নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশাচর

নিশাচর

নিশাচর্‌

ami ektu ogochalo type'er manush.

নিশাচর্‌ › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার একমাত্র সম্ভাব্য করনীয় (পলিটিক্যাল স্যাটায়ার)

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ২:৫২

যেহেতু শেখ হাসিনা যেকোন পরিস্থিতিতেই ক্ষমতা থেকে না সরার প্রবল জেদ ধরে আছেন, এদিকে দেশের পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে রক্ষা পেতে হলে ওনার ক্ষমতা ছেড়ে যাওয়া ছাড়া উপায় নাই…

এহেন পরিস্থিতিতে আমার মাথায় একটা আইডিয়া আছে যেটাকে কাজে লাগিয়ে সর্বকুল রক্ষা করা সম্ভব। সেটা কিরকম?

একটু পিছনে তাকালে আমরা দেখতে পাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের যে “আওয়ামীলীগ” ছিল, তা প্রকৃতপক্ষে বাকশাল গঠনের সাথে সাথেই মৃত্যু বরণ করেছিল।

পুনরায় আওয়ামীলীগ জন্মলাভ করে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে। কাজেই শেখ হাসিনা বর্তমানে যে আওয়ামীলীগের প্রধান সেই আওয়ামীলীগের জনক হচ্ছেন জিয়াউর রহমান। আবার বিএনপি’ও জিয়াউর রহমানের হাতে জন্ম লাভ করা রাজনৈতিক দল।

কাজেই বিএনপি আর আওয়ামীলীগ মূলত সিস্টার কনসার্ন। দুইটি দলেরই জনক যেহেতু জিয়াউর রহমান।

বিএনপি জিয়াউর রহমানের এবং বেগম জিয়ার নেতৃত্বে একটি শক্তিশালী এবং জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হলেও আওয়ামীলীগ দুর্বল নেতৃত্ব এবং নোংরা রাজনীতি দ্বারা পরিচালিত হওয়ার কারনে ১৯৯৬-২০০০ এবং বিগত পাঁচ বছরের শাসনামলে দুর্নীতি, স্বজনপ্রীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, গুম ইত্যাদির মাধ্যমে একটি জনবিদ্বেষী, প্রতিহিংসা পরায়ণ এবং ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়।

সুতরাং আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা যদি আওয়ামীলীগ নিয়ে নির্বাচন করে তাহলে ভরাডুবি সুনিশ্চিত তো বটেই এমনকি দলের বেশিরভাগ জ্যেষ্ঠ নেতার জনরোষে পরার সম্ভাবনা আছে।

এরকম হলে শেখ হাসিনার দ্বিতীয় বারের মত এক্সাইল্ড হওয়া ছাড়া উপায় থাকবে না।

এই ভয়ানক পরিস্থিতি এড়াতে শেখ হাসিনার সামনে একটাই পথ খোলা, আর তা হোল আওয়ামীলীগ নামক ব্যার্থ রাজনৈতিক দলটিকে “বিলুপ্ত” ঘোষণা করে বিএনপি তে যোগ দেওয়া। এরপর বিএনপি থেকে নমিনেশান নিয়ে ইলেকশান করা।

হাজার হোক সিস্টার কোনসার্ন যেহেতু… আমরা আমরাই তো!



প্রগতিশীল এবং উদারপন্থি দল হিসাবে বিএনপি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে না বলেই আমার বিশ্বাস। এমনকি ইলেকশানে জিতলে খুব সম্ভবত শেখ হাসিনা কে দপ্তরবিহীন হলেও মন্ত্রিত্ব দেওয়া হতে পারে।

সংঘাত এড়িয়ে দেশ ও দেশের মানুষের ক্ষতি না বাড়িয়ে পুনরায় মন্ত্রিত্ব তথা ক্ষমতার স্বাদ উপভোগ করার এই একটাই রাস্তা খোলা আছে শেখ হাসিনা’র সামনে।



(ইহা একটি পলিটিক্যাল স্যাটায়ার বা রাজনৈতিক কল্পকাহিনী। গল্পের সকল চরিত্র এবং তাদের নাম সম্পুর্ন কাল্পনিক। দেশের বা বিদেশের অথবা ভিনগ্রহের কোন জীবিত, মৃত বা অর্ধমৃত কোন ব্যাক্তি, গোষ্ঠী, প্রানি, এ্যালিয়েন, রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের নেতার সাথে গল্পের কোন চরিত্রের নাম, ক্যারেক্টার, ব্যাক্তিত্ব, গঠনতন্ত্র, ইতিহাস, ভূগোল ইত্যাদি কোন কিছুর কোনরূপ মিল পাওয়া গেলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং নিতান্তই কাকতালীয় মাত্র)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৩ ভোর ৪:২৫

ফয়সাল খালাসী বলেছেন: =p~

০২ রা নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫৮

নিশাচর্‌ বলেছেন: :D

২| ০২ রা নভেম্বর, ২০১৩ ভোর ৪:২৬

হৃদয় এর স্পন্দন বলেছেন: চরম বলেছেন বিশেষ করে ইহা থেকে মাত্র পর্যন্ত

০২ রা নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫৯

নিশাচর্‌ বলেছেন: সবই সাতান্নোর কামাল রে ভাই। :D

৩| ০২ রা নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩১

সাইবার অভিযত্রী বলেছেন: এই ভয়ানক পরিস্থিতি এড়াতে শেখ হাসিনার সামনে একটাই পথ খোলা, আর তা হোল আওয়ামীলীগ নামক ব্যার্থ রাজনৈতিক দলটিকে “বিলুপ্ত” ঘোষণা করে বিএনপি তে যোগ দেওয়া।

চ্রম বলেছেন !
তবে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ যত দিন টিকে থাকবে, ধীরে ধীরে সব দল ও ভিন্ণ মত খতম করে দিবে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

নিশাচর্‌ বলেছেন: অতটা হতাশ হইয়েন না, আওয়ামীলীগের বিলুপ্ত হওয়ার ইতিহাস আছে কিন্তু, ভুলে গেলে চলবে না।

৪| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪৩

সদয় খান বলেছেন: কোন মিল নাই । শেখ হাসিনা কেডা ?! আপনি লিখে যান...

০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৭

নিশাচর্‌ বলেছেন: হাহাহাহাহা...
সেটাই তো, আমিও তো তাই বলি। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.