![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধো আলো আধো অন্ধকার এর একটা বিশেষ দিন আছে। ঠিক সন্ধ্যার আগে আগে একেবারে শেষ অলো যখন পৃথিবী থেকে বিদায় নিচ্ছে তখন এই আলো অন্ধকারের খেলাটা বেশ উপভোগ করা যায়। ঘরে অন্ধকার করে শুধু একটি জানালা খোলা রেখে সামান্য আলো আসার পথ তৈরী করে অদ্ভুত এক জগতের সন্ধান পাওয়া যায়। এর আবার বিপরীত দিকও আছে। তা হলো মায়া ধরানো এই সময় প্রচন্ড মন খারাপ লাগবে। দেখা যাবে বিচিত্র সব চিন্তা মাথায় ভর করেছে।হঠাৎ সব যেন স্তব্ধ হয়ে যাচ্ছে। কোথাও কোন তাড়া নেই। ছায়াময় জগতের নিতান্তই একাকী বাসিন্দা মনে হবে নিজেকে।
স্বপ্ন দেখার পর তা মনে করার চেষ্টা করা হলে যেমন সব সাদা কালো হয়ে উঠে ঠিক তেমনি মনে হবে এই সময়টা যেন বর্তমান নয় অতীতের কোন হারানো বির্বন বিকেল। যে বিকেলে হয়তো আমি আগেও ছিলাম। কিন্তু কোথায়???
যাহ_____ আলো তো নিভে যাওয়ার পথে।সন্ধ্যার আকাশ উকি দিচ্ছে। আশায় থাকলাম ভয়ংকর সুন্দর সময়ের। ___(•_•)
©somewhere in net ltd.