![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষকে মরতে হবে। এটা চরম সত্য। এখন একটু চেঞ্জ হয়েছে। মানুষকে মরার আগে গুম হতে হবে।আগে কবিতা পড়তাম "জন্মিলে মরিতে হবে" এখন মনে হয় পড়তে হবে "জন্মিলে গুম হতে হবে" গত দুই মাসে ৫৭ জন গুম হয়ছে। আর কত??? স্বাধীনতা পরবর্তী ৫ বছরে লক্ষাধিক মানুষ গুপ্ত হত্যার শিকার হল। এখন আবার শুরু হলো। কিছুদিন আগে ৭ জনের লাশ নদীতে পাওয়া গেলো।এরা সবাই গুম নামের দুই অক্ষরের নিমর্মতার শিকার। কিন্তু এখনো এই গুমের মূল হোঁতারা ধরা ছোঁয়ার বাইরে। নারায়নগঞ্জ এখন মৃত্যুপুরী। বিচ্ছিন্ন প্রায় এক নগরী। এতো গুম হওয়া সত্বেও সরকারের টনক নড়তে দেখলাম না। নাকি সরকারের চোখ,কান সব বন্ধ।হয়তোবা? নারায়নগঞ্জে ২ দিনে ১২ জন গুম!!!!!! এতো কল্পনাকেও হার মানাবে। সেই ইলিয়াস আলীর কথা মনে আছে। তিনি তো হারিয়েই গেলেন।মনে হচ্ছে এই জগত কেন সব গ্যালাক্সিতে খুঁজলেও তাকে পাওয়া যাবে না। এরা কয় যায়???? এখন দেখা যাচ্ছে বাইরে বের হওয়ায় মুশকিল। কখন না জানি আমিই গুম হয়ে যায়!!!!আবার শুনা যায় এই গুম নিয়ে নাটকসহ অনেক ধরনের বানিজ্যও হয়। আচ্ছা এর শেষ কোথায়??? আমাদের দেশ কি এইভাবে চলবে? সাধারন মানুষ কি কখনো নিরাপদে চলতে পারবে। এই অদ্ভুত দেশে মনে হয় না। সরকার নাকি "এন্টি কিডন্যাপ" নামে ৪০ সদস্যের বাহিনী করেছে। এরা সবাইকে নিরাপত্তা দেবে।সদস্য ভাই আপনারা সাবধানে থাইকেন। কোন সময় আপনারাই কিডন্যাপ হোন বলা যায় না। এই আজিব দেশে কিছুই বলা যায় না।
যাই হোক এই গুম আতঙ্কেই অনেকে এমনেই মারা যাচ্ছে। আমিও যায় নাকি সন্দেহ আছে। সবাই সাবধানে থাইকেন।
©somewhere in net ltd.