নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ অন্তর্মুখী স্বভাবের অতি সাধারণ একজন, ভাল আছি এই অভিনয় বেশ ভালই করতে পারি ৷ যেকোন পরিস্থিতিতে নিজেকে ইন্সপেয়র করার চেষ্টা করি। আবার, ব্যার্থতাগুলোও উদযাপনের ক্ষীণ চেষ্টা করি এই আশায় যে, সফলতা নাকি ব্যার্থতার অনুগামী!

Md Tariqul Hasan Thuin

‘‘ কোন্ দিকে যেতে হবে? নিস্তব্ধ শহর কিছু জানে নাকো !! সে শুধু বিছায়ে আছে, বিশ্বাসীর বিধাতার মতো। কোলে তার মুখ রাখি — বিশ্বাস করিতে চাই, তবু মনে হয় - শহরের পথ ছেড়ে কোনও দিকে হেঁটে যদি চলে যেত আমার হৃদয়’’…।

Md Tariqul Hasan Thuin › বিস্তারিত পোস্টঃ

প্রথম লেখা,,,,,

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২

কিছু মূহুর্তই তো মাত্র !!
সুনয়না, তুমি চিন্তা করোনা ৷
আমি নির্লিপ্তই থাকবো আজ,কিছুদিন,
হয়তবা অজস্রকাল ৷ অপেক্ষায় থাকব ঐ
মুহূর্তটার, যখন তুমি হাজার বছরের
ব্যাস্ততা'কে উপেক্ষা করে কিছু অথবা
সামান্য সময়ের জন্যও আর আমায় অপেক্ষায়
রাখবে না!
তোমার অপূর্নতা প্রকাশের জন্য না সুনয়না-তুমি
ফিরবে,শুধুমাত্র আমার ক্যানভাসে তুলির অন্তিম ছোয়া'টা শেষ
করার তাগিদে ,,,,,,,








সামুতে প্রথম লেখা, প্রথম ব্লগিং ৷ তবে হ্যাঁ, শেষ কিন্তু নয়.........

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগে স্বাগতম, অনেক শুভেচ্ছা

২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

Md Tariqul Hasan Thuin বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ...
আপনার লেখার কিন্তু বড় পাঠক আমি...

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০

আহমেদ জী এস বলেছেন: Md Tariqul Hasan Thuin ,



প্রথম এলেন ।
অপূর্নতা প্রকাশের জন্যে নয় , পূর্নতা প্রকাশে আসুন ।
স্বাগতম ব্লগে ।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৮

Md Tariqul Hasan Thuin বলেছেন: ইনশাআল্লাহ্, আপনাদের স্নেহধন্য হওয়ার সুযোগ পাওয়ার পরও কিঞ্চিৎ পূর্ণতা না পাওয়াটা বড়ই বেমানান ৷
মন্তব্যের জন্য ধন্যবাদ ৷

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০২

সুমন কর বলেছেন: প্রথম লেখা, প্রথম ব্লগিং ৷ তবে হ্যাঁ, শেষ কিন্তু নয়.....

শুভ ব্লগিং... !:#P

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১

Md Tariqul Hasan Thuin বলেছেন: হুমমম ভাই , জ্ঞানীদের রাজ্যে বিচরন বলে কথা
;) ৷ সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
শুধু জ্ঞানী নয়, আমার মত দু'চার জন অজ্ঞও আছে... :D

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫১

Md Tariqul Hasan Thuin বলেছেন: ভাই'য়ু, নিজের অজ্ঞতার প্রচারই তো জ্ঞান গভীরতার প্রকাশক...
মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.