![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাছেরা আলিঙ্গনের সুখ বোঝে লতাদের কাছে। যতসব পাখিরা সঙ্গমের মধু খায় ফুলেদের যোনীদ্বার থেকে। একটা চুমুর হাওয়া এলে উলঙ্গ হয় সদ্য যুবতী।
পাহাড়ের দুগ্ধ তৃষ্ণা মেটায় ঝর্ণা, সমূদ্রের নাভীতে সুঘ্রাণ এলে মাছেরা কামাতুর হয়। লাল সন্ধ্যার পর যখন ব্যাটালোকগুলো স্ব-স্ত্রী'ক ঘুমুতে যায়, আসলে তারা ঘুমায় না।
রাত গভীর হলে বিশ্রী পেঁচার চোখে জ্বলজ্বল করে প্রেতাত্মার যৌবন। সন্ন্যাস জীবনও তখন রতিক্রিয়ার গুরুত্ব অনুভব করে।
©somewhere in net ltd.