![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুদিন পূর্বের ডায়রীর
পাতা থেকে নেয়া......
যদি জানতে চাও, কতটা ভালবাসি,
তবে বলব,"আমার ভালবাসার
মানুষকে আমি যেভাবে ভালবাসবো বলে ভাবতাম,ততটাই
ভালবাসি।"
যদি বল, "তুমি তোমার ভালবাসার
মানুষের
কাছে যতটা ভালবাসা পাবে বলে ভাবতা,
ততটা পাওনি আমার কাছে।"
আমি বলব,"আমি কি পেয়েছি, যতটুকু
চেয়েছি?"
বস্তুত, ততটুকু কেউ পায়না, স্বপ্ন-বাস্তব
এক হয়না।
২| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৭
কলমের কালি শেষ বলেছেন: বস্তব কবিতা ভাল লাগলো ।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।
শুভকামনা ভ্রাতা