নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভার্ড_পেরেরা

নিভার্ড_পেরেরা › বিস্তারিত পোস্টঃ

মায়া

২৭ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৪

"নীলা !"

"হুম , বল । ", বই থেকে চোখ সরিয়ে বলল নীলা ।

"একটা কথা ঘুরছে মাথায় গতকাল থেকে । "

"তাহলে বলে ফেল তাড়াতাড়ি ।" , শৌভিক ছেলেটাকে খুবি অদ্ভুত লাগে নীলার । কিসব উদ্ভট কথা বলতে থাকে প্রায়ই । কিন্তু নীলার শুনতে ভালই লাগে ।কেমন জানি একটা মুগ্ধতা অনুভব করে সে ।

" গতকাল আমাদের বাসার বাথরুমের উপরের স্টোরেজটা পরিষ্কার করছিলাম । অনেকদিনের পুরানো জিনিসপত্র খুজে পেলাম । জানো তো আমার অনেক বিশাল একটা কলমের কালেকশন ছিল । একটা শার্টের বাক্সে রাখতাম কলমগুলো..... নানারকমের কলম ছিল । ছোটবেলায় একবার মা সেই বাক্সটা ফেলে দিতে চেয়েছিল , দারুন ঝগড়া করেছিলাম মায়ের সাথে । কিন্তু জান আজকে নিজে থেকেই বাক্সটা ডাস্টবিনে ফেলে দিলাম । একটুও খারাপ লাগল না । কত মায়া ছিল কলমগুলোর জন্যে । কোথায় গেল সেই মায়া বলত পারো নীলা ?

একটু হাসল নীলা । এমন কথা প্রায়ই বলে শৌভিক । " শোন , একেকটা বয়সে মানুষের একেকটা জিনিসের প্রতি মায়া জন্মায় । সেটা চিরদিন থাকেনা ,বুঝলা !! ওগুলা তোমার ছোটবেলার শখ ছিল তাই মায়া লাগত। এখন কি আর ছোট আছো নাকি ।"

"কিন্তু ওখানে জানো , আমার স্কুলের বিজ্ঞান মেলার প্রজেক্টগুলও ছিল ওগুলোও ফেলে দিলাম । অথচ কি মায়াই না ছিল আমার । "

" হ্যা আমারো না ওইদিন এমন একটা জিনিস হল । আমার অনেকগুলো পুতুল ছিল । সবগুলো দেখতে একরকম । খুব প্রিয় ছিল আমার জান। সেদিন কি ভেবে সবগুলো মামাতো বোনটাকে দিয়ে দিলাম । কি আশ্চর্য আর পাঁচ বছর আগে হলে আমি কোনভাবেই দিতে পারতাম না পুতুলগুলো । "

কেমন জানি একটা মন খারাপ করা নীরবতা চলে আসল ওদের মাঝে । নীরবতা ভাঙ্গল শৌভিক ।
"নীলা, মানুষ অনেক সহজে মায়া ছেড়ে দেয় তাই না ? এই যে শখের জিনিসগুলো ফেলে দিলাম শুধু শুধু ঘরে জায়গা নষ্ট করছে বলে । কিন্তু এগুলো তো এক সময় আনন্দ দিত তাই না । আমরা কি তাহলে প্রিয় মানুষগুলোর মায়াও ছেড়ে দিব একদিন ? "

" ছি ! শৌভিক কি বলছ ! মানুষ আর জড় পদার্থ এক হল নাকি । আসলে আমরা কখন মায়া ছেড়ে দেই না । দেখলে আমাদের কেমন মন খারাপ হয়ে গেল ? এর মানে তো আমরা মায়া ছাড়তে পারি নি । "

"তুমি সত্যি এটা বিশ্বাস কর নীলা ?"

"হ্যা করি । আমরা মায়া ছাড়ি না, আমরা শুধু ওগুলো নিয়ে কথা বলতে ভুলে যাই । মানুষ যদি মায়া ছেড়ে দিত তবে এত সুন্দর সুন্দর সম্পর্ক গুলো তৈরী হত না । মায়া আমাদের আবার বাচতে শেখায় । দেখ তুমি যখন একদিন তোমার কলমের কালেকশনের কথা তোমার বাচ্চাকাচ্চাকে বলবে তার মনেও তখন নতুন একটা শখ জাগবে । সেই শখ তাকে আনন্দ দেবে । দেখলে তুমি মায়া কিভাবে থেকে যায় ?"

" নীলা তুমি অনেক দারুন কথা জান । আজকে তো তোমার মায়ায় পরে গেলাম "

এই কথায় শৌভিক আর নীলা দুজনেই হেসে উঠল । যেন মন খারাপ করা কথার মায়া ছেড়ে দিল ।



"You only lose what you cling to ." -- Buddha


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৮

বিজন রয় বলেছেন: লেখাটি দর্শন আছে।
ভাল।

২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৩

নিভার্ড_পেরেরা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.