![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল সাতটা ।আকাশে কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে । বাতাসে ঝড়ের আভাস । গাছের পাতাগুলো অন্যসময়ের চাইতে বেশি সবুজ দেখাচ্ছে।
বিশাল দুই একাডেমিক ভবনের মাঝে একটা ছেলে দাড়িয়ে আছে , শুকনো লম্বা ছেলেটা । মুখে মৃদু হাসি । ক্রমশ বর্ধমান বাতাসের বেগ সামলাতে সবাই ভবনের ভেতরে ঢুকে যাচ্ছে । শৌভিক ঠায় দাঁড়িয়ে আছে একই জায়গায় । মাথার লম্বা এলোমেলো চুল বাতাসে উড়ছে । পালাতে থাকা মানুষগুলো কে দেখে তার মনের অদ্ভুত ভাবনাগুলো জেগে উঠছে আবার ।
জোর বাতাস শুরু হওয়ার আগে একটা মেয়ে আর তার বান্ধবী আম গাছটার নিচে বসে থাকা একটা বিড়ালের বাচ্চাকে দেখে আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছিল । একজন হয়ত বলেও ফেলেছিল ," ইশ! কি কিউট ! বৃষ্টি হলে কষ্ট পাবে একে বাসায় নিয়ে যাব । " কিন্তু ঝড় শুরু হতেই নিজেকে বাচাতে পালিয়ে গেল বিড়ালটাকে ফেলে । ভয়ার্ত বাচ্চাটাকে দেখে যে কারো মায়া হবার কথা । ভাববেন না যে আমাদের শৌভিক মহান পুরুষ হয়ে বিড়ালের বাচ্চাটাকে একটা নিরাপদ জায়গায় রেখে আসবে । মানুষ সব সময়ই নিজেকে সব চাইতে বেশি ভালবাসে, আমাদের শৌভিকও তেমন একজন মানুষ ।
বিল্ডিঙের গেটে দাড়িয়ে থাকা গার্ড এর এই ঝোড়ো হাওয়ায় দাড়িয়ে থাকার কোন ইচ্ছেই নেই । শৌভিক তার মুখ দেখে তা স্পষ্ট বুঝতে পারছে । কিন্তু পেটের দায়ে মানুষ অনেক কিছু করে, সে তুলনায় এটা কিছুই না । মানুষ কি পেটের দায়েই সব করে ? না , করে না । ভালবাসার দায়ে করে অনেক কিছু আবার সমাজে অযাচিত সম্মানের জন্যেও করে । এই যেমন হাল্কা শুরু হয়ে যাওয়া বৃষ্টি থেকে রাত জেগে আকা সিভিল ড্রয়িঙের কাগজটা বাচাতে বাচাতে যে ছেলেটা ছুটে আসছে সে তো সিভিলের পারস্পেক্টিভ ড্রয়িং করতে চায়নি । সে তো চেয়েছিল জীবনের পারস্পেক্টিভ আঁকতে । চেয়েছিল চারুকলার সামনে " সিরিয়াস ডিস্কাশনের" পাশে বসে জীবনের রঙ আবিষ্কার করতে । কিন্তু বাবা মা যখন বলল ," বাবা তুই মস্ত ইঞ্জিনিয়ার হবি।" সে কথাটা ফেলতে পারেনি । এটাই ভালবাসা ।
বৃষ্টিতে আধভেজা হয়ে ক্লাসে ঢুকতেই সামিয়া কাছে এসে বলল ," আই শৌভিক ! তোমার কাছে কি আজকের হোমওয়ার্কের কোড গুল হবে ?" শৌভিক হাসিমুখে দিয়ে দিল । সে জানে এখন ফিরে গিয়ে তার বন্ধুদের কি বলবে, " Uff! What a creep ? But at least I got the homework huh !" তবে কথা সত্যি শৌভিক এই দুই বছরে ক্লাসে কয়বার কথা বলেছে তা হাতে গুণে বলা যাবে , তাহলে সে অবশ্যই একটা "creep" । মানুষ নিজে থেকে বেছে নেয় সে কেমন হতে চায় । শৌভিক তার নিজের জন্যে এমন জীবনই বেছে নিয়েছে । কিন্তু যারা নিজের জন্যে বেছে নিতে শেখে সমাজ তাদের মেনে নেয় না । সমাজ আমাদের ব্যবহার করে ।
শৌভিকের সবার সম্পর্কেই একটা ঋণাত্নক ধারনা আছে । কিন্তু মনে হয় একজন বাদে । ক্লাসের অপর প্রান্তে বসে থাকা নীলাকে নিয়ে এখন সে কোন ধারণা করতে পারেনা । কথা বলে দেখতে পারে সে একদিন, কোনদিন বলেনি যদিও কথা । কিন্তু সেই একই কথা , মানুষ নিজের গন্ডি থেকে বেরিয়ে আসতে ভয় পায় । কারন শেষ পর্যন্ত আত্মকেন্দ্রিকতাই সব ।
" Sweet dreams are made of this
Who am I to disagree?
I travel the world and the seven seas
Everybody's looking for something
Some of them want to use you
Some of them want to get used by you "
-----Eurythmics
©somewhere in net ltd.