নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভার্ড_পেরেরা

নিভার্ড_পেরেরা › বিস্তারিত পোস্টঃ

সূর্যাস্ত আর রাতের মাঝে যা হারিয়ে যায়....

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৮

"শুভ সকাল শৌভিক! কেমন আছো ?

"হুম, চলছে ।"

"আমরা আংশিক উত্তর দেয়ার ব্যাপারে কি আলোচনা করেছিলাম মনে আছে?"

"হুম যে, আংশিক উত্তর বিভ্রান্ত মনের পরিচয় দেয় । আর বিভ্রান্ত মন কখনই মানসিক শান্তি আনতে পারে না।"

"ঠিক বলেছ! এখন বল কেমন আছ ?"

"হু ভালো আছি আমি।"

"শারীরিক, মানসিক উভয় দিক থেকেই?"

হালকা একটা বিদ্রুপের হাসি দিয়ে শৌভিক বলল," শারীরিক ভাবে ভাল আছি সন্দেহ নেই। তবে মানসিক ভাবে ভাল থাকলে মনে হয় না আমার বাবা মা আমাকে আপনার কাছে পাঠাতো।

"তুমি কি মনে কর তোমার আমার কাছে আসার প্রয়োজন নেই?"

"আমি কি মনে করি? আমি কিছুই মনে করি না । "

"কিছুই না? তুমি নিজেকে নিয়ে কি ভাব ? আচ্ছা এটা বাদ দাও , বল তুমি কেমন অনুভব কর ?"

শৌভিক কিছুক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল । বাতাসে উড়তে থাকা পর্দাগুলোর মাঝে যেন সে উত্তর খুজে বেড়চ্ছে । " জানিনা , আমি অনুভব করি না ।“


“ঘুম হচ্ছে আজকাল?”

“হু হচ্ছে! এখন অনেক ব্যস্ত থাকি তাই ক্লান্তিতে ঘুম আসে। তবে সেদিন......না থাক বাদ দিন।“

“শৌভিক, লুকোনোর কিছু নেই বলে ফেল কি হয়েছে সেদিন ।“

“নাহ মানে সেদিন রাতে ঘুমাতে যেয়ে হঠাত মনে হল কিছু একটা করা বাকি, ভেবে পেলাম না কি বাকি, কিন্তু সেটা না জানা পর্যন্ত কিছুতেই ঘুম আসবে না। থাক বাদ দিন না, হয়ত যথেষ্ট ক্লান্ত ছিলাম না তাই ঘুম আসছিল না ।“

“তুমি রুটিন তৈরি করে নিতে পার। তাহলে কি কাজ বাকি পড়ল খুজে পাবে সহজে।“

একটু বিভ্রান্ত দেখাল শৌভিককে। “ব্যাপারটা ঠিক এমন না, কেমন যেন মনে হল বহু আগে একটা অভ্যেস ছিল, এখন আর নেই। কিন্তু আজ হঠাত অভ্যেসটা জেগে উঠতে চাইছে। প্রচন্ড একটা ইচ্ছা জেগে উঠেছে কার সাথে কথা বলার জন্যে। কিন্তু কার সাথে কথা বলতে ইচ্ছা করছে মনে করতে পারছি না। সে এক অদ্ভুত ব্যাপার।“

“তোমার যদি কিছু বলতে ইচ্ছে হয় তোমার বাবা মা আছেন। আমরা এর আগেও আলোচনা করেছি বাবা মায়ের সাথে খোলাখুলি কথা বলার ব্যাপারে।“

“আপনাকে বোঝাতে পারছি না। কথাটা যে কারো সাথে বললে হবে না। একটা বিশেষ মানুষের সাথে বলতে হবে। কিন্তু কিছুতেই মনে করতে পারছি না কে সে। যেনো তাকে আগে চিনতাম এখন আর চিনি না।“

“কি বলতে চাইছিলে ? আমাকে বলতে পারবে ?”

“তেমন কিছু শুধু একটা ‘হ্যালো’ ‘কি খবর? ভাল?’ এমন কিছু একটা। কিন্তু এখানে কথার চেয়ে মানুষটা মুখ্য ।“

“শৌভিক, তুমি কারো অভাব বোধ কর ? যা কিছু ফেলে এসেছ তার থেকে কিছুর অভাব ?”

“জানিনা। আসলে মানুষ তার প্রিয় অভ্যেসগুলো ছেড়ে দিতে পারেনা বুঝলেন। হয়ত অনেক অভ্যেস হারিয়ে যায়। কিন্তু হঠাত কোন এক মূহুর্তে মাথা চাড়া দিয়ে উঠে। তখন কেমন একটা অসহায় লাগে । হয়ত আমার ছিল এমন একটা অভ্যেস। হয়ত নিজের দোষে হারিয়ে ফেলেছি সে অভ্যেস।“

“তুমি নিশ্চিত নিজের দোষে হারিয়েছ ?”


“কি আসে যায় এতে.........হারানো তো হারানোই । সেই হঠাত ফিরে পেতে চাওয়ার মুহূর্তের অসহায় বোধটা অসহ্য হয়ে যায় আস্তে আস্তে। সেই ফাকা জায়গায় হঠাত চোখ পড়লে যে অনুভূতি সেটাই বড় ব্যাপার।“

“দেখ শৌভিক, যা হয় ভালোর জন্যেই হয়। যা হারিয়েছ তা নিজের দোষেই হোক বা অন্যের তা ফিরে পেতে চেয়ে নিজের মুল্যবান সময় আর মানসিক শান্তি নষ্ট করো না।“

জানালার বাইরে আকাশের মাঝে আবার উত্তর খুজে নিয়ে শৌভিক বলল,” আপনি বিশেষজ্ঞ আপনি উচিত অনুচিত বলতে পারবেন। কিন্তু আমি সেই অভ্যেস ফিরে পাওয়ার মূহুর্ত যদি আসে তা কোনদিন হাতছাড়া করব না। আমার জগতে ছোট একটা অর্থহীন কথোপকথন এর অনেক দাম। “ চেয়ার থেকে উঠে পড়ল শৌভিক,”আজ আসি, আবার ভাল্লাগছে না আপনার সাথে কথা বলতে। “

দরজার কাছে যেয়ে আবার দাড়িয়ে পড়ল শৌভিক,ছোট একটা হাসি দিয়ে বল্ল,”আমি আগে কখন লক্ষ্য করিনি আপনার কথাবার্তা যত বিরক্তিকরই হোক না কেন, শাড়িটা পড়লে আপনাকে ভালই লাগে। বিশেষ করে আজকের নীল শড়িটা......।।“ ভেতরের মানুষটা কিছু বলার আগেই শৌভিক বেরিয়ে গেল।

“এই ধুলো ধুলো শহর
তোমার।
আমার।
আসতে পার।
চলে যেতে পার।
এই পৃথিবীর বিষন্ন ধুলোয় মিশে যেতে পার।
তবু, এই বিষাদগ্রস্ত মেঘময় প্রাচীন শহর
বারবার তোমাকে ফিরে পেতে চাইবে
এই করুণ নেক্রপলিসে।” -------“এস আমার শহরে” মেঘদল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.