![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারা করছে এসব , এ নিয়ে জনগন কি ভাবছেন বলে মনে হয় , আমরা দল করি আর যাই করি, এসবের বিরুদ্ধে বোধ হয় সবাই । কিন্তু প্রতিকার পাওয়ার ব্যাপারে বা প্রতিবাদ করার জন্য অনেককেই পাওয়া যায় না , কিন্তু কেনও ? যদি বলেন আমরা কি করবো বা আমাদের কথা কে শুনে বা শুনবে , না একথা সঠিক নয় কারন সব অন্যায়েরই প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব নতুবা আমরা ধর্মীয়ভাবে বলুন আর রাজনৈতিক ভাবে বলুন , কোনও নীতিতেই তা গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না । বি এন পি জোট কি অন্যায় করছে বা কি ভালো কাজ করেছে বা করেছে , আর আওয়ামীলীগ জোট কি অন্যায় করছে বা করেছে বা ভালো কাজ করেছে তা নিয়ে আমরা সরাসরি এই ব্লগে লেখার মাধ্যমে তুলে ধরতে পারি না কি ? সন্ত্রাস , অগ্নিসংযোগ , ভাংচুর কি আমাদের ধর্ম সমর্থন করে ? না কোনও রাজনীতির দলের নীতিতে কি আছে এসব , যদি না থাকে , তাহলে অবশ্যই এরা সন্ত্রাসী এবং জনগণের শত্রু , যারা এই অবরোধের শিকার হচ্ছে তারা কি কোনও রাজনীতি দলের সদস্য ? নাকি তারা রাজনীতির মিছিল করতে গিয়ে অগ্নিদগ্ধ হচ্ছে ?নাকি পেটের দায়ে কর্মে বেরিয়েছিলও পথে ? তারপর পথে শিকার হচ্ছে হামলার কিন্তু তার /তাদের পরিবার অপেক্ষায় ছিলও যে , তাদের পিতা কর্ম থেকে ফিরে নিয়ে আসবে খাবার বা সীত বস্ত্র বা স্কুল সামগ্রী বা সখের জিনিস , কিংবা বোনের বিয়ের সামগ্রী কিন্তু ফেরা হলনা বাপের , এই রাজপথ তাদের পিতার দেহটিকে ছিন্ন/ বিচ্ছিন্ন করে দিচ্ছে সন্ত্রাসীরা , তাই আমাদের দেহে রক্ত /মাংস থাকতে , এসব মেনে নেওয়া যায় না, বিনা প্রতিবাদে , যদি প্রতিবাদ নাও করতে পারি , ঘৃণা করতেই হবে । আমাদের মনে রাখতে হবে , যারা সন্ত্রাস করে অগ্নিসংযোগ করছে , মানুষ সহ মানুষের সম্পদ পোড়াচ্ছে , তারা কোনদিনই মানুষের সেবক হতে পারে না , তাদের অমানুষ বলাই শ্রেয় । যারা অগ্নিসংযোগ , হত্যা , সন্ত্রাস করে ক্ষমতায় আসতে চায় , তাদের দিয়ে আগামিদিনে ভালো কিছু আশা করা যায় ? সুতারাং এদের রুখতেই হবে , তাই আমার মনে হয় আমাদের আর বসে থেকে লাভ নেই , এই জ্বালাও পঢ়াও এর বিরুদ্ধে , এখনই যার যার অবস্থান থেকে প্রতিবাদে নেমে পড়তে হবে , তাহলেই রেহাই পাবে আমাদের প্রজন্ম নতুবা ভয়াবহ জঙ্গিবাদের পথে চলে যেতে পারে এ দেশটি , যেমনটি হচ্ছে ইরাক , আফগান ও পাকিস্তানে ।
২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৪
নিলু বলেছেন: ধন্যবাদ , ভালো থাকুন
২| ২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫২
সাদা মনের মানুষ বলেছেন: যেই গনতন্ত্র মানুষ পুড়ায়, এমন গণতন্ত্র আমরা চাইনা
২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৫
নিলু বলেছেন: ধন্যবাদ , ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১৫
আহমেদ জী এস বলেছেন: িনলু ,
লিখেছেন -
আমাদের মনে রাখতে হবে , যারা সন্ত্রাস করে অগ্নিসংযোগ করছে , মানুষ সহ মানুষের সম্পদ পোড়াচ্ছে , তারা কোনদিনই মানুষের সেবক হতে পারে না , তাদের অমানুষ বলাই শ্রেয় । যারা অগ্নিসংযোগ , হত্যা , সন্ত্রাস করে ক্ষমতায় আসতে চায় , তাদের দিয়ে আগামিদিনে ভালো কিছু আশা করা যায় ? সুতারাং এদের রুখতেই হবে , তাই আমার মনে হয় আমাদের আর বসে থেকে লাভ নেই , এই জ্বালাও পঢ়াও এর বিরুদ্ধে , এখনই যার যার অবস্থান থেকে প্রতিবাদে নেমে পড়তে হবে , তাহলেই রেহাই পাবে আমাদের প্রজন্ম নতুবা ভয়াবহ জঙ্গিবাদের পথে চলে যেতে পারে এ দেশটি , যেমনটি হচ্ছে ইরাক , আফগান ও পাকিস্তানে ।
বাংলাদেশের পথ ফুরিয়েছে । যাদের নিয়ে আমরা পথ চলবো তারা আমাদেরই অজান্তে, আমাদেরই অজ্ঞতায়, আমাদেরই অসচেতনতায় -অবহেলায় এক একটি ফ্রাঙ্কেনষ্টাইন হয়ে উঠেছে ।