![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পর্ব-১
আমি শোভন । আমি বি এস সি অনার্সের শেষ বর্ষের ছাত্র। আমার পড়াশোনার বিষয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল। আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের বড় একটা সময় কাটিয়েছি আমার সকল সিদ্ধান্তকে প্রশ্ন করে। আমি আমার প্রশ্নের উত্তর কখনও পাই নি। তবে আমি তৃতীয় বর্ষের শেষে এসে একটা শিক্ষা পেয়েছি। যে প্রশ্নের উত্তর আমরা খুজে পাই না, তার উত্তর আসলে আমাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। সে প্রশ্নের উত্তর আমরা যেভাবে ইচ্ছা সাজিয়ে নিতে পারি। আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি গড়ে নিব আমার উত্তর। আমার প্রশ্ন ছিল, আমি কি সেই বিশ্ব্যবিদ্যালয় ভর্তির মৌসুমে সঠিক সিদ্ধান্ত নিয়েছি ?
এর উত্তর আমি জানি এখন। তাই শেষ বর্ষের শুরুতে লিখতে বসলাম নিজের বিশ্ববিদ্যালয় নিয়ে। লিখব সারা বছর, সিরিজের মত। এখানে আমার জীবন, আনন্দ, দুঃখ, বন্ধু, উপলব্ধি আর শিক্ষা নিয়ে।
হ্যা, আমি মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনলজি এর একজন ছাত্র। এটা আমার বিশ্ববিদ্যালয় ।
উপক্রম
২০১৫ এর শেষ প্রান্তের ঘটনা। কুয়েট ভর্তি পরীক্ষায় র্যাঙ্ক হয়েছে ২৪২। সি এস ই পেয়ে যাবার সম্ভবনা ভালোই। আমি প্রস্তুত খুলনায় যাবার জন্যে। মাঝে এম আই এস টির পরীক্ষা দিয়েছিলাম এমনি। আমার মা তখন কিছুদিনের জন্যে হাসপাতালে ছিলেন। একদিন রাতে হাসপাতাল থেকে ফিরে এম আই এস টির ওয়েবসাইটে ঢুকলাম দেখি কি হল। দেখি প্রায় একদিনেরও বেশি আগে রেজাল্ট পাব্লিশ হয়েছে। CTRL + F চেপে পিডিএফ এ খুজলাম Shovon N…….. অবাক হয়ে দেখলাম পাশে লেখা 52।
ব্যাপারটা এমন না যে ঢাকায় থকে যাবার লোভ আমার মাঝে কাজ করেনি। করেছে, কিন্তু আমি বাবার এতগুলো টাকা খরচ হবার কথা ভেবেছিলাম, তার উপর আবার ইউনিফর্ম পড়তে হবে। একদিন বাবা বললেন, তুমি খুলনায় যেতে চাইলে যাবে, কিন্তু ঢাকায় থাকলেও তোমার টাকা নিয়ে চিন্তা করতে হবে না সেটা আমি দেখব। শেষ পর্যন্ত আমি খুলনার লবনাক্ত পানির কথা ভেবে ঢাকায় থেকে গেলাম। সেই থেকে মিরপুর আমার দিনের আট ঘন্টা।
তিনটা বছর কাটিয়ে আজ চতুর্থ বছরে আমি মিরপুর ক্যান্টমেন্টে। তিন বছরে শেওড়াপাড়া হয়ে মিরপুর ১২ এর দূরত্ব ২০ মিনিট থেকে ২ ঘন্টা হল, ডি ও এইচ এস এ ট্রাস্ট বাস চালু হল, সেই বাসের স্টপ ওসমানী হল থেকে সাগুফতা গেল, এসি বাস এলো, এটেন্ড্যান্স লিমিট ৭৫% থেকে ৯০% হল, মিরপুর ১২ থেকে রিকশা ভাড়া ২০ থেকে ৩০ হল, অনেক সিঙ্গেল মিঙ্গেল্ড হল, সিনিয়র আপু ভাইয়ারা ম্যাডাম আর স্যার হল, আমার সিজি স্কুবাডাইভ দিল, বি ইউ পি এর সি বিচ ফুল বাগান হয়ে গেল, আরো কত কিছু হল।
এত সবের মাঝে আমার ফিরে পেতে মন চায় যেদিন আমি প্রথম এম আই এস টি তে এলাম, কুয়াশা ঢাকা বিশাল দুই ভবন দেখে মুগ্ধ হওয়ার সেই মুহুর্তে। আবার যেদিন ছাত্র হিসেবে প্রথম এলাম। ফার্মগেটের সেই লাল বাসে, কুয়াশা ভেঙ্গে এগিয়ে যাওয়া সেই রাস্তায়, কানে বাজছিল সেদিন কোল্ডপ্লের “Hymn for the Weekend” । ভুল বুঝবেন না আমাকে আমি আবার শুরু করতে চাই না আমি শুধু মুগ্ধতা ফিরে পেতে চাই।
“পরিযায়ী স্মৃতি যত আদলে আধোচেনা
একে একে তীরে ফেরে হিসাব মেলে না, মেলে না কি?
তারা খসে পড়ে দূরে একাকী...”
---তৈশি নন্দী, রিতম সেন
চলবে....
©somewhere in net ltd.