![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গায়েবী তীর এসে বক্ষে বিঁধে যায়
কেয়ামতী সূরজতলে গলে যাই বাল-আদমী
উঠোনের কোণে তেঁতুল গাছের ডালে
পা দুলাতে দেখি
আমার ভবিষৎ ভূত-কে।
----------------------------------------
অপূর্ব এক ধাক্কা এসে চোখে লাগে
আরামের সুখ ছলাৎ করে উঠে চেহারায়
আর ক্ষুদ্র বাদামী প্রত্যাশায়...
বন্ধু, নস্টালজিয়ায় শিকার করো প্রসস্তশ্বাস
কারিশমা ভরা স্টেশানে ফিরে আসবে বিচ্যুতজন
দূরে শব্দ শুনে ছুট, শেষ ভোল্টেজে
খুঁজে পাবে, তুলে নিও হাতে নক্ষত্রের কঙ্কাল।
অপূর্ব ! চোখে ধাক্কা লাগে?
©somewhere in net ltd.