![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজন অশ্রু চরে খটখটে শুকনো পরাণ,
কেঁদে উঠে কাশ্মীরী শাল, পুরনো মমতা
মক্ষিকার ঝাঁকে -
একদিন যদি দেখা মিলে জেলীপাখি
অদূরের কুহু ডাকে খুলে যায় শ্রবণের গিঁট
ঘুমঘুম চোখ, মা বলে ভ্রম লাগে
মাটির শয্যা।
উদ্ভবে মত্ত রই সূর্যেন্দুসঙ্গম।
©somewhere in net ltd.