|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
১৯৭৭ সালের সেই হ্যা/না ভোট আবার ফিরে আসতে যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে জনগনের রায় নেয়ার অভিপ্রায়ে গনভোট। ২০২৪ এর জুলাই-অগাস্টের  বৈষম্যবিরোধী আন্দোলন স্রেফ সরকার পতনের আন্দোলন ছিল না। ৩রা অগাস্ট শহীদ মিনারের মঞ্চে  বৈষম্যহীন এক নয়া রাজনৈ্তিক বন্দোবস্তের দাবী জানিয়েছিল  নাহিদ ইসলাম।  রক্তক্ষয়ী সেই গনঅভ্যূত্থানে স্বৈরাচারী ফ্যসিস্ট আওয়ামিলীগ পতনের পরে অন্তবর্তী সরকার এই দেশের চলমান দুর্নীতিপরায়ন সিস্টেমে সংস্কারের তাগিদে এক সংস্কার কমিশন গঠন করে। সেই কমিশনে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা দুর্নীতি দুরীকরনে বেশ কিছু রাস্ট্র সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলর সামনে তুলে ধরেন।
  
 
আসলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যূতে গনভোট আয়োজনের কোন দরকারই ছিল না। যে কোন সভ্য দেশে রাজনৈ্তিক দলের নির্বাচনী ইশতেহারে  দেশ ও জনগনের স্বার্থে যা থাকে, জুলাই সনদেও তাই রয়েছে। সভ্য দেশে নির্বাচনে জিতে  ক্ষমতায় গিয়ে রাজনৈ্তিক দলগুলো ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলো পুরন করে। কিন্তু আমাদের দেশে জনগনের স্বার্থে নেয়া সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে জনগনের রায় নেয়ার প্রয়োজন হয়েছে দেশের বৃহত্তম দল বিএনপির কারনে!  বিএনপি বেশিরভাগ সংস্কার প্রস্তাবে  নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। যেহেতু তারা দেশের বৃহত্তম রাজনৈ্তিক দল, তাই সরকার জুলাই সনদ বাস্তবায়ন ইস্যূ্তে গনভোট আয়োজনের পথে যেতে বাধ্য হয়েছে। 
বিএনপি খুব খোলাখুলি  বুঝিয়ে দিয়েছে যে তাদের দল কোন সংস্কার চায় না। পুরাতন সিস্টেম অবিকৃত রেখে তার স্রেফ ক্ষমতায় যেতে চায়। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের তরুনেরা বিএনপিকে অলরেডি রেডকার্ড দেখিয়ে দিয়েছে। এই কারনে বিএনপি এখন চাচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের গনভোট  আগে না হয়ে জাতীয় নির্বাচনের দিনই হোক। তাদের এই চাওয়ার পেছনে অবস্যই কোন দুরভিসন্ধি রয়েছে। তাদের এই দুরভিসন্ধি প্রতিহত করতে জনগনকে হয়ত আবারো রাস্তায় নামতে হতে পারে। জুলাই সনদ বাস্তবায়নের গনভোট যে কোন মূল্যে নির্বাচনের আগেই হতে হবে। 
 ১০ টি
    	১০ টি    	 +২/-০
    	+২/-০  ৩০ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:২৯
৩০ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:২৯
ঢাবিয়ান বলেছেন: এনসিপির নামে বেশ কিছু দুর্নাম থাকলেও তাদের দলে একটা বলিষ্ঠ গঠনতন্ত্র রয়েছে । এর পেছনে প্রচুর বিজ্ঞজনেরা আছে। আর তাই নির্বাচন ও রাস্ট্র সংস্কার প্রশ্নে তাদের পদক্ষেপগুলোর বিষয়ে নির্দ্বিধায় আস্থা রাখা যায়।
২|  ৩০ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:১৩
৩০ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:১৩
ভুয়া মফিজ বলেছেন: এই কারনে বিএনপি এখন চাচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের গনভোট আগে না হয়ে জাতীয় নির্বাচনের দিনই হোক। তাদের এই চাওয়ার পেছনে অবস্যই কোন দুরভিসন্ধি রয়েছে। বিএনপি গনভোট চায় না এখনও, পরিস্থিতির চাপে পড়ে রাজি হয়েছে। এমনভাবে কবুল বলছে, যাতে ঠিকমতো শোনা না যায়। সেইজন্যই এটার মূল উদ্দেশ্য যাতে বাধাগ্রস্ত হয়, সেই চেষ্টা চালাচ্ছে। ''জাতীয় নির্বাচনের সাথে গনভোট'' তারা এইজন্য চাচ্ছে যে, তারা জানে জাতীয় নির্বাচনের সাথে হলে গনভোট তার গুরুত্ব হারাবে। ভোটারদের মাথায় তখন জাতীয় নির্বাচনই থাকবে, গনভোটের ইস্যু নিয়ে কেউ মাথা ঘামাবে না। এইটাই দুরভিসন্ধি!!!
দেশের আজকের এই অবস্থার জন্য তারেক জিয়া তথা বিএনপি দায়ী। হাসিনা ভাগার পরে তাদের ভাবসাবে মনে হচ্ছে দেশটা তাদের তালুকদারী সম্পত্তি। সামনে এরা দেখবেন এমন উষ্টা খাবে যে, আগামী ১০ বছর আর মাজা সোজা করে দাড়াতে পারবে না। আবাল পরিচালিত দল একটা!!!
  ৩০ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:৩৫
৩০ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:৩৫
ঢাবিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ দেখা দেয়ার জন্য । একেবারে সঠিকভাবে বিএনপির দুরভিসন্ধি তুলে ধরেছেন। এছাড়া নির্বাচন প্রসাষন ও আইন শৃংখলা বাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রনের ইচ্ছাও রয়েছে। কাজেই ----
৩|  ৩০ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:৩৪
৩০ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
লেখক বলেছেন: এনসিপির নামে বেশ কিছু দুর্নাম থাকলেও তাদের দলে একটা বলিষ্ঠ গঠনতন্ত্র রয়েছে । এর পেছনে প্রচুর বিজ্ঞজনেরা আছে।
=====================
এনসিপি এখনো কাঁচা। 
তাদের মাঝে বিজ্ঞতা দেখা যাচ্ছে না। 
এই বিজ্ঞজনেরা ঠিক তাল মিলাতে পারছেন না বলে মনে হচ্ছে। 
আমি সিলেটের এনসিপির সাথে সংশ্লিষ্টদের সামাজিক মাধ্যমে গালাগালি চর্চায় ব্যস্ত দেখতে পাচ্ছি।,
  ৩০ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:৩৭
৩০ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:৩৭
ঢাবিয়ান বলেছেন: এনসিপিকে সময় দিতে হবে আমাদের। লিডিং নেতাদের ভুল ভ্রান্তি থাকলেও মৌলিক ইস্যূগুলোতে তারা স্ট্রং পজিশন ধরে রেখেছে।
৪|  ৩০ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:৫৬
৩০ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:৫৬
ভুয়া মফিজ বলেছেন: গত ২৮ শে জানুয়ারি, ২০২৪ এ একটা পোষ্ট দিছিলাম যৎসামান্য টক-ঝাল-মিষ্টি বয়ান নামে। সেই পোষ্টের শেষ প্যারায় তৎকালীন ভুয়া পোধানমন্ত্রী হাসিনাকে বলেছিলাম........... 
কে বলতে পারে……..এটাই হয়তো আপনার প্রধানমন্ত্রীত্বের শেষ টার্ম। কাজ দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটা অনূকরনীয় দৃষ্টান্ত হয়ে থাকার এখনও যথেষ্ট সময় আপনার হাতে আছে। আপনার বাবা যেটা করে যেতে পারেন নাই, আপনি সেটাই করে দেখাতে পারেন। মহান সৃষ্টিকর্তার দেয়া এই সুযোগ হেলায় হারানো ঠিক না। বাংলাদেশের আপামর জনসাধারন আপনার কাছ থেকে এটাই প্রত্যাশা করে।
আপনি কি জনগনের সেই প্রত্যাশা পূরণ করবেন? নাকি বিস্মৃতির অতলে তলিয়ে যাবেন। সিদ্ধান্ত একান্তই আপনার।
মোদির জিএফ আবাল মহিলাটা হারিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। 
এখন তারেক জিয়াও হারিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে!!! আফসোস!!!! 
  ৩০ শে অক্টোবর, ২০২৫  রাত ৯:৪৬
৩০ শে অক্টোবর, ২০২৫  রাত ৯:৪৬
ঢাবিয়ান বলেছেন: বিএনপির সামনে এবার সুযোগ ছিল ব্যপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসার। কিন্তু তারা সেটা চাইছেই না কোন অবস্থাতেই। জনগনের পালস বোঝার কোন চেষ্টাই নাই তাদের। এত বড় একটা গনঅভ্যূ্থান, তরুনদের গুলির সামনে দাঁড়িয়ে যাওয়া, রক্ত দেয়া কোন কিছুই তাদের মনে হয় যেন স্পর্শ করছে না। নাহিদরাতো এখন আর নির্বাচনই চাইছে না। আজকে বক্তব্য দিয়েছে যে, জুলাই সনদ বাস্তবায়ন ও বিচার ছাড়া নির্বাচন মূল্যহীন । আসলেই বিএনপি বা জামাত কারো ওপরই ভরসা করতে পারছে না তরুনরা। 
৫|  ৩০ শে অক্টোবর, ২০২৫  রাত ৮:১৪
৩০ শে অক্টোবর, ২০২৫  রাত ৮:১৪
ভুয়া মফিজ বলেছেন: ব্লগে আসলে আজকাল মেজাজ খারাপ হয়। 
একটা উদাহরন দেই.........দেখেন আপনের কয়েকধাপ নীচে একটা পোষ্ট ''এক মেগা মিক্সড পলিটিক্যাল রেসিপি — সংবিধান সংস্কারে জগাখিচুড়ির গণভোট'' পোষ্টাইছে এস.এম. আজাদ রহমান নামের একটা আওয়ামী ছাগল। এর পোষ্টে কোন মন্তব্য-লাইক কিছুই নাই, কিন্তু পঠিত হইছে ২৮৫ বার। এর আশেপাশের ভালো পোষ্টের ''পঠিত'' দেখলেই বুঝবেন যে, আবালটা নিজেরে বিরাট চালাক মনে করে। এই আবালীয় কর্মকান্ডের কল্যানে তার পোষ্ট হবে নেক্সট আলোচিত ব্লগ। কোন মানে হয়? 
  ৩০ শে অক্টোবর, ২০২৫  রাত ৯:৪৮
৩০ শে অক্টোবর, ২০২৫  রাত ৯:৪৮
ঢাবিয়ান বলেছেন: ব্লগের নতুন কালবৈশাখী 
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৬:৪৯
৩০ শে অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৬:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এনসিপি যদি পিআর পদ্ধতি সমর্থন না করে, তাহলে, ভুল করবে।