![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঁকহীন সব নদীগুলো সরল রেখায় বহতা
মূক পাখিরা সুর ভুলেছে, মৌনতা সুনসান
গ্র্যান্ড ক্যানিয়ন প্রেইরি যেন, নেই তার গহীনতা
কোটাহুসাইয়ের সমতলে চাষ হয় ইরি ধান।
কোহ-ই-নুর হলো দ্যুতিহীন, ঠিক যেন ঘসা কাচ,
ব্ল্যাকস্মিথের জ্বলন্ত ফোর্জ, নেই তার কোন আঁচ।
কোথায় হারালো আগুনের আঁচ, কোথায় নদীর বাঁক?
হীরের দ্যুতি, উপত্যকা, কোথায় পাখির ডাক?
তোমার কণ্ঠে ঠাই নিয়েছে সকল পাখির গান
তোমার গালে টোল হয়েছে গ্র্যান্ড ক্যানিয়ান।
শীতল নদীর বাঁক হয়েছে তোমার কোমর বিছা,
লক্ষ হীরের দ্যুতিময় হাসি হৃদয়ে জাগায় নেশা
নেশার ঘোরে ভাসি তোমার উত্তপ্ত স্পর্শসুখে
কোটাহুসাইয়ের উপত্যকা ভেবে ডুবি তোমার বুকে।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৩
নিশাচর্ বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১২
নিশাচর্ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।