নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভার্ড_পেরেরা

নিভার্ড_পেরেরা › বিস্তারিত পোস্টঃ

ব্যবধান

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১০

' মা ! '

'হুম বল কি বলবি ?'

শৌভিক আধশোয়া অবস্থা থেকে উঠে বসল । ' একটা কঠিন প্রশ্ন করব মা ?'

মা কপাল কুচকে বললেন, ' দেখ শৌভিক, আমি তোর এসব কঠিন সায়েন্স টাইপের প্রশ্নের উত্তর ভাবতে পারব না । ভাগ এখান থেকে !!'

'আহ! মা এসব কিছু না , শুনে দেখো , জীবন নিয়ে প্রশ্ন। '

' বাহ দার্শনিক হলি কবে থেকে । শুনি তোর কঠিন জীবনের প্রশ্ন ,বল ।', একটু হাসলেন মা ।

' ওহ প্লিস মা মজা না ! সিরিয়াস ! বলো তো মা জীবনে তুমি যা হতে চেয়েছ তা হতে পেরেছ ?'

মা একটু ভাবলেন ,' কঠিন প্রশ্ন বটে । আমি জীবনে ভাল কিছু করতে চেয়েছিলাম । টিচার হয়ে....পড়াচ্ছি,বলা যায় জাতি গঠনের কাজ করছি । এটাকে তো ভাল কিছুই বলা যায় তাই না ? যা চেয়েছিলাম তাহলে তো তা পেলাম তাই না ? '

' ভাল করে ভেবে দেখ তো মা আসলেও কি তাই ? না ভেবে দেখো ব্যাপারটা তুমি ইকনোমিক্স এর ব্যাচেলর, ইংলিশের মাস্টার্স । তোমার আরও ভাল কোথাও থাকার কথা ছিল না কি ? আমি বলছি স্কুলের টিচার খারাপ, কিন্তু তবুও ?'

' দেখ শৌভিক অনেকেরই অনেক কিছু করার ইচ্ছা থাকে । কিন্তু সবার সব কিছু করা হয়ে উঠে না । আমি '৯৭ সালে একটা ব্যাঙ্কে অফার পেয়েছিলাম । Maybe that was something I wanted to do ! ',

' তাহলে কর নি কেন মা ? '

'অনেক সময় আমাদের জীবনে প্রিয় মানুষগুলোর জন্যে অনেক ত্যাগ করতে হয় । তোর তখন এক বছর । তোকে ছেড়ে আমি ব্যাঙ্কের ফুল্টাইম জব কিভাবে করতাম বল । কে দেখতো তোকে ? তুই একটু বড় হওয়ার পর তাই তোকে দাদির কাছে রেখে স্কুলে চাকরি নেই। সারাদিন থাকতে হয় না ওখানে ।পারফেক্ট জব । সেই থেকে ভালই তো আছি ।'

শৌভিকের মনটা খারাপ হয়ে গেল। ' মা , আর কি কি ছেড়েছ আমার জন্যে ?'

মা উঠে এসে শৌভিকের পাশে বসলেন,' মন খারাপ করছিস কেন ? আমি তোর পাশে থাকতে চেয়েছিলাম । সেটা করতে পারছি আমি । এটাই আমি চেয়েছি জীবনে, আর কিছু চাই না তো আমি । '

' আচ্ছা মা এই যে বললে অনেক সময় প্রিয় মানুষের জন্যে অনেক কিছু ত্যাগ করতে হয় । যদি এমন হয় যে সেই মানুষটার ভালোর জন্যে তাকেই ছেড়ে যেতে হয় ? তখন কি হবে মা ?'

'কি বলতে চাইছিস ? বুঝতে পারছি না ।' মায়ের মুখে বিষ্ময়ের ছায়াটা স্পষ্ট ।

' থাক মা বাদ দাও । এক্সাম আছে কাল পড়তে হবে । '

' আচ্ছা যা পড় গিয়ে যা ।'

শৌভিক উঠে যেতে যেতে মা আবার ডাকলেন ," আই শোন তুই গোসলে ছিলি, তখন নীলা ফোন করেছিল । ব্যাক করিস কল । মেয়েটা ভাল খুব তাই না ?'

' কথা হয়েছে মা, আর হ্যা মা মেয়েটা ভাল ।' মা আর ছেলের মাঝে একটা অর্থপূর্ন দৃষ্টি বিনিময় হয়ে গেল ।

' আচ্ছা মা শেষ প্রশ্ন । তুমি জীবনে যে মানুষগুলোকে চেয়েছিলে সবাইকে পেয়েছ ? কেউ বাদ পড়েনি ? '

অতন্ত সহজ প্রশ্নটাতে মা কেমন যেমন অবাক হয়ে গেলেন । কি যেন বলতে চাইলেন বলতে পারলেন না । তাকিয়ে রইলেন শুধু........


"আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি,
এমন ছিল না আষাঢ় শেষের বেলা,
ঊদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল
আনন্দ ভৈরবী ......"

"আনন্দ ভৈরবী" , শক্তি চট্টোপাধ্যায়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.