![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও মানুষ! জীবনটার দিকে একবার তাকাও
গড় আয়ু কত তোমার?
ধরে নেই ষাট বছর
নাকি আরও বেশিদিন বাঁচতে চাও?
এবার ষাট বছরে কি করলাম একটু দেখি!
দিনে আট ঘণ্টা হিসেবে বিশ বছর কিন্তু...
বেইন্না অইতে না অইতেই পেডের ভিত্রে লাইন দিয়া টেরেন ছুডে,
ক্ষিদার টেরেন;
হুইইইইইই সিদা দুইপাত লাইন দিয়া টেরেন দৌড়ায়
একখান পাতে নাকে ভাতের ঘেরান আরেকখান পাতে বাজারোত নাই...
আজকাল কারো সাথে মন খুলে কথা বলাটাই দুষ্কর হয়ে পড়েছে,
হয়তো কারো কুশল জানতে দেখা করতে গেলাম তার সাথে
খুব আপ্যায়ন করে ঘরে তো ঢোকালো!
তারপর মোবাইলে ব্যস্ত হয়ে গেলো,
একটা ফোন...
ঘোর কলিযুগ আজ আসিলো রে মদন
চারিদিকে শুনি শুধু বাবু কথন
এ বাবু সে বাবু নয় গো বাবু
প্রেম বিনা এখানে বাবু হয় না কভু
বয়সে যতই হোক, কচি কিংবা বুড়া
প্রেম করলেই তুমি বাবু...
আমরা বেশীরভাগ মানুষই বোধহয় দ্বৈত জীবন কাটাই
আমাদের বাইরের চেহারা একরকম ভেতরটা অন্যরকম;
আমি সাধারণতর কথা বলছি
ধরে নাও আমি আমার কথাই বলছি!
মাঝে মাঝে অন্ধকারে আয়নার দিকে তাকিয়ে চমকে উঠি,
অন্ধকারে ওটা...
ফাটছে আমার
ফাটছে,
বস! ফাটছে;
এই যে প্রতিদিনের খরচের বাহার!
কোথায় কমছে?
খাবার তো খেতেই হয়
আগে তিন পদ থাকতো,
এখন না হয় এক পদে মানাই,
আমি না হয় নাই খাই, ছেলেমেয়েগুলো...
একটা সময় ছিলো
যখন বাবা ছিলো,
এখন শুধুই স্মৃতি;
একটা সময় ছিলো
মাথার ওপর ছাতা ছিলো
তুমুল বৃষ্টিতে মাথার ওপর নিশ্চিন্ত ছাতা;
একটা সময় ছিলো
মাথার ওপর ছায়া ছিলো
ছায়াটা...
মেয়েদের শরীরে মায়ার অংশ অনেক বেশী,
ছেলেদের থেকে;
- ছেলেদের ক্রমাগত করে যাওয়া অন্যায়গুলোকে বারবার মাফ কিন্তু মেয়েরাই করে; তোমরা করতে কি?
মেয়েদের মনের হিংস্রতা অনেক অনেক...
মানুষের অনুভূতি থাকে
মানুষই লজ্জায় লাল হয়
ব্যথায় বেগুনী হয়
নীল হয় বিষে
আকাশ হয় ভালোবাসায়
পাখি হয়ে ভাসে;
আমি গাছ হয়ে বেঁচে আছি
মানুষের দেশে।
গাছের গায়ে কাকের বাসা
কাকের বাসায় কোকিল ডিম
বাচ্চা ভাবে...
ক্ষুধা
- যাযাবর জীবন
\'ক্ষুধা\' সকল সমস্যার সূত্রপাত
মারামারি, হানাহানি আর যত অপরাধ
প্রধান ক্ষুধা পেটের
কামের ক্ষুধা জৈবিক
তারপর সবই রসনা বিলাস
অসীম ক্ষুধাগুলো নৈমিত্তিক;
পেটের ক্ষুধা মিটে গেলেই কামের উদ্রেক মনে...
রাত্রি-বাজার
- যাযাবর জীবন
রাত রূপ মেলতেই অন্ধকার
রূপের পশরায় ডালি সাজিয়েছে রাত্রি-বাজার
ডালিতে লাইন ধরা রূপ-কন্যাদের আলগা চটক
কামগন্ধে ম ম শরীর-বাজার;
অন্ধকার গাঢ় হওয়ার সাথে...
তুই
- যাযাবর জীবন
তুই তুই তুই আর, তুই তুই\'এ ভরা
জীবনের এক একটি পাতা
একটি মাত্র তুই এর সুতোয়
সকল তুই\'গুলো আছে গাঁথা;
তোকে ছাড়া শূন্য আমি শূন্য জীবন...
সম্পর্কের ধরণ
- যাযাবর জীবন
কিছু সম্পর্ক রক্তের
কিছু বন্ধুত্বের
একটি মাত্র সম্পর্ক দাম্পত্যের
সব সম্পর্কই স্বার্থের,
গড়ায় কিংবা ভাঙ্গায়;
কিছু সম্পর্ক ভালোলাগার
কিছু ভরসার
আর কিছু কাঁদায়
সব সম্পর্কই...
©somewhere in net ltd.