![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়) ২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
যাদুবাস্তবতা
=[শাফিক আফতাব]=
আমি বাজিকরের হাতে বল থেকে হাঁসের ছানা ফুটতে দেখেছি
আমি একটি আধুলি থেকে পাঁচশত টাকার নোট বানাতে দেখেছি
আমি জলজ্যান্ত দুপুরের বুকের মাঝখানে চাকু মেরে তাকে ভালো করতে দেখেছি
আমি হুজুর বাবার পানি পড়ায় মানুষের রোগ সাড়তে দেখেছি
আমি ঝাড়ফুঁকে বন্ধ্যা মহিলাকে মা হতে দেখেছি
আমি মানুষের বিচিত্র প্রেমের রঙ দেখেছি
আমি মানুষকে অবিকল বান্দর হতে দেখেছি।
আমি ভোরের শিশিরের ঘাসে মিটি মিটি প্রজ্বলতা দেখেছি__ঘাসের সাথে শিশিরের কত মিতালী
আমি বৃ্ক্ষকে ফুল ফোটাতে ফল ফলাতে দেখেছি__তারা আপন শিল্পকর্মে ব্যন্ত
আমি পাখিদের আকাশে উড়তে দেখেছি, একটি ডালে দুজন পরস্পর কত নিবিড়
আমি পশুদের সঙ্গম দেখেছি__তাদের কোনো ধর্ষণ নেই
আমি পশুদের খাদ্য কাড়াকাড়ি দেখেছি__তারা পুঁজিবাদী নয়
আমি মানুষের বিশ্বাসঘাতকতা দেখেছি__আর তাবৎ প্রাণীকুলের বিশ্বাসঘাতকতাকে হার মানায়।
আমি মানুষকে ভালোবেসে দেখেছি__তারা শুধু স্বার্থপতার ফুল ফোটায়
আমি মানুষকে আপন করে দেখেছি __তারা দূর্বলতা খোঁজে
আমি নারীর খোঁপায় ফুল গুজেঁ দেখেছি__এক সময় নাগিণীর মতোন ফণা তোলে।
এ-কী ! যাদু বাস্তবতা !
মানুষ অনিবার্য যাদুবিদ্যার আঁচড় থেকে মুক্তি পাবেনা ?
তাহলে তো বান্দর মানুষগুলো এই সমাজকে আরও কলুষিত করবে।
২৪.১১.২০১৩
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩১
অনুপম অনুষঙ্গ বলেছেন: ধন্যবাদ, আসবো, কত তারিখ কোথায় ? জানাবেন দয়া করে।
২| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১০
ইমরাজ কবির মুন বলেছেন:
এটা সুন্দর হৈসে ||
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩২
অনুপম অনুষঙ্গ বলেছেন: শুভ কামনা করি।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৭
সুস্মিতা শ্যামা বলেছেন: পুরোটা অসীম মুগ্ধতায় পড়ে গেলাম। খুব ভাল লাগল।
তবে দু'এক জায়গায় একটু খটকা লাগল। শেষ প্যারার আগের প্যারায় আপনি কি "ফণা তোলো" বলতে চেয়েছিলেন নাকি "ফণা তোলে" বলতে চেয়েছিলেন? আর কেন জানি মনে হল- শেষ লাইনটা পুরো কবিতার মেজাজের সাথে যায় না। শেষ দুটো লাইন না রাখলে বোধহয় অভিঘাতটা আরো প্রবল হত। এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত। একটু কি বেশি বলে ফেললাম? এত কথা বললাম কারণ লেখাটা আমার আসলেই ভাল লেগেছিল। চিন্তার ফ্লো-টা খুব সাবলীল ছিল। ধন্যবাদ
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩
অনুপম অনুষঙ্গ বলেছেন: শ্যামা ধন্যবাদ আপনাকে। একটুও বেশি বলেন নি। আর তোলে হবে। কবিতাটি এক নিশ্বাসে বিশ মিনিটে লিখেছি। প্রুফ দেখিনি। ফলে যা হবার হয়েছে। আপনার জন্য অভিবাদন রইলো। আরজুপনি ব্লগ ডে নিমন্ত্রণ দিয়েছেন আসুন দেখা হবে।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২০
হাসান মাহবুব বলেছেন: মুগ্ধ হয়ে পড়ছিলাম। শেষ দুটো লাইন ভালো লাগে নি।
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪
অনুপম অনুষঙ্গ বলেছেন: হাসান মাহবুব আমার বলবার বিষয় ঐ দুটি লাইন। সেজন্য হয়তো খটকা লগেছে। তো অজস্র ধন্যবাদ আপনাকে।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫১
সুস্মিতা শ্যামা বলেছেন: ব্লগ ডে কবে?
২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮
অনুপম অনুষঙ্গ বলেছেন: ব্লগেই জানা যাবে। আসবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
আরজু পনি বলেছেন:
"শাফিক আফতাব" নামে আপনার কোন নিক নেই ব্লগে?
অবশ্য এই নিকটাও সুন্দর।।
ব্লগ ডে তে চলে আসুন... অনেকের সাথেই দেখা হবে ।।