![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ্য স্রোতের পাশে বসে আছি অন্ধ। কংক্রীটে গেঁথে থাকা মোগল সম্রাজের হারানো গান শুনি, কেউ টোস্ট-বিস্কুট চিবায়, কুর্ রর কুরর... কাছে কোথাও ভিক্ষারী, মাগ-ফেরত গালি ঝারে। চিল্লায় ফুলবিক্রেতা কিশোরী। তাবৎ দুনিয়াবী ফিসফাস, রাষ্ট্রবিরোধী মর্কট জাল আর অন্ধকারে শব্দযন্ত্রের দুর্গন্ধ-বমি। বুঝি, মাউথঅর্গানের ফুঁ-চাপে পুড়ে যুবন ভুলে যাচ্ছে নিপুন গাত্র-অতীত। বলিহারী বিমানের উচ্চস্বর ক্রন্দনে ডুবে যায় চাতক-গঞ্জের ঢুলিবাদক। বেড়ে উঠার হরলিক্স খায় আশ্চর্য জিরো। আমি তার ভিতরে বসে থাকি অন্ধ।
©somewhere in net ltd.