নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশাচর

নিশাচর

নিশাচর্‌

ami ektu ogochalo type'er manush.

নিশাচর্‌ › বিস্তারিত পোস্টঃ

ছাড়তে হলে যৌবন কালে না ছাড়াই ভালো, অন্যের ঘরে ওঠার আশংকা যখন থাকবে না তখনই ছাড়ার উপযুক্ত সময় B-)

১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩১

আমার মনে হয় দেয়ার ওয়াজন্ট এনি বেটার টাইম ফর বিএনপি টু লিভ জামাত। সরকার বিরোধী আন্দোলনে জামাতকে দিয়ে তেমন কোনো লাভ হয়নাই। ফলে বিএনপি'র আন্দোলনের পথ ছেড়ে ভোটের হিসাবে যাইতেই হইতো।
ভোটের হিসাবে জামাতের সাথে জোট বাধার ফলে ৯৬'এর আওয়ামী শাসনামল না দেখা আতুর ঘরের ভোটারদের ভোটে ২০০৮'এ বিএনপি'র যে ধরা খাওয়াটা শুরু হইছিলো, ঐ জোয়ারে আওয়ামীলীগ ২০১৪ পর্যন্ত পার করে ফেলছে। তবে গত কয়েক বছরে ওইসব বাচ্চাকাচ্চারা অনেক ম্যাচিউর হইছে, 'আওয়ামীলীগ' নামক বস্তু'র সাথে পরিচিত হইছে...
ফলে নতুন প্রজন্মের ভোটার গুলা আগামী যেকোনো ভোটের জন্যে ব্ল্যাংক চেক। কিন্তু স্টিল তাদের জন্যে বিএনপি'কে ভোট দেওয়ার অর্থ অতীতের ভুল স্বীকার করে কানে ধরে উঠবস করে নিজের গালে চর মারা। বাঙ্গালী মনে মনে নিজের ভুল যতই বুঝুক... প্রকাশ্যে নিজের গালে চর মারতে কেউ রাজি না। তাই জামাতের সাথে জোট থাকা'র অজুহাত দেখায়া তারা নিজের গালে চর খাওয়া এ্যাভয়েড করতো।
যেহেতু জামাত জীবনেও এই চেক ক্যাশ করতে পারবে না এবং জামাতের সাথে জোটে থাকলে বিএনপি'ও পারবে না, বরং এদের বড় একটা অংশ 'না' ভোট দিবে, কিছু অংশ 'পলিটিক্স মানে আওয়ামীলীগ, আই হেট পলিটিক্স' বইলা ভোট'ই দিবে না। কিন্তু জামাতের সাথে জোট ভাংলে বিএনপি'র খুব ভালো সম্ভাবনা আছে এদের দলে ভিড়ানোর।
এরা ছাড়া বাকি ভোটার'গন মূলত যার যার মত বিএনপি, আওয়ামীলীগ এবং জামাতের বান্ধা কাস্টোমার (যে অনুপাতেই হোক না কেনো, সেইটা অন্য আলাপ)।
কাজেই ভোটের হিসাবে বিএনপি'র সাথে জোটে থাকা না থাকাতে জামাতের কোনো লাভক্ষতি নাই (জোটে না থাকলে দলের অস্তিত্ব থাকবে কি না সেইটা অন্য আলাপ, অন্য রাজনীতি), কিন্তু ভোটের হিসাবে বিএনপি'র জন্য জামাত'কে জোটে না রাখাই লাভজনক।
এটা ঠিক যে আওয়ামীলীগের পপুলারিটির বর্তমান যে অবস্থা, তাতে ফ্রি এ্যান্ড ফেয়ার ইলেকশান হইলে আওয়ামীলীগের এগেইনস্টে এমনকি "ফেক ফেসবুক এ্যাকাউন্ট" দাঁড়াইলেও জিতে যাওয়ার কথা... কিন্তু প্রতিপক্ষের নাম যখন 'আওয়ামীলীগ' তখন বিএনপি'র সবরকমের অপশন এ্যাভেইল করার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ। কাজেই জামাত'কে ছাড়া লাগতোই।
...
কিন্তু এতদিন সেটা সম্ভব ছিলো না... কারন বিএনপি যদি এমনকি ২০১৫ তেও জামাতকে ছেড়ে দিতো, তাহলে আওয়ামীলীগ জামাত নেতাদের মামলা ঝুলায়া দিয়ে এরশাদের জাতীয় পার্টি'র মত জামাতকেও ঘন্টাওয়ালা বাছুর বানায়া ফেলতো, আর ফাসীকাষ্ঠে দাঁড়ানো নেতাদের জীবন বাচানোর অপশন পাইলে জামাত খুশিমনে আওয়ামীলীগের সাথে কুলাকুলি করে ফেলতো। কারন ইট'স অল বিজনেস... নাথিং পার্সোনাল। আওয়ামীলীগ তারপর একমাত্র প্রতিপক্ষ বিএনপিকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলতো।
কিন্তু এই ২০১৬'তে এসে জামাতের মোর অর লেস বেশিরভাগ নেতার ফাসি হয়ে যাওয়া এবং ন্যাচারাল ডেথ'এর কারনে এই অপশন'টা আর আওয়ামিলিগ এ্যাভেইল করতে পারবে না।
সো ইয়েস, দেয়ার ওয়াজ নো বেটার টাইম ফর বিএনপি টু লিভ জামাত। ইট'স অল গুড বিজনেস... নাথিং পার্সোনাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.