পাগল ছেলেমেয়েরা আজ বড্ড বড় হয়ে গেছে।
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৪
নীলাঞ্জনানীলা বলেছেন: খুব সুন্দর বলেছেন। কবিতা পাগল ছেলে-মেয়েরা আজ বড়ো হয়ে গেছে।
মনকাড়া একটি মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৫|
২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২২
কবীর বলেছেন: “কবিতা নেবেন কবিতা?”
মূল্য কেমন হতে পারে??
সুন্দর হয়েছে
+++++++
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৬
নীলাঞ্জনানীলা বলেছেন: সেটা তো ভাবিনি! আচ্ছা আপনি কি মনে করেন, কতো মূল্য নির্ধারণ করা যেতে পারে?
এত্তোগুলো প্লাসের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
৬|
২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
সিগনেচার নসিব বলেছেন: চমৎকার ++++
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৭
নীলাঞ্জনানীলা বলেছেন: তাই বুঝি? ভালো লেগেছে অনেক বড়ো পাওয়া আমার।
ধন্যবাদ।
৭|
২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৪
ইন্দ্রনাথ বলেছেন: প্রচণ্ড ভালোলাগা গ্রাস করলো।
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৮
নীলাঞ্জনানীলা বলেছেন: ভালোলাগাটুকু যত্নের সাথে রাখলাম।
ধন্যবাদ আপনাকে।
৮|
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪১
অরুনি মায়া অনু বলেছেন: অনেকদিন পর এলাম তোমার ব্লগে। একটু জলের মত সহজ করে লিখতে পারোনা? জানোইতো আমি কঠিন কথা বুঝি কম। তবে সবার আগে তোমার কবিতা আমার কাছে বিক্রি করতে হবে আগেই বলে রাখলাম কিন্তু। ![]()
০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০৭
নীলাঞ্জনানীলা বলেছেন: অরুনি আপু তোমার কাছে বিক্রী করবো না। এমনিতেই দিয়ে দেবো।
আপু বলে কথা! তোমার কাছে কি বিক্রী করা যায়? ![]()
৯|
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর কবিতা।
শুভ বন্ধু দিবস।
০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০৮
নীলাঞ্জনানীলা বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা।
অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।
১০|
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ২:৪৩
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: আমি হাঁটবো আর ফেরি করবো
“কবিতা নেবেন কবিতা?”
অমনি ফুল, পাখিরা সুগন্ধি ছড়িয়ে আর কলকাকলিতে
এগিয়ে আসবে।
তারা সবগুলো কবিতাকে ফুলেল শুভেচ্ছায় গ্রহন করবে
এবং গান ও সুবাসে ছড়িয়ে দিবে
সবার কাছে।
০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০৯
নীলাঞ্জনানীলা বলেছেন: শুনে খুবই খুশী হলাম।
এতো সুন্দর মন্তব্য পেয়ে খুশী না হয়ে কি পারি!
শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৩০
ফরিদ আহমাদ বলেছেন: প্রচণ্ড ভালোলাগা গ্রাস করলো।
শুভকামনা....