![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
71 আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা গান আমার জীবন, আমার বেঁচে থাকা কবিতা আমার inspiration, আমার পথচলা আর তুমি, আমার ভালোলাগা, আমার দীগন্ত বিস্তৃত ভালোবাসা ।
কানাডায় বাচ্চাদের লেখাপড়ার ধরন যা দেখলাম তা থেকেই বুঝলাম কেন কানাডার শিক্ষার মান এত উপরে আর বাংলাদেশেরটা এত তলানিতে! এখানে একটা পর্যায় পর্যন্ত কোন পরীক্ষা নাই, কোন প্রতিযোগিতা নাই, কারো সাথে কারো তুলনা নাই! বাচ্চাদের খেলতে খেলতে শিখানো হচ্ছে, বইয়ের চাইতে বাইরের জিনিশ বেশি শিখানো হচ্ছে যেগুলো স্কুলের পরেই তাদের কাজে লাগতে পারে, ভুল বানানে হলেও তাদের লিখতে উৎসাহিত করা হচ্ছে যাতে লেখার অভ্যাস গড়ে ওঠে! প্রচুর সাধারণ জ্ঞান দেয়া হচ্ছে, টিচার এবং স্টুডেন্টদের সামনে কিছু একটা প্রেজেন্ট করতে দেয়া হচ্ছে এমন কি গ্রেড ওয়ানের বাচ্চাদেরও যাতে তারা কখনোই নিজেকে প্রেজেন্ট করতে ভয় না পায়! গ্রেড ওয়ান-টু থেকেই নিজে নিজে প্রোজেক্ট তৈরি করে প্রেজেন্ট করতে হচ্ছে, স্টেজে গান গাইছে, নাচছে, রাইম বলছে এমনকি অভিনয়ও করছে এইসব ছোট বাচ্চারা!
আর আমাদের দেশের মায়েরা করছে অসুস্থ প্রতিযোগিতা, এক মা আরেক মায়ের সাথে, এক মা অন্য মাকে শুনিয়ে শুনিয়ে বলছে "আমার ছেলেত চাঁদে অবতরণ করেছে, আপনারটা কি চাঁদে নাকি ছাদে?" একথা শুনে অন্য মা বাসায় এসে ছেলের উপরে চালাচ্ছেন রোলার কোষ্টার! এ যেন "পাটা-পুতার ঘষাঘষি মরিচের জীবন শেষ!" আসলে অশিক্ষিত হলে যা হয়! যেখানে মা ই অশিক্ষিত সেখানে বলার আর কিই বা আছে! একজন শিক্ষিত মা = একটি শিক্ষিত জাতি! শিক্ষার ক্রিড়ানকদের বোধহয় ভাবার সময় এসেছে! অলরেডি অনেক দেরি হয়ে গেছে! আরো দেরি হলে কিন্তু শুধু জাতীই থাকবে, শিক্ষা থাকবে না!!!
কারো কানে কি পৌছালো???
২৪ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
তীর্থক বলেছেন: জানা কথাটাই বললাম। আপনার কানে এসেছে জেনে খুশি হলাম। তবে যাদের কানা যাওয়া দরকার তাদের কানে কখনই পৌছায় না!!!
২| ২৪ শে মে, ২০১৯ রাত ৮:০৬
আহমেদ জী এস বলেছেন: তীর্থক ,
পোস্টের ছবিটির বক্তব্য বোঝার মতো শিক্ষা মা'য়েদের কেন, বাবাদেরও নেই। ঠিকই বলেছেন, মনও মনন জুড়ে অশিক্ষা থাকলে যা হয়।
২৪ শে মে, ২০১৯ রাত ৮:০৯
তীর্থক বলেছেন: একমত!
৩| ২৪ শে মে, ২০১৯ রাত ৮:০৮
চাঁদগাজী বলেছেন:
কানাডায় কি কারণে পরিবার বাচ্চাদের উপর পড়ালেখা নিয়ে চাপ দেয় না? আপনার পর্যবেক্ষণ কি?
২৪ শে মে, ২০১৯ রাত ৮:২৬
তীর্থক বলেছেন: এখানে পর্যবেক্ষণের কিছু নেই, সম্পূর্ণটাই লেখাপড়া নিয়ে তাদের বিশাল গবেষণার ফসল! তারা এখন জানে লেখাপড়া কোন বোঝা না, এটা এক ধরনের আনন্দ! আর এখানেই তারা বসে নেই, তারা গবেষণা চালিয়ে যাচ্ছে যদি আরও ভালো কোন পদ্ধতিতে বাচ্চাদের আরও ভালো শেখানো যায়! আর আমাদের দেশে ত গবেষণা বলে কিছু নেই, আছে শুধু গাল ভরা কথা!!!
৪| ২৪ শে মে, ২০১৯ রাত ৯:২১
রাজীব নুর বলেছেন: বাংলাদেশ কানাডার নিয়মে না পারুক রবীন্দ্রনাথের দেখানো পথে চললেও শিক্ষার মান বাড়বে।
২৬ শে মে, ২০১৯ রাত ১১:৪৮
তীর্থক বলেছেন: আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের এই বস্তা পচা নিয়মের পড়ালেখা বাদ দিয়ে নতুন কিছু ভাবতে হবে।
৫| ২৪ শে মে, ২০১৯ রাত ৯:২৪
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " এখানে পর্যবেক্ষণের কিছু নেই, সম্পূর্ণটাই লেখাপড়া নিয়ে তাদের বিশাল গবেষণার ফসল! "
-গবেষণা তো আপনি করেননি; কিন্তু আপনি দেখতেছেন! দেখে কি বুঝতেছেন?
২৭ শে মে, ২০১৯ ভোর ৪:৪০
তীর্থক বলেছেন: দেখে কিছু বুঝতেছি না।
৬| ২৪ শে মে, ২০১৯ রাত ১১:২১
ল বলেছেন: [siআমাদের দেশে'ত গবেষণা বলে কিছু নেই, আছে শুধু গাল ভরা কথা!!!
২৮ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
তীর্থক বলেছেন: আছে বড় বড় কথা.....
৭| ২৪ শে মে, ২০১৯ রাত ১১:৫০
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: বাংলাদেশে গবেষনার বাজেটের চাইতে চা এর বাজেটই অনেক বেশি সেই দেশে আর শিক্ষা।
বই এর চাপে বাচ্চারা চিৎ পটাং
২৮ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
তীর্থক বলেছেন: আফসোস, বড়ই আফসোস
৮| ২৫ শে মে, ২০১৯ রাত ৩:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রচলিত শিক্ষায় কি একটি জাতিকে উন্নতির সোপানে পৌছাতে পারে? যদি তাই হতো এতো এতো শিক্ষিত জন কি করে ন্যায় অন্যায় কোনটা বুঝতে পারছে না!
২৮ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
তীর্থক বলেছেন: সেটাই কথা.........
৯| ২৫ শে মে, ২০১৯ ভোর ৪:৪৮
ইব্রাহীম আই কে বলেছেন: প্রাথমিক পদক্ষেপ হিসেবে এসএসসির আগে কোনো পাবলিক পরীক্ষা না নিলে ভালো হতো, পাশাপাশি সাবজেক্টগুলো ৪র্থ ৫ম শ্রেণীতেই ভাগ করে দেওয়া উচিৎ, যেটা এসএসসি আর অনার্স লেভেলে করা হয়।
~যে কোনো প্রতিভাকেই মূল্যায়ন করা শিখতে হবে, এক্ষেত্রে আমাদের মতো সাধারণ জনগণের দায়িত্ব বেশি।
২৮ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
তীর্থক বলেছেন: এভাবে কি কেঊ ভাবছে, বিশেষ করে যাদের ভাবার কথা?
১০| ২৫ শে মে, ২০১৯ বিকাল ৪:৫২
টারজান০০০০৭ বলেছেন: পোস্টের কথাগুলো হয়তো নির্মম সত্যি, তাই তিতা লাগিতেছে ! তবে পোস্টের টোনের মধ্যে কেমন জানি দেশি ঠাকুরের অবমাননা আর বিদেশী সারমেয় প্রীতির গন্ধ পাওয়া যাইতেছে !
২৮ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
তীর্থক বলেছেন: তাতেও যাদি শিশুদের জীবন বাঁচে এবং শিক্ষার মানোন্নয়ন ঘটে তবে সমালোচনয় দুঃখ নাই।
১১| ২৬ শে মে, ২০১৯ ভোর ৪:৫৮
মেঘ প্রিয় বালক বলেছেন: আমাদের দেশের শিক্ষা ব্যবস্হা এতটাই প্রতিযোগিতামূলক,যে স্কুল পড়ুয়া সন্তানরা পরীক্ষায় যেন ভালো নাম্বার পায় সে জন্য তাদের বাবা মা ও নকল করতে তাদেরকে সাহায্য করে। একবার ভাবুন,বাবা মা থেকেই নকল শিক্ষায় অর্জিত দেশের পড়ুয়া সন্তানরা।
২৮ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
তীর্থক বলেছেন: শিক্ষা ব্যবস্থা শেষ মানে জাতিও শেষ, এটা কে বোঝাবে?
১২| ২৬ শে মে, ২০১৯ ভোর ৫:৪১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শিক্ষা নয়, সুশিক্ষাই জাতির মেরুদন্ড | শিক্ষা লাভ করা সত্বেও লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজিতে নিয়োজিত আদমদের নিয়ে কোনো উন্নত জাতিতে উত্তরণ করা যায় না |
২৮ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
তীর্থক বলেছেন: সুশিক্ষা শিক্ষার অংশ না, ওটা একটা টার্ম। সুশিক্ষার সাথে আছে নীতির সম্পর্ক এবং ঐটা একটা ভিন্ন আলোচনা!
১৩| ৩০ শে নভেম্বর, ২০২২ রাত ৮:৩৬
Shidhartha বলেছেন: Canada তে কি বাংলাদেশের মতো নম্বরে ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা? মানে হল প্রত্যেক শ্রেণীতে পূর্ববর্তী শ্রেণীর রেজাল্ট অনুযায়ী রোল নম্বর দেওয়া হয়?
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
আর্কিওপটেরিক্স বলেছেন: আমার কানে এসেছে

তবে সবটাই জানি
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বরাবরই তলানিতে