![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাস্টবিনে হাড্ডির খোঁজে, নেড়িকুত্তার ছোঁকছোঁক...
গ্রেনেড-বোমায় নিহতের প্রতি আঠারোটা চ্যানেলের শোঁক।
পা উড়ে যাওয়া বস্তির শিশুটির তারস্বরে ক্রন্দন...
চৌরাস্তার উড়ালসেতু করছে তবুও, ঢাকার শোভাবর্ধন।
পোষা দানবের ভয়ানক ত্রাসে, মানবাধিকার পরিনত লাশে।
মেটালজ্যাকেট রাইফেল কাঁধে কালো পোষাকের বিভীষন।
কাব্যকথায় লেখা অতিহাসে, শুন্য-এক'এর মূলা'র আঁশে,
দম আটকানো চেতনার ফাঁসে, ইচ্ছামাফিক স্মাইলী ফেস'এ
ঢাকার বিউটিফিকেশ্যন
পিঠ, পাঁজর, কণ্ঠনালী, শতচক্রীর মসৃণ গলি
গড়গড় যেন চলে অবিরাম, স্রোতস্বিনী রুধিয়া দিলাম
তবুও থামেনা কাঁটাতার-গাছে... মাছি-শকুনের মহাউল্লাসে
আমার বোনের নিথর শরীর, জলের দরে বিক্রি-নিলাম।
ভাইয়ের জামার ক্যামোফ্লেজে নকশা আঁকতে নতুন সাজে
কত গ্যালন রক্ত ঝড়িয়ে থামল সঞ্চালন?
নেশায় বূদ মাতালের কাছে এ প্রশ্নের কি'ই বা মূল্য আছে?
বিবেক না'হয় ব্যালট বাক্সে গেলই নির্বাসন....
পানির ফোয়ারার দারূন জোস্'এ, সকল দাগ যাবেই ভেসে।
কাঁটাতারে ঝোলা ফেলানী'র লাশে, বাঙালীর বিউটিফিকেশ্যন।
©somewhere in net ltd.