নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৈরিৎ ইমু

নৈরিৎ ইমু › বিস্তারিত পোস্টঃ

শুদ্ধস্বর

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪

ছায়ানাশী গান বাঁধছে যারা, তুমি তার তুচ্ছ শ্রোতা।
শুভ্র সূচনার সাথে ভরাট কন্ঠে মাখালে ভাঙ্গা চাঁদ।
নদী বন্ধ চোখ পরাণ-অন্ধ
গোধূলীর বান্ধবপাখি দরদেরা চলে গেছে ।
শঙ্খনাদের দিকে ভেসে যেতেই সুর-শূলন ব্যাধি গ্রাস
হৃদপটে অলঙ্কৃত হচ্ছে পীড়াগরিমা,
সারি সারি বেহালাবাদক চলেছে সেই অনাড়ম্বর আয়োজনে।
তারও আগে বোনা প্রসিদ্ধনীল,
পুষ্পদেহে রাঙ্গিয়েছো কাঙ্ক্ষার তিলক নিপুন।
পিছু ফিরে আকস্মাৎ, কমল স্বরপ্রেমিকার সম্মুখে অহরহ জ্যোতিফুল!
পূত অগ্নিদিন, সুভাসচূর্ণে ক্ষত হয়ে পবণ-তোরণ ছিঁড়ে
চলে গেছো শ্লোক গহনে। যেন শতবর্ষী কূপ-প্রতিধবনিত নিঠুর তাড়নাগীত,
ফুঁসে উঠছে স্ফটিক জলাকার। কালের গ্রীবাদেশ ছুঁয়ে অরণ্যসৈকতশ্মশান রব।
দ্বৈধ আশ্বস্ত পঞ্চম নক্ষত্র। গুপ্ত-আরশিতে সজ্জিত কান্না।
বিষাদ গুঞ্জনে স্পন্দিত হয়ে ওঠো পিপাসু ভ্রমর।
ফুরিয়ে যাবার আগে নৈবেদ্য নিস্তব্ধতার ভেতর খুলে রাখ পরিত্যাক্ত পুলক।
ভ্রমে পরছন্দে নত হলে বীণাক্রন্দন তোমাকে দেখাবে পাংশুটে দিগন্ত রেখা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.