![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছরের প্রথম বৃষ্টি দেখতে সত্যি খুব ভাল লাগলো।সকালে ঘুম থেকে উঠে যখন টিনের চালে প্রথম বৃষ্টির শব্দ শুনলাম তখন বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে হয়েছিল।কিন্তু যতই হোক শীতবাবাজী তো বিদায় নেই নি। জানালা খুলে গুড়ি গুড়ি বৃষ্টি দেখছিলাম আবার হঠাৎ করে বৃষ্টির কয়েকফোটা এসে মাথায় লাগলো। সেই প্রথম বৃষ্টির ফোঁটাগুলো মনে যেন এক প্রশান্তি বয়ে আনলো।সেই দিনের পরিবেশ ছিল শান্ত,ক্ষাণিকটা গুরুগম্ভীর।এরকম দিনে বাইরে বের হতে ভাললাগে না।এইদিনে লেপের নিচে শুয়ে বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুমাতে হয়।আবার অনেক লেখক বলেছেন, প্রথম বৃষ্টিতে ভিজলে সে নিষ্পাপ মনের অধীকারী হয়।মনের পাপ,দুঃখ সব বৃষ্টির পানির সাথে ধুয়ে চলে যায়। হয়তো হয় কিংবা হয় না।যাই হোক বসন্তের তৃতীয় দিনে বছরের প্রথম বৃষ্টি খুব উপভোগ করলাম।ঐ দিন মনে হয় জীবনের সবচেয়ে ভাল ঘুম হয়ছিলো।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮
নিসাব বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৫
বেলা শেষে বলেছেন: you are Wellcome in Blog.
Salam & congratulation to you.