নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

তীর্থক

71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।

তীর্থক › বিস্তারিত পোস্টঃ

নুরুল হক নুর, বঙ্গবন্ধুর প্রত্যাবর্তণ!

০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:২৯

আমি তখন খুব ছোট! এক ভদ্রলোক বলেছিলেন, "বঙ্গবন্ধু মরে নাই, মরতে পারে না, সে আবার ফিরে আসবে।" আজ এতদিন পরে মনে হয় বঙ্গবন্ধু বুঝি ফিরে এসেছে। আমি নুরুল হক নুরে'র মধ্যে বঙ্গবন্ধুর ছায়া দেখতে পাই। মনে হয় সেই চমক, সেই আপোষহীন প্রতিবাদী কন্ঠ, সেই আত্মবিশ্বাস, সেই এক সুতায় গোটা জাতীকে বন্ধন, সেই বিজয়ীর বেশে ফিরে আসা।

নুর যেন গোটা জাতীকে জাগিয়ে দিয়েছে। তার তেজ দীপ্ত কন্ঠস্বর আমাকে বঙ্গবন্ধুর কথা মনে করিয়ে দেয়। মনেহয় বঙ্গবন্ধুর আওয়ামীলীগ যেভাবে পাকিস্তানের অন্যায় অত্যাচার থেকে জাতীকে মুক্ত করেছিল নুর তেমনিভাবেই জাতীকে আবার শৃঙ্খল মুক্ত করবে। তবে আফসোস এবারের সংগ্রাম বাইরের কারো সাথে না, শত্রু এবার দেশের ভিতরেই। আর সে শত্রু স্বয়ং আওয়ামীলীগ!!!

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০৯

তীর্থক বলেছেন: মোল্লার দৌড় যদি মসজিদ পার হয়ে যায় তাহলে কিন্তু বিপদ আছে :)

২| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নুরু একজন সিলেক্টেড নেতা! আমি ওর জায়গায় হলে না পারলে রণে ক্ষান্ত দিতাম। কিন্তু সমঝোতা করে চলতাম না...

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:১০

তীর্থক বলেছেন: পনি ওর যায়গায় হওয়ার কোন সম্ভাবনা আছে কি :)

৩| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫১

অনুভব সাহা বলেছেন:

অল্পেই এত উত্তেজিত হওয়া ঠিক না

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:১২

তীর্থক বলেছেন: বঙ্গবন্ধু কে ও অনেকেই শুরুতে এভাবে বলতেন :)

৪| ০৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩৭

ঢাবিয়ান বলেছেন: এই পর্যন্ত নুরুল হল প্রচুর সাফল্য দেখিয়েছে। হয়ত এরাই পারবে এই জাতিকে স্বৈরাচারের কবল থেকে উদ্ধার করতে।

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:১৩

তীর্থক বলেছেন: হয়ত, কিন্তু সমস্যা হচ্ছে, এ জাতীর উদ্ধারের জন্য যারা আসে তারাও পড়ে রাবন হয়ে যায় :)

৫| ০৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৭

চাঁদগাজী বলেছেন:


রগকাটাদের নিজস্ব বংগবন্ধুও জনম নিচ্ছে, লাঠিওয়ালা (শেখ হাসিনা) বসে বসে দেখছে।

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:১৪

তীর্থক বলেছেন: গায়ে লাগল কি দাদা ;)

৬| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:২৪

অনুভব সাহা বলেছেন:

দেখুন, আমাদের এখন রুজভেল্ট/মাহাথীরের মত শাষক/নেতার দরকার।

ভেতরের কথা বুঝে নিন

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৬

তীর্থক বলেছেন: অবশ্যই একমত। তবে রুজভেল্টের ইতিহাস ২০১৯এর বাংলাদেশের ইতিহাসের সাথে কিভাবে লিংক করছেন বুঝতে পারিনি। আর মাহাথীর মালায়শিয়ায় নির্বাচন করতে পেরেছে, বাংলাদেশে নির্বাচন বলে কিছু নেই। অনেকেই বলে পরিবর্তনের জন্য গণ জোয়ার লাগবে। আমি জানি ৭১এর পড়ে বাংলাদেশে আর কখনই গণ জোয়ার হয়নি, হবেও না, কারন মানুষ জানে আজ যারা মিউ মিউ স্বরে "গণ মানুষের" অধিকারের কথা বলে তারা সবাই সাপের মত সুযোগ পেলেই ছোলম বদলে বিষধর হয়ে বেড়িয়ে আসবে।

সুতরাং.......

৭| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩২

অনুভব সাহা বলেছেন: @রুজভেল্টের ইতিহাস ২০১৯এর বাংলাদেশের ইতিহাসের সাথে কিভাবে লিংক করছেন বুঝতে পারিনি।

আমেরিকা স্বাধীন হয়েছে ওয়াশিংটনের নেতৃত্বে, আমরা পেয়েছি বঙ্গবন্ধুকে।
আমেরিকার জাতীয় ঐক্য গড়েছে আ. লিংকন, আমরা এমন কাউকে পাই নি
আমেরিকাকে অর্থনৈতিক পরাশক্তি বানিয়েছে রুজভেল্ট(১৮৩৩-৪৫), আমরা তেমন কাউকে পাই নি.

সিম্পল কথা, এক নেতার কাছে সব আশা করা ঠিক না। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়ে এটাই অনেক, সব জায়গায় তাকে সেট করানোটা ঠিক নয়।

আর নুরুর কথা বললেন তো,
তোফায়েল আহমেদ, মেনন, ইনু, মতিয়া চৌধুরি সহ বাঘা বাঘা ছাত্র নেতা ছিল; তাদের পরিণতি তো দেখছেন। তবে আশার কথা কিছু দলকানা বাদে তরুণরা পজিটিভ রাজনীতির পক্ষে। দেখা যাক, সামনে কি হয়....

০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:২১

তীর্থক বলেছেন: রুজভেল্টের ইতিহাস শুধু আমেরিকাকে অর্থনৈতিক পরাশক্তি বানিয়েছে তাতেই সীমাবদ্ধ নয় বন্ধু, ওটা এক নির্মম ইতিহাসও বটে। শেখ হাসিনার আওয়ামীলীগ বাংলাদেশকে অর্থনীতিতে যতটা এগিয়ে নিয়েছে তাতে আমি যথেষ্টই খুশি। সুতরাং রুজভেল্টের কোন দরকার দেখিনা।

নুরকে নিয়ে আমি আশাবাদী।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৭

আফসানা মারিয়া বলেছেন: Nuru has that courage.

০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৯

তীর্থক বলেছেন: আমারও তেমনই বিশ্বাস :)

৯| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৫১

ঋণাত্মক শূণ্য বলেছেন: আফসোস, সামুতে হাহা রিএ্যাক্ট বাটন নাই :(

০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:২১

তীর্থক বলেছেন: বড়ই আফসোস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.