![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বাবা-মায়ের অনেক সমস্যা আমার চুল নিয়ে। ছোটবেলা থেকে কখনই আমার চুল এক দেড় মাসের বেশি বড় হত না। বড় জোর দুই মাস। কিন্তু এবার এক দারুন লকডাউনে পরে চুলের বয়স প্রায় সাড়ে তিন মাস। বাবা মা তেমন কিছু বলতেও পারছে না। কঠিন এক অবস্থা। যাই হোক আমার চুল "যথেষ্ট" বড় হয়ে গেলে বাবা মায়ের সাথে আমার কথা বার্তার ধরণ এমন হয়;
- চুল কাটাইতে যা!
- এখন কেন ? চুল বড় হয় নাই বেশি !
- কে বলসে বড় হয় নাই?
- আচ্ছা চুল বড় হইলেই কেন কাটাইতে হবে কি সমস্যা?
- যারা বড় চুল রাখে তাদের কেউ পছন্দ করে না!
- কেন?
- চুল বড় রাখলে অভদ্র লাগে!
- কেন?
- যারা অলস তারা আলসেমি করে চুল কাটায় না!
- কেন?
- কারণ তারা কোনো নিয়ম শৃঙ্খলা মানতে চায় না?
- চুল কাটান কেন নিয়ম?
- কারন সবাই পছন্দ করে!
- কেন?
- এত "কেন" র উত্তর দিতে পারব না, যা বলসি তা কর যা!
সত্যি বলতে কি আমার বাবা মা র কাছে একদম শক্ত একটা উত্তর আছে কেন চুল নিয়ম করে কাটাইতে হবে। কিন্তু যখনই যথেষ্ট পরিমান "কেন" জিজ্ঞেস করা হয় একটা সময়য় উত্তরগুলো হারিয়ে যায় আর অসংলগ্ন মনে হয়। আমাদের জীবনে এমন ঘটনা আর অনেক আছে। ভেবে দেখুন।
আপনার অনেক শখ ছিল চিত্র শিল্পী হবেন কিন্তু এখন হয়ত বিশাল কোনো বহুজাতিক প্রতিষ্ঠানে দারুন এক নিরাপদ চাকরি করছেন। আমি বলছি না এটা খারাপ, কিন্তু আপনি হতে চেয়েছিলেন এক, "কেন" আরেক হলেন?
- বাবা-মা চেয়েছিলেন তাই!
- "কেন" চেয়েছিলেন বাবা-মা ?
- কারন সমাজ চায়!
- সমাজ কেন চায়!
- বাবা-মা তোমার থেকে সমাজের গুরুত্ব "কেন" বেশি দিলেন?
- কারন সমাজ নিষ্ঠুর ?
- কেন?
- কারন আমি নিষ্ঠুর , আর আমিই সমাজ!
- তুমি কেন নিষ্ঠুর?
- জানিনা.........।।
আমি বলছি না পরবার আমাদের খারাপ চায় । কিন্তু আমি জানিনা কেন এমন হয়! এসব উদ্ভট কথা ভেবে আপনি রাত জাগেন কেন?
- ঘুম আসে না তাই!
- কেন?
- সারাদিনের সব চিন্তা মাথায় জড়ো হয়!
- কেন?
- নিজেকে নিয়ে ভাবার সময় পাই না দিনে!
- কেন?
- অনেক ব্যস্ত, ছুটে চলায় ব্যস্ত অনেক!
- কেন?
- সবাই তাই চায়!
- সবাই কি চায় তা আপনি ভাবেন "কেন" ?
- জানিনা......।।
আরও অনেক বার জিজ্ঞেস করুন কেন ! কেন নিজের নিষ্পাপ শখটা মেটালেন না? কেন বন্ধুদের আড্ডাটাইয় গেলেন না? কেন শুধু শুধু রাগ করলেন ? কেন মনের গভীর দুঃখ টা চেপে গেলেন? কেন একটু ছুটি নিয়ে ঘুরে এলেন না? কেন পৃথিবীটা গোল? কেন মানুষের এত দুঃখ? কেন নিজেকে বাচালেন না? কেন বললেন না ভালোবাসার মানুষটিকে ভালোবাসি?
সব "কেন" রই উত্তর আছে কিন্তু যত ভেতরে যাবেন মনে হবে আমরা যা করি কেন করি? মনে হবে আমরা শুধু করি যন্ত্রের মত! আমরা কেন বাচি এই জীবনে? আর এই জীবনে যা কিছু করি কেন করি?
হয়ত একটা সময় "কেন" রেখে একটু সুখি হওয়ার চেষ্টা করতে পারি!
"Well you do enough talk
My little hawk, why do you cry?
Tell me what did you learn from the Tillamook burn?
Or the Fourth of July?
We're all gonna die"
"Fourth of July" by Sufjan Stevens
©somewhere in net ltd.