![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেবতা সাক্ষাৎ শেষে এগিয়ে আসছে কতিপয় স্বর, এতো শ্রুতিমধুর! গলে গলে পড়ছে মূর্ছনা। সেই অকস্মাদ্বাসনায় বিকল হয়ে যাচ্ছে ভয়ানক দাবাগ্নি। কারো হাত হতে হঠাৎ খসে পড়তেই রক্ত করবী, ভূমিতল অসহ্য লোহিতরূপ মুহূর্তেই। কোথা হতে আসা এক সুরভি মানুষকে করে তুলছে মদ্যপ। যাদের শ্যেন-চোখ দেখে চলেছে, দর্শনের সুঁইয়ে সেলাই হচ্ছে ছেঁড়া ছেঁড়া আসমান।
সমস্ত গুরুতা ছুঁড়ে ফেলে কেন একটা সুরনদী যথেষ্ঠ নয়? যারা আসে তারা শিল্পী, চলে গেলে কীর্তি। ভাঙ্গো, নিজস্ব ভ্রষ্টাচার ভায়োলিন। হিমবান হাতের স্পর্শে নিদ্রাঘরে ঘন্টা-ঘড়ি, প্রসিদ্ধ সময়ের গলায় চিত্রল সর্প-মালা।
চলমান ঘটনাকে উপেক্ষা করে এক কিশোরী বেনী দুলোতে দুলোতে ছুটে চলছে উড়ন্ত ব্রক্ষ্মের পিছু পিছু...
©somewhere in net ltd.