![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত সপ্তাহে মহান মুক্তিযুদ্ধে শহীদ'দের প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্কে চমক সৃষ্টিকারী আরিফ রহমান ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন “মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখের কম, পারলে প্রমাণ করেন”!!
এক ছোটো ভাইয়ের কথায় আরিফ সাহেবের প্রোফাইলে গিয়েছিলাম। গিয়ে দেখলাম আরিফ সাহেব এ্যাজ ইউজুয়াল মিথ্যা আর জালিয়াতির উপর ভর করে চেতনা ব্যাবসা করে বেড়াচ্ছেন। চ্যালেঞ্জটা খুজতে গিয়ে আবেগি কথাবার্তা ছাড়া তেমন সলিড কিছু পাইনি। তবে উনার ওয়ালে দেখলাম কেউ একজন একটা নিউজ পোর্টালের লিঙ্ক শেয়ার দিয়েছেন
ইউআরএল
ওই পোর্টালে আরিফ সাহেব একাত্তর চ্যানেলের টক শো একাত্তর জার্নালে ওনার চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জের স্বপক্ষে তথ্য উপস্থাপন করে যে বিরাট ভাষন দিয়েছেন তার বর্ননা রয়েছে। তথ্যগুলা যে "ডাহা মিথ্যা" এবং উনি যে একজন "খাটি মিথ্যুক" সেইটা উনার বক্তব্য কোট করে করে পয়েন্ট বাই পয়েন্ট প্রমান সহ নিচে ব্যাখ্যা করছি।
"সত্যি কথা বলতে পৃথিবীতে এই পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে কোনো যুদ্ধতেই বেসামরিক মৃত মানুষের তালিকা হয়নি। কারণ, যুদ্ধ কোনো সার্কাস না"
-- ১০০% ডাহা মিথ্যা কথা। বিংশ শতাব্দীর প্রতিটা যুদ্ধের ক্যাজুয়াল্টি সর্বোচ্চ যতখানি সম্ভব লিস্টেড এ্যান্ড কাউন্টেড। একটা একজাম্পল দেই। ইহুদি হলোকাস্ট গণহত্যায় নিহত ইহুদিদের টোটাল ক্যাজুয়াল্টির ৭৫% পারসেন্ট অর্থাত ৪৫ লাখ মানুষের'র নাম, পরিচয়, ঠিকুজি-কুষ্টী, পেশা, ঠিকানা ইত্যাদি তথ্য উদ্ধার করে ডেটাবেজ বানানো হয়েছে।
সাইট লিংক: Click This Link
ডাটাবেজ লিংক: Click This Link
"১৯৬০ থেকে ৬৫ সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার ছিলো ১৫.৩%, ১৯৬৫ থেকে ৭০ সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার ছিলো ১৫.৭%। কিন্তু ১৯৭০ থেকে ৭৫ সালে এসে সেই জনসংখ্যা বৃদ্ধির হার হয়ে গেল ৫.৫%। অর্থাৎ, এই সময় কিছু একটা ঘটেছিল। আমরা বুঝতে পারি সেটা। এরপর ১৯৭৫ থেকে ৮০ সালে এসে সেই জনসংখ্যা বৃদ্ধির হার হয়ে গেল ১৪.২%। অর্থাৎ ১৫.৭% থেকে হঠাৎ ৫.৫% এ চলে আসলো, এরপর আবার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো।"
-- ওনার আবিস্ককৃত এই "বিশেষ" "চমকপ্রদ" "অকাট্ট" "হিসাব"এ শুধু যে মিথ্যা তথ্য রয়েছে তা না... আছে ভয়াবহ জালিয়াতি!!!
কারন একর্ডিং টু ইউনাইটেড নেশান্স পপুলেশান ডিভিশান ১৯৭০ সালে বাংলাদেশের পপুলেশান ছিলো ৬৪৯০৭০০০ জন আর ১৯৭৫ সালে পপুলেশান ছিলো ৭৩১৭৮০০০ জন। Click This Link
এবার আসেন একটু অঙ্ক করি।
৭৩১৭৮০০০ - ৬৪৯০৭০০০ = ৮২৭১০০০ জন বৃদ্ধি। তাইলে এই পাঁচ বছরে পপুলেশান গ্রোথ রেটঃ (৮২৭১০০০ / ৬৪৯০৭০০০)১০০ = ১২.৭৪% :O
গ্রোথের রেটের পার্থক্যঃ ১৫.৭% - ১২.৭৪% = ২.৯৭% :O :O
ন্যাচারাল প্রোজেক্টেড গ্রোথের সাথে গ্যাপ হইলোঃ ৬৪৯০৭০০০ * ২.৯৭% = ১৯২৭৭৩৭ জন! :O :O :O
ওমা!!!!! এইটা কি হইলো? আরিফ সাহেব যে ৫.৫% গ্রোথ রেট বইলা ৬৫ লাখের "গ্যাপ" আবিস্কার করলেন সেই গ্যাপ তো দেখি উনার গ্যাপেই ঢুকে গেলো!!! এখন উপায়??? :O
এই পয়েন্টে উনার এই মিথ্যা তথ্য এবং ইউএন'এর চার্ট জালিয়াতি ছাড়াও আরো কিছু গোজামিল আছে... যেমনঃ "সবগুলো মিলিয়ে যদি বিচার করি, ৭০ এর দুর্ভিক্ষে ৫ লাখ মানুষ মারা গিয়েছিল।"
অথচ মুক্তিযুদ্ধের সবচে বড় বিশেষজ্ঞ জনাব মুনতাসির মামুন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় আরিফ সাহেবকে সাপোর্ট করে যে কলাম লিখেছেন... ওইখানেই তিনি বলতেছেন "১৯৭০ সালের টর্নেডোতে ১০ লাখ মারা গেছেন। সেটিই স্বীকৃত।" লিঙ্কঃ Click This Link
লে হালুয়া! আরিফ সাহেবের সংখ্যা তো আরো পাঁচ লাখ কইমা যায় দেখি!
তাহলে কি ধইরা নিবো যে আরিফ সাহেব পাকিস্তানের টাকা খেয়ে মিথ্যা তথ্য আর জালিয়াতির উপর বেজ করে এই রিপোর্ট বানাইছেন যাতে দুই দিন পর মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা উনার ফর্মুলায় প্রতিষ্ঠিত হওয়ায় ফলে আরো বিতর্কিত হয়?
এই ভুয়া জালিয়াতের বক্তব্য সিরিয়াসলি নিছিলাম দেখে নিজের উপর বিরক্ত লাগতেছে এখন। তাই অল্প কথায় শেষ করি।
মিথ্যুক জালিয়াত আরিফ সাহেব ফরমাইছেন "গণহত্যা নিয়ে গবেষণা করেছেন আর জে রামেল, ডঃ রুডলফ যোসেফ রামেল। তিনি গণহত্যা নিয়ে গবেষণার একজন দিকপাল। তিনি তার ‘STATISTICS OF DEMOCIDE’ বইতে মুক্তিযদ্ধে ৩০ লাখ শহীদের সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন। রামেলের গ্রাফে ৩০ লাখ ৩ হাজার মানুষের হিসাব দেওয়া আছে।"
বাট রামেলের স্ট্যাটিস্টিক্স অফ ডেমোসাইড বই ঘেটে দেখলাম বলা আছে "Beneath the consolidated overall toll I show my calculation from the partial estimates. These are rather close. Consolidating both ranges, I give a final estimate of Pakistan's democide to be 300,000 to 3,000,000, or a prudent 1,500,000"
অর্থাৎ রামেল সাহেব বলতেছেন "ধরে নেওয়া যায় যে নিহতের সংখ্যা তিন লাখ থেকে ত্রিশ লাখের মধ্যে, অথবা ন্যায্যত ১৫ লাখ।"
ইউআরএল
উল্লেখ্য রামেল সাহেব কোনো সার্ভে বা জরিপ পরিচালনা করেন না। উনি যেটা করেন তা হলো গণহত্যা বিষয়ে সকল পক্ষ থেকে পাওয়া যাবতীয় তথ্য এবং দাবী একত্র করেন, এর পর ওই সব ডেটা নিয়ে ওনার আবিস্কৃত কিছু ফর্মুলা এ্যাপ্লাই করে সায়েন্টিফিক পদ্ধতিতে এ্যানালাইসিস করে প্রকৃত সংখ্যার যতদুর সম্ভব কাছাকাছি যাওয়ার চেস্টা করেন। রামেল সাহেব'এর রিপোর্টের ব্যাপারেও আমাদের বিশিষ্ট 'জালিবেষক' (জালিয়াত গবেষক) আরিফ সাহেব মিথ্যাচার করেছেন। এরকম মিথ্যাবাদি একটা লোক এতো গুলা মানুষের চোখে ধুলা দিলো কি করে সেই চিন্তা করতেছি।
যাই হোক... আরিফ সাহেব মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা পারলে ৩০ লাখের কম প্রমান করার যে চ্যালেঞ্জ ছুড়ে দিছেন সেই চ্যালেঞ্জে জেতার কোনো চেষ্টা আমি করিনি, করার ইচ্ছাও নাই। কারন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা কত সেটা বলার বা দাবি করার যোগ্যতা এবং অথোরিটি আমার নাই। আমি চাই সরকারী ভাবে জরীপ চালিয়ে অফিসিয়াল রিপোর্ট প্রকাশের মাধ্যমে এই বিতর্কের অবসান হোক ওয়ান্স এ্যান্ড ফর অল।
তবে......... আরিফ রহমান সাহেব যে একজন মিথ্যাবাদি, ভুয়া, ভন্ড এবং জালিয়াত (পাকি এজেন্ট হওয়ারও সম্ভাবনা আছে) সে কথা প্রমান করে দিলাম।
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৪
নিশাচর্ বলেছেন: ফাইন!
কিন্তু সংখ্যা যেটাই হোক, তথ্য জালিয়াতি করে চ্যালেন্জ ছোড়ার মানে কি?
২| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: ফাইন!
কিন্তু সংখ্যা যেটাই হোক, তথ্য জালিয়াতি করে চ্যালেন্জ ছোড়ার মানে কি? +++++++++++++
কম হলে কি অর্জন গৌণ হয়ে যায় নাকি বেশী বলতে পারলে অর্জন বেশী বেশী মনে হয়!!!
সব..........ছাগলের ৩য় গর্বিত সন্তান।
প্রকৃত ইতিহাস জানার আগ্রহ,সাহস,সদিচ্ছা কোনোটাই এদের নাই।ছাগলের মতন লাফানোকেই তারা যোগ্যতা এবং শৌর্য ভাবেন।পৃথিবী হাসছে...............তাতে কি?
''সুম্মুম বুকমুন উমিউন ফাহুম লা ইয়ারজিউন''
৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০১
রাফা বলেছেন: পড়তে থাকেন বার বার-
৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১২
রাফা বলেছেন: যদি ,কিন্তু,তবের তত্ত্ব নিয়ে হাজির হইছেন।লাষ্ট প্যারা কেনো প্রথম প্যারার উত্তর দিয়ে নেই তারপরে লাষ্ট প্যারা আসবে।আপনার পুরো পোষ্টটাই ঐ সংখ্যাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা মাত্র।করন তার চ্যালেন্জ ঐ সংখ্যা নিয়েই।
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭
নিশাচর্ বলেছেন: দুঃখিত, ভুলে আপনার আমার দুজনেরই আগের কমেন্ট মুছে গেছে। লেটস ট্রাই এগেইন। ঘটনা হচ্ছে আরিফ রহমান যে সব তথ্য উপস্থাপন করেছেন সেগুলি যে মিথ্যা এবং জালিয়াতি ছিলো সেটা আমি প্রমান করতে পেরেছি কি না সেইটা বলেন। আরিফ রহমান যা যা বলেছেন সেসব পয়েন্টের বাইরে একটা কথাও বলিনাই। নিজে থেকে কোনো তথ্য কিম্বা অন্য কোনো সোর্সের উল্লেখ করিনাই।
তাতেও আপনার যদি মনে হয় আমার ভুল আছে তাহলে আমার যুক্তি গুলা খন্ডন করে প্রমান করেন আরিফের তথ্যগুলা সঠিক ছিলো। এর বাইরে দয়া করে কোনো কথা বলবেন না।
আমার পোষ্টের টপিক "আরিফ রহমানের মিথ্যাচার এবং জালিয়াতি"। যদি অন টপিক পালটা যুক্তি দেখাতে পারেন তাহলে বলেন, তা না হলে পাতা'র সাথে ভুষি'র পরিমান বাড়ায়ে দেন। আগের বার লাভ হয়নাই কোনো।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪
ফেলুদার তোপসে বলেছেন: আপনারা দুজনেই কাঠাঁল পাতা খান, যারা আবেগ ব্যাপারটাকে সংখ্যা দিয়ে বিচার করেন তারা ....
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১০
নিশাচর্ বলেছেন: আমার পোষ্টের টপিক "আরিফ রহমানের মিথ্যাচার এবং জালিয়াতি", শহীদের সংখ্যা ৩০ লাখের কম না বেশি সেইটা না। শহীদের সংখ্যা নিয়ে মন্তব্য করার মত যথেষ্ট কোয়ালিফাইড আমি না সেইটা পোষ্টেই উল্লেখ করেছি। দয়া করে আপনার 'বুঝ'এর সীমাবদ্ধতার কারনে আমার উদ্দেশ্যের ভুল ব্যাখ্যা করবেন না।
৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮
রাফা বলেছেন: কেনো ভন্ডামি করতেছেন-১নাম্বারেইতো আপনি প্রমাণ করতে পারন নাই।৭৫% এর তালিকা করছে হলোকস্টের তাহোলে শতভাগ কোথায় হলো বলেন?
আর আরিফের চ্যালেন্জের জবাব আরিফ দিবে।যদি আরিফ এখানে আসে।তা না হোলে যৌক্তিকতা কোথায়?
আমার দৃষ্টিতে আপনি ৩০লক্ষ বিশ্বাস করেননা বিধায় এই পোষ্টের অবতারনা।
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯
নিশাচর্ বলেছেন: কেনো ঘাউরামি কোরতেছেন? "কোনো যুদ্ধতেই বেসামরিক মৃত মানুষের তালিকা হয়নি" এই কথাটার মানে কি এরকম না যে যুদ্ধে বেসামরিক মৃত মানুষের তালিকা এক রকম অস্পৃশ্য টাইপ কিছু? হি নেভার সেইড "সম্পুর্ন" তালিকা হয়নি, যেইটা হওয়া সম্ভব'ও না। এইটা কমন সেন্স।
বাট আমাদের তো কোনো তালিকাই নাই। আপনার কি মনে হয় না শহীদ'দের নামের তালিকা যতদুর সম্ভব তৈরি করা উচিত যাতে তাদের প্রাপ্য সন্মান দেওয়া এবং তাদের পরিবারের সদস্যদের পুরস্কৃত করার মাধ্যমে শহীদদের অবদান স্মরন করা উচিত?
নাকি আরিফ রহমানের মত "আরে কোত্থাও তালিকা ফালিকা এসব কিছু হয় না" টাইপ বইলা উড়ায়া দেওয়া উচিত?
৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬
রাফা বলেছেন: আপনি প্রোগ্রামটা দেখছেন এটা হইতেছে আমার প্রথম প্রশ্ন।আমি দেখেছি।মানুষ যখন কথা বলে তখন পুরোপুরি বইয়ের ভাষায় কথা বলেনা।১ মিনিটে ১ হাজার কথা বলতে হয়।তখন টু দি পয়েন্ট কথা খুব কম বলা যায়।কারন সময় স্বল্পতা-আরিফ ঐটাই প্রমাণ করতে চাইছে খালেদা জিয়া সত্যিকার অর্থে তালিকা করার কথা বলে নাই।সে যা বলছে বিতর্ক সৃষ্টি করার জন্যই বলছে।
আর আমাদের একেবারেই শহিদের তালিকা নেই এই কথা কে বলছে আপনাকে।মুক্তিযুদ্ধ যাদুঘরে যান সেখানেই কিছু শহিদের নাম লিপিবদ্ধ আছে ।এলাকা ভিত্তিকও কিছু তালিকা আছে।
৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬
রাফা বলেছেন: এই নিন তালিকা-আপনার এই পোষ্টে আমি আর কোন কমেন্ট করতে চাইনা। কারন আপনি ব্যাক্তি বিশেষের কাছে জানতে চেয়েছেন।
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬
নিশাচর্ বলেছেন: আরে ভাই তালিকা চেয়েছে কে?
এতবার করে বলার পরেও যদি না বোঝেন তাহলে তো মুশকিল। আপনার মাইন্ড সেট হয়ে আছে যে আমি শহীদ সংখ্যা ত্রিশ লাখের কম আইডিয়াকে সাপোর্ট করতে আসছি। সো আপনি আমার পোষ্ট বা কমেন্ট যাই পড়েন না কেন ধারনা চেঞ্জ হবে না। তালিকার কথা আসছে এই কারনে যে আরিফ রহমান বলছেন তালিকা হয়না, আমি বললাম পার্শিয়াল হইলেও তালিকা হয়। ব্যাস, সিম্পল। এইখানে আরিফ রহমান যে ভুল বলছেন এইটাই মুখ্য।
আপনি কি এই সহজ পয়েন্ট টা বুঝতে পারতেছেন না?
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯
নিশাচর্ বলেছেন: আচ্ছা, আপ্নে যখন আরিফ রহমানকে সাপোর্ট করার জন্য কোমর বেধেই আসছেন... আরিফ রহমান জনসংখ্যা আর গ্রোথ রেট নিয়া যে জালিয়াতি টা করলো... হোয়াট ডু ইউ সে এ্যাবাউট দ্যাট?
৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১
রাফা বলেছেন: আপনি পোষ্টের প্রথম ২ লাইন পড়েন।কি লিখছেন ? শহিদের সংখ্যা ৩০ লাখের কম পারলে প্রমাণ করেন।এখন চ্যালেন্জটা হবে কি নিয়ে নিশ্চই শহীদের সংখ্যা সেটা নিয়েই।তো আমি আপনাকে বলছি শহীদের সংখ্যা ৩০ লাখের চাইতে বেশি ছাড়া কম নয়।এখন আপনি প্রমাণ করেন সেইটা কম।আমিতো আপনাকে লিস্ট দিলাম চাইলে আরো দিতে পারি।
কিন্তু আপনার বিচার চাই -আন্টর্জাতিক মানের।ঘোলা না স্বচ্ছ এইসব বাদ দেন।আরিফ কি বলছে সেটা আমার জানার বিষয় না আমার বিষয় সাবজেক্ট।৩০ লক্ষ শহীদ।দ্যাটস ইট।ফুলস্টপ।
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪
নিশাচর্ বলেছেন: এইটা তো আরিফ রহমানের চ্যালেঞ্জের টাইটেল। কিন্তু আপনাকে কে বললো যে আমি শহীদের সংখ্যা ৩০ লাখ এইটা মিথ্যা প্রমানের জন্য এই পোস্ট লিখছি? আপনি কি এই লাইন গুলা পড়েন নাই?
"আরিফ সাহেব মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা পারলে ৩০ লাখের কম প্রমান করার যে চ্যালেঞ্জ ছুড়ে দিছেন সেই চ্যালেঞ্জে জেতার কোনো চেষ্টা আমি করিনি, করার ইচ্ছাও নাই। কারন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা কত সেটা বলার বা দাবি করার যোগ্যতা এবং অথোরিটি আমার নাই।"
অথচ আপনি আরিফের মিথ্যাকে ঢাকার জন্য যেইটা আমি বলিনাই সেসব নিয়ে তর্ক শুরু করে দিছেন। আপ্নার সিমপ্লি এইটা মানে প্রব্লেম কি যে আরিফ রহমান মিথ্যাচার করেছেন? বিতর্ক সৃষ্টির জন্যে আরিফ সাহেব পাকিস্তানের টাকা খেয়েছেন বলে আমার যেই সন্দেহ.। সেই টাকার ভাগ আপনিও পাইছেন? ঝেড়ে কাশেন বস।
০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১১
নিশাচর্ বলেছেন: আরেকটু ক্লিয়ার করি। মনে করেন আপ্নে কইলেন যে "সূর্য পশ্চিম দিকে অস্ত যায় না, পারলে প্রমান করেন"। ার এই চ্যালেঞ্জের সপক্ষে প্রমান হিসাবে কইলেন..."আমি গতকাল একটা কয়েন গড়ায়া দিছিলাম, ওইটা গড়াইতে গড়াইতে পশ্চিম দিকে গেছে। কাজেই সূর্য অবশ্যই পশ্চিম দিকে অস্ত যায়।"
এখন আমি কইলাম আপ্নের কথার কোনো সায়েন্টেফিক ভিত্তি নাই, কয়েন গড়ানির সাথে সূর্যাস্তের কোনো সম্পর্ক নাই। আপ্নে মিথ্যুক।
এখন আপ্নে বলেন... আপনার এই দাবি কে মিথ্যা বলার কারনে কি আমার অবস্থান সূর্য পশ্চিমে অস্ত যায়'এর বিপরীতে হয়ে গেলো? এই ক্ষেত্রে আপনার যুক্তি গুলা ভুল, আপনার তথ্য মিথ্যা। দ্যাটস ইট। এ্যান্ড ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দা সান।
বোঝা গেলো?
১০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭
কালীদাস বলেছেন: আপনার আরিফ সাহেব কে, জানিনা, জানার কোন আগ্রহও আমার নেই। আমার প্রশ্ন হল, ত্রিশ লাখ হলে আপনার নিজের কোন সমস্যা আছে কি? আর ত্রিশ লাখের সাথে চেতনার সম্পর্ক কি? এবং আপনার এত ডিসাপয়েন্টেড হওয়ার কারণটা কি?
০৩ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৩
নিশাচর্ বলেছেন: আরিফ সাহেব কে না জানলে পোষ্ট ইগ্নোর করেন কাইন্ডলি। আমার পোষ্টের সাবজেক্ট জনৈক আরিফ রহমানের জালিয়া্তি। আপনার অচেনা কারো জালিয়াতি ধরা পরলেই কি আর না পরলেই বা কি? সো... প্লিজ ইগ্নোর।
১১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯
পথিকের পাঁচালী বলেছেন: খালেদা জিয়া শহীদের সংখ্যা নিয়ে বেফাঁস মন্তব্য করার পর থেকে বিএনপির কিছু বুদ্বিজীবি বিভিন্ন টক শো তে ইনিয়ে বিনিয়ে বোঝতে চাচ্ছেন এটা খালেদা জিয়ার একটি নির্দোষ নির্বিষ নিষ্কলঙ্ক মন্তব্য । খালেদা জিয়া শহীদের সংখ্যা নিয়ে কোন সন্দেহ করেন নি কেবল তিনি শহীদের একটি তালিকা থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন । কিন্ত খালেদা জিয়ার বক্তব্যের শব্দচয়নে কি বোঝা যায় তা বোঝার জন্য ভাষা বিশারদ হবার প্রয়োজন নেই আর লাইভ দেখলে তার বলার ধরনে স্পষ্ট বোঝা যায় সে শহীদের সংখ্যাধিক্যে স্পষ্টত ক্ষোভ প্রকাশ করেছেন। উপরেও অনেক কে দেখলাম সত্যিকারের ইতিহাস জানা্র জন্য কি আকুল ব্যাকুল । (শুধু শহীদের সংখ্যা জানার জন্য )
আপনি পোস্টে এবং কমেন্টের প্রতি উত্তরে বার বার বলতে চেষ্টা করছেন সেই বুদ্বিজীবিদের মত, আপনি শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ করেন নি কেবল আরিফ রহমানের পদ্বতিগত ভুল ধরেছেন। আপনার উদ্দেশ্য অন্য কিছু নয়। আমরা আম জনতা ঐ বুদ্বিজীবিদের কিংবা আপনার মত জ্ঞানী নই । কিন্তু যা বোঝার বুঝে নেই । ভাল থাকুন।
০৩ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২০
নিশাচর্ বলেছেন: আমার পোষ্টের টপিক "আরিফ রহমানের মিথ্যাচার এবং জালিয়াতি", শহীদের সংখ্যা ৩০ লাখের কম না বেশি সেইটা না। শহীদের সংখ্যা নিয়ে মন্তব্য করার মত যথেষ্ট কোয়ালিফাইড আমি না সেইটা পোষ্টেই উল্লেখ করেছি। দয়া করে আপনার 'বুঝ'এর সীমাবদ্ধতার কারনে আমার উদ্দেশ্যের ভুল ব্যাখ্যা করবেন না।
১২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০
আরণ্যক রাখাল বলেছেন: একাত্তরে যুদ্ধ হৈছে নাকি? আমি তো জানি না| ওটা তো একটা গন্ডগোল| কেউ মরেছে বলেও শুনিনি| ফাউল
০৩ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২২
নিশাচর্ বলেছেন: আপ্নে আমার বা%ঁ# জানেন।
১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭
নতুন বলেছেন: ৩০ লক্ষ শহীদ এটা একটা প্রতীকি সংখ্যা...অগনিত লাখো শহীদের বিরাট সংখাকে বোঝাতে এটা সবাই ব্যবহার করে... বঙ্গবন্ধুও বলেছেন এটা।
আপনিও জানেন এটা লাশের সংখ্যা গুনে গুনে তৌরি করা সংখ্যা না....
যারা এটাকে প্রশ্নবিধ্য করে তাদের উদ্দেশ্য কি??????????????????
তাদের উদ্দেশ্য হইলো বঙ্গবন্ধু ভুল সংখ্যা বলেছেন, বাড়িয়ে বলেছেন, মিথ্যা বলেছেন এটা প্রমান করা....
তাই যারাই ৩০ লক্ষনিয়ে প্রশ্ন করে সেইসব ভন্ডদের জন্য করুনা হয়।
এটা কথা মনে রাখবেন...
One murder is One murder Too many.... One Rape is One Rape too many...
এখন যদি সংখ্যা ৩ লক্ষ হয় তবে কি হবে? যারা প্রশ্ন করছেন তারা কি ছিড়বেন যদি সংখ্যাটা ৩ লক্ষ হয়?
এইটা একটা অসুস্হ মানুষের লক্ষন যে বাংলাদেশী হয়ে জন্মগ্রহন করেও যারা এখন শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন করে তেনা পেচায়... আশা করি তারা কখনো সুস্হ হয়ে মানুষ হবেন।
০৩ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩১
নিশাচর্ বলেছেন: আপনার লাস্টের প্যারার উপরের প্রত্যেক্টা কথার সাথে একমত এবং লাস্টের 'বাংলাদেশী হয়ে জন্মগ্রহন করেও যারা এখন শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন করে তেনা পেচায়...' এইটার সাথে সাথে 'মিথ্যাচার আর তথ্য জালিয়াতি করে বিতর্ক ঊশ্কে দেয়া, প্রশ্নের জন্ম দেয়া (যেইটা জালিয়াত আরিফ রহমান করেছেন)' এসবকেও অসুস্হ মানুষের লক্ষন বলে আমি মনে করি।
১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৪
ইউআরএল বলেছেন: 1971 Genocide Denial Law আসতেছে, তোমাদের confusion, prove চাওয়া এগুলো পা.. দিয়ে বাহির হবে
০৩ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪১
নিশাচর্ বলেছেন: সাবাস! আরিফ রহমানের শহীদের সংখ্যা জালিয়াতি টাইপ দুইনম্বরিও নিশ্চয়ই আটকে যাবে একই আইনে। জাতিসংঘের তথ্য জালিয়াতি করে ছাপা তার বইগুলা তখন নিশ্চয়ই দুই ভাগ করে আপনার আর আরিফের পা.. দিয়ে প্রবিষ্ট করানো হইবে।
১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩০
াহো বলেছেন:
How many Jews were killed in the Holocaust?
Between five and six million Jews - out of a Jewish population of nine million living in Europe - were killed during the Holocaust. It is impossible to know exactly how many people died as the deaths were comprised of thousands of different events over a period of more than four years. About half of the Jewish victims died in concentration camps or death camps such as Auschwitz. The other half died when Nazi soldiers marched into many large and small towns in Germany, Poland, the Soviet Union and other areas and murdered people by the dozens or by the hundreds.
http://www.projetaladin.org/holocaust/en/40-questions-40-answers/basic-questions-about-the-holocaust.html
১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩৫
াহো বলেছেন:
পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে ,নাম ধরে তালিকা নাই
২য় মহাযুদ্ধে সোভিয়েত রাশীয়ার ২ কোটি নাগরিক নিহত হয়েছিল।
কেউ গুনে নি, কোন তালিকাও নেই
এরপরও এনিয়ে কখনো বিতর্ক হয়েছে বলে শুনা যায় নি।
০৩ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৮
নিশাচর্ বলেছেন: পোষ্টের তিন নম্বর স্টাঞ্জা একটু কষ্ট করে পড়েন পিলিজ। লিঙ্ক দুইটাও একটু ঘুইরা আসেন।
১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৭
মাসূদ রানা বলেছেন: ভালো বিশ্লেষন ব্রাদার
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮
নিশাচর্ বলেছেন: ধন্যবাদ ব্রাদার।
১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৬
বিদ্যুৎ বলেছেন: যে ডাক দেয় আর যারা তাঁর ডাকে সাড়া দেয় এরা সবাই এক সমান না। আহবানকারী আর আহবানে সাড়া দানকারীকে যারা এক পাল্লায় মাপে তারা নির্বোধ। শহীদদের সংখ্যা যাই হোক আমরা যুদ্ধে বিজয়ী, আমরা স্বাধীন তাই আমরা যা বলেছি তাই সঠিক।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৩
নিশাচর্ বলেছেন: "আমরা স্বাধীন তাই আমরা যা বলেছি তাই সঠিক" এইটা একটা ভালো কথা বলছেন।
এই কথাটাই আরিফ সাহেব'কে শিখায়া দিয়েন। মিথ্যা আর জালিয়াতি বাদ দিয়া উনি যেনো এইটাই বলেন ইন ফিউচার।
১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনার লাস্টের প্যারার উপরের প্রত্যেক্টা কথার সাথে একমত এবং লাস্টের 'বাংলাদেশী হয়ে জন্মগ্রহন করেও যারা এখন শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন করে তেনা পেচায়...' এইটার সাথে সাথে 'মিথ্যাচার আর তথ্য জালিয়াতি করে বিতর্ক ঊশ্কে দেয়া, প্রশ্নের জন্ম দেয়া (যেইটা জালিয়াত আরিফ রহমান করেছেন)' এসবকেও অসুস্হ মানুষের লক্ষন বলে আমি মনে করি।
অতিউতসায়ী কিছু মানুষ সব দলেই থাকে... হয়তো আরিফ তেমন একজন হতেও পারে. আমি যানি না।
আমি কখনোই কারুর সাথে ৩০লক্ষ শহীদের সংখ্যা নিয়ে বিতকে` যাবো না।
কারন ৩০ লক্ষই শেষ কথা কারন এটা আবেগ, শ্রদ্ধা, কৃতঙ্গতা ( উপরের কমেন্টে বলেছি যে কেন ৩০ লক্ষই আমরা বলবো)। এটাই বঙ্গবন্ধু বলেছেন...এটা বিশ্বজানে।
আপনি যদি দেশপ্রমিক হয়ে থাকেন তবে আপনারও ৩০লক্ষ শহীদের সংখ্যা মেনে নিতে সমস্যা হবার কারন দেখি না।
ভাই আমাদের দেশ অনেক পিছিয়ে আছে এখন আরো পেছনে টেনে নিয়েন না।
আপনি ভালো করেই জানেন... এখন যদি সরকার শহীদের তালিকা করে তবে সেই তালিকায় নাম ৪৫ লক্ষ হয়ে যাবে ...কারন অতিউতসায়ী লোকেরা সেটা তৌরি করবে.... আর জামাত/বিএনপি সেটা নিয়ে আবার বিতক` শুরু করবে...
এখন সামনে অনেক কাজ বাকি... দেশের জনসংখ্যা প্রায় ২০ কোটি... এদের কাজে লাগাতে হবে... দেশে সৌর বিদূতের ব্যবহার বাড়াতে হবে... বাইরের দেশে আমাদের ছেলে/মেয়ে দের পাঠাতে হবে দুনিয়ার সাথে পাল্লা দেবার জন্য... আমাদের শিশুদের শিক্ষা দিতে হবে...
এখন যারা আলীগ/বিএনপি করছে তারা কয়জন দেশপ্রেমর জন্য রাজনতিনি করছে????? ১% কিম্বা তারচেও কম...
সুবিধাবাদী ভন্ডদেশপ্রমিক দিয়ে বিতক` ছাড়া অন্যকিছুই হয়না।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০২
কলাবাগান১ বলেছেন: ৩০ লাখ কোন সংখ্যা না। এটা একটা আবেগ....মুক্তির আবেগ....ত্যাগের আবেগ.....সিম্বল অফ আওয়ার ট্রায়াম্প ওভার দ্যা ইভিলস.....
আর রাজাকারদের গালে একটা চপোটঘাত