![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মলিনসারথীর পাশে শুয়ে দ্যাখ ঋতুমতি গোলাপীমেঘ। পান করে রজঃবতী জংলি অন্ধকার, ছায়াচূড় মৃত্তিকার বুকে দোলাও নারীচাঁদ। সন্ধ্যার ঠোঁট চুষে চুষে কবে চলে গ্যাছো সেই ভাঙ্গন বেলাঘরে! ধ্রুবরঙের তন্দ্রাসুর, দারুচিনিঘ্রান পেরিয়ে ফিরে আসে ক্ষয়িঞ্চুপাখি! দ্যাখ, ক্রমআকাশ, ধণুপাঠ, সূর্যের ক্ষেতে কারা মিথুনচিহ্ন আর নক্ষত্রজ্বরে মাপো জন্মদূরত্ব ও একটি উচ্চতা বেলুন।
হাজার বছর পর রুপালী শরীর উড়ে যাবে নিশ্চিতদগ্ধনদী। ময়ূরারি হতে পঞ্চাশ্রমে, পীতবর্ণে। শীতোদ্ভুত ওড়নায় জড়ানো নিঃশব্দ হৃৎপিণ্ড স্মৃতি।
©somewhere in net ltd.