![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* ডার্ক ক্যাপশন
বৃত্তের ভিতর ভাঁজ করছি মঙ্গলচাঁদ। যেসকল দানায় গুনেছি স্ট্রিট লাইটের ঝকঝকে দাঁত ওসব বুদ্ধের মালার পুতি ছিলো, বহুপরে জেনেছি। বংশকূপে আজও খুঁজে চলেছি ২০৬ টি হাড়গোড়! এক সর্পমস্তকী বন্ধুর হাতে তুলে দিয়েছি ডাহুক সন্ধ্যার ধ্যাণচাবি। পরিহিত জামা চলে গেছে কোন কৃষাণীর ক্ষেতে কাকতাড়ুয়ায় গায়ে। তারপর থেকে মুহূর্তের লকলকে জিবে স্যাঁতস্যাঁতে হয়ে অনন্তর্যামীর সেলফি হয়ে উঠে উদোম শরীর।
ক্ষীণ আলোর জোনাকী এসে প্রথম ডাকলো- প্রভু। অনেক দূর দূর হতে কীর্তিতরঙ্গে ভেসে আসছে পিতৃপ্রাপ্ত নাম।
*হরিণজ্যান্ত ছবি
ডোরাকাটা বাঘের ছায়াচিত্র দেখতে গিয়ে
অর্ধেক কালো আর অর্ধেক হলুদ হয়ে গেছি
কালোর দিকে সরতেই শিকারী থাবা নখর তীক্ষ্নতার
রশ্মিক্রান্ত খেলায় ফুটতে থাকে অসংখ্য তারকাহতফুল
হলুদের দিকে সরতেই আদি বাসর কাতরকম্প ধ্রুবপদ
শ্বাশত রঙ সজাগ সৌন্দর্যঘূর্ণিতে অন্তিম ঝিল্লি ছিঁড়ে পড়ে
হরিণজ্যান্ত হতে চলেছি বাঘীচিত্রাধীন প্রতিচ্ছায়ায়।
©somewhere in net ltd.