![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের খাঁজে লিপিবদ্ধ হও
ধ্রুপদী নক্ষত্রের খনিতে নেমে
যেতে চাইলেও
যাও, পাপড়ির ত্বকে রঙমিস্ত্রী হতে চেয়ে
নিমেষ চমক রোধে নোনাবাড়ির দোর অবধি…
বলো, মাঘমাসি মন-
পেছনপর্ব টিয়ে রঙের কথা।
এখনো মূদ্রা নাচের সময়
ঘূর্ণন যাদুতে আবছা মুখছবি !
সুষম নিরব সুরে স্পন্দিত চাঁদ অধিকার
অচৈতন্যের বৃত্তে জমাট বাঁধছে সুইসাইড।
©somewhere in net ltd.