![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘ কোন্ দিকে যেতে হবে? নিস্তব্ধ শহর কিছু জানে নাকো !! সে শুধু বিছায়ে আছে, বিশ্বাসীর বিধাতার মতো। কোলে তার মুখ রাখি — বিশ্বাস করিতে চাই, তবু মনে হয় - শহরের পথ ছেড়ে কোনও দিকে হেঁটে যদি চলে যেত আমার হৃদয়’’…।
কিছু মূহুর্তই তো মাত্র !!
সুনয়না, তুমি চিন্তা করোনা ৷
আমি নির্লিপ্তই থাকবো আজ,কিছুদিন,
হয়তবা অজস্রকাল ৷ অপেক্ষায় থাকব ঐ
মুহূর্তটার, যখন তুমি হাজার বছরের
ব্যাস্ততা'কে উপেক্ষা করে কিছু অথবা
সামান্য সময়ের জন্যও আর আমায় অপেক্ষায়
রাখবে না!
তোমার অপূর্নতা প্রকাশের জন্য না সুনয়না-তুমি
ফিরবে,শুধুমাত্র আমার ক্যানভাসে তুলির অন্তিম ছোয়া'টা শেষ
করার তাগিদে ,,,,,,,
সামুতে প্রথম লেখা, প্রথম ব্লগিং ৷ তবে হ্যাঁ, শেষ কিন্তু নয়.........
২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬
Md Tariqul Hasan Thuin বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ...
আপনার লেখার কিন্তু বড় পাঠক আমি...
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০
আহমেদ জী এস বলেছেন: Md Tariqul Hasan Thuin ,
প্রথম এলেন ।
অপূর্নতা প্রকাশের জন্যে নয় , পূর্নতা প্রকাশে আসুন ।
স্বাগতম ব্লগে ।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৮
Md Tariqul Hasan Thuin বলেছেন: ইনশাআল্লাহ্, আপনাদের স্নেহধন্য হওয়ার সুযোগ পাওয়ার পরও কিঞ্চিৎ পূর্ণতা না পাওয়াটা বড়ই বেমানান ৷
মন্তব্যের জন্য ধন্যবাদ ৷
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০২
সুমন কর বলেছেন: প্রথম লেখা, প্রথম ব্লগিং ৷ তবে হ্যাঁ, শেষ কিন্তু নয়.....
শুভ ব্লগিং...
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১
Md Tariqul Hasan Thuin বলেছেন: হুমমম ভাই , জ্ঞানীদের রাজ্যে বিচরন বলে কথা
৷ সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
শুধু জ্ঞানী নয়, আমার মত দু'চার জন অজ্ঞও আছে...
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫১
Md Tariqul Hasan Thuin বলেছেন: ভাই'য়ু, নিজের অজ্ঞতার প্রচারই তো জ্ঞান গভীরতার প্রকাশক...
মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগে স্বাগতম, অনেক শুভেচ্ছা