নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কথা

কিছু বলার নেই।

নিসাব

আমি অতি সাধারন ছেলে।

নিসাব › বিস্তারিত পোস্টঃ

এক সুন্দর সকাল......

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬

আজ খুব সকালে ঘুম থেকে উঠলাম।আগে কখনো এতো সকালে নিজে ঘুম থেকে উঠিনি।একটা স্বপ্ন দেখতেছিলাম। কিন্তু ঘুম থেকে উঠার পর স্বপ্নের কোন ঘটনা মনে পরলো না। কিছুক্ষন মনে করার চেষ্টা করলাম কিন্তু মনে পরলো না।অগত্যা বাস্তবে ফিরে এলাম।ঘড়ি দেখার চেষ্টা করলাম কিন্তু তাকিয়ে দেখি ঘড়িতে রাত ১টা বাজে।ঘড়ি নস্ট। মোবাইলে দেখলাম আমার ফেসবুক আইডি তখনো লগ ইন করা।একবার চোখ বুলিয়ে আবার ফিরে এলাম।massage একটা আর notification দেখলাম দশটা।massage দেখার ইচ্ছা হয়েও তা নিজে নিজেই কমে গেল। তখনো ভালভাবে সকাল হয় নি।হঠাৎ কি মনে হল... উঠে দাঁড়ালাম।ইচ্ছে হলো বাইরে যেতে।যাবো কি যাবো না এই নিয়ে ভাবতেছিলাম। না মন হয়তো বাইরেই যেতে চাইছিল।জ্যাকেট নিয়ে বাইরে এলাম।সত্যি বলতে কি..... আমি অবাক হয়ে গেলাম।সকাল এতো সুন্দর হতে পারে!আমি অবাক চোখে এই অপরুপ,মোহনীয় সৌন্দযর্ দেখতে লাগলাম।হালকা শীত লাগছিল কিন্তু এরকম সকালের কাছে এই শীত কিছুই না। তারপর বেরিয়ে পরলাম সকালটা কে উপভোগ করার জন্য। আমার বাসা থেকে যে গলিটা গেছে ঐ গলি ধরে কিছুটা এগোলেই বড় রাস্তা। আমি বড় রাস্তার দিকে গেলাম।রাস্তায় তেমন যানবাহন দেখতে পেলাম না। রাস্তা পেরিয়ে পাকর্ের দিকে রওনা হলাম।এতো কুয়াশাময় সকাল আমি আগে দেখিনি।এতো কুয়াশা যে একহাত দুরের জিনিসও দেখা যায় না।এই কুয়াশার একটা রহস্য আছে।সামনে কি আছে দেখতে পাচ্ছিনা কিন্তু অজানা এক রহস্য যেন হাতছানি দিয়ে ডাকছে।দুই দিকে গাছ গুলো দাড়িয়ে আছে । গাছের বনর্ ও যেনো কুয়াশার আকার ধারন করেছে।হঠাৎকিছু মানুষের আনাগুনা দেখতে পেলাম। এরাও হয়তো আসেছে সকালটা উপভোগ করার জন্য।হাটতে তো ভালই লাগছিল।আমার মনে হয় রোদ্রময় সকাল থেকে কুয়াশাময় সকাল অনেক সুন্দর আর রহস্যময়........... নদীর পাড় ধরে চলচ্ছিলাম।নদীর ঐ পাড় দেখার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই আর ঐ পাড় দেখতে পেলাম না।কুয়াশাচ্ছন্ন সকাল হয়তো এরকমই হয়।তারপর কিছু সময় বসে চারিদিকের রহস্য্ময় সকাল দেখলাম।মনে মনে ভাবলাম..... না এই সকালটা মনে হয় আমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.