|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 





আমাদের পাড়ায় একটি লোক সে শুধু গুজব রটায় এটা তার স্বভাবে পরিণীত হয়ে পড়েছে  । তার নাকি এগুলি বলে খুব মজা লাগে এবং তাই সে বলে বেড়ায়  ।  তাই অনেক সময়  আমরা ওর কোন কথাই  সহজে বিশ্বাস করতাম না  । একদিন সে রাত ১০ / ১১ টার দিকে  এসে পাড়ায় বলছে যে ঐ পাড়ায় গানের আসোর বসেছে তাই ওখানে আমি ছেলে সাথে গিয়েছিলাম গান শুনতে কখন যে ছেলেটি আমার হাত থেকে ফোঁসকে অন্য  পাশে চলে গেছে আমি তা ঠিক  পায়নি  গানের শুরে মাতাল হয়ে থেকে   এবং সে বললো যে এক ছেলে ধরা আইছে ঐ গানের আসোরে  , আমার ছেলেকে নাকি ধরেছিলো  , তাই ও তার হাত থেকে কোন  রকমে  ওর ছেলে  ফোঁসকে বাপের কাছে চলে আসে কানতে কানতে        তাই আর দেরী না করে  ওখানে কাউকে কিছু না বলে চলে এলাম পাড়ায় বোলতে । আমরা বললাম তোর কথা বিশ্বাস করা দায় , সে বললো এখন আমি সত্যিই সত্য কথা বলছি  । আমরা দেখলাম কার না  কার ছেলে আবার হারায় তাই আমরা সবাই লাঠি  / ছুরি নিয়ে দিলাম সেখানে রওনা  ধরতে ছেলে ধরাকে ,  গিয়ে দেখলাম শান্তিপুন্নভাবে গান / বাজনা শুনছে মানুষজন নীরবে বরং  আমাদের লাঠি / শোঠা দেখে ও দাংগা সাজ  দেখে ওখানকার পরিবেষ হয়ে গেল অনেকখানি  চিলে কান নেওয়ার মতো এবং উত্তপ্ত । কেউ গানের আসোর  ছেড়ে পালাচ্ছে কেউবা আবার লাঠি /শোঠা  নিয়ে আমাদের দিকে ধেয়ে আসছে ওরা ভেবেছে আমরা সন্ত্রাসী  , হামলা করবো গানের আসোরে কিংবা ভয় দেখিয়ে নিবো  চাঁদা ।  পরে সবাই সবার  চেনা মুখ দেখে আর হলোনা দাংগা  ।  তখন আর কীসের ছেলে ধরা , নিজে বাচলে বাপের নামের মতো ফিরে এলাম । আসার পথে দেখি ও আর নেই আমাদের সাথে তাই গেলাম ওর বাড়ী , ছেলে তখন বলছে যে  ঐ সব কিছুনা আমার চেপেছিল ঘুম ,  তাই ভাবলাম  এই নাটক না সাজালে বাপ উঠবেনা গানের নেশা  থেকে ,  তাই এই নাটক । তখন বুঝলাম বাপ ক্যা ব্যাটা  ছিপাইকা  ঘোড়া  । এই জন্যই বোধ হয় কথায়  আছে ,  গুজবে কান দিতে নেই । গুজবে রাষ্ট্র অস্থিতিশীল হতে পারে , সমাজে বিশৃঙ্খলা হতে পারে , ভাইয়ে / ভাইয়ে দাঙ্গা হতে পারে এমনকি বহিঃরাষ্ট্রের সাথেও সম্পর্কের অবনতই হতে পারে , কখনো কখনো গুজব  রটানো কারীকে রটকারীকে  সমর্থন করে না  । কুচক্রীয়ও বালা হয় । তাই আমাদের পবিত্র ধর্মেও  গুঁজব এবং গুজব রটনাকারীকে সমর্থন করে না ।
 ৩ টি
    	৩ টি    	 +১/-০
    	+১/-০  ২২ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১০:১৩
২২ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১০:১৩
নিলু বলেছেন: ধন্যবাদ , ভালো থাকুন
২|  ২২ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১১:১৬
২২ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১১:১৬
মো কবির বলেছেন:   আজ আর কেউ ভাল কথা শুনে না। বেশি বলতে গেলে বলে আপন কাজে মাথা ঘামাও।  আফসুস .।
  আজ আর কেউ ভাল কথা শুনে না। বেশি বলতে গেলে বলে আপন কাজে মাথা ঘামাও।  আফসুস .।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১০:১২
২২ শে জানুয়ারি, ২০১৫  সকাল ১০:১২
কালের সময় বলেছেন: ভালো কথা বলেছেন